• Archive Calendar

  • <img class=”alignnone size-full wp-image-10168″ src=”https://bdnewstoday24.com/wp-content/uploads/2023/05/IMG-20230504-WA0053.jpg” alt=”” width=100% height=”auto/>

  • রাজধানী

    সরকার পুলিশকে গনতন্ত্রকামী জনগনের প্রতিপক্ষ বানিয়েছে : ডাঃ ইরান

      প্রতিনিধি ১ আগস্ট ২০২৩ , ১০:১৮:৫১ প্রিন্ট সংস্করণ

    মারুফ সরকার,স্টাফ রির্পোটার:

    মুক্তিযুদ্ধে চেতনার মুখোশ পড়ে আওয়ামী লীগ হত্যা খুন গুম অপহরন ও মানবাধিকারকে ভুলন্ঠিত করেছে মন্তব্য করে বাংলাদেশ লেবার পার্টির চেয়ারম্যান ডাঃ মোস্তাফিজুর রহমান ইরান বলেছেন, সরকার অবৈধ ক্ষমতা কুক্ষিগত করতে পুলিশবাহীনিকে গনতন্ত্রকামী জনগনের বিরুদ্ধে লেলিয়ে দিয়ে প্রতিপক্ষ হিসেবে বানিয়েছে। তারা নির্বিচারে গনতন্ত্র ও ভোটাধিকার দাবীতে সভা সমাবেশে হামলা মামলা গুলি টিয়ারগ্যাস নিক্ষেপ করে সাংবিধানিক অধিকার হরন করেছে।

    তিনি আজ (রবিবার) দুপুরে জাতীয় প্রেসক্লাবের সামনে অবরোধ কর্মসুচীতে নির্বিচারে হামলা নির্যাতন নিপীড়নের প্রতিবাদে বাংলাদেশ লেবার পার্টি, ঢাকা মহানগর আয়োজিত জনসমাবেশে প্রধান অতিথির বক্তব্যে একথা বলেন।
    ডাঃ ইরান বলেন, আওয়ামী লীগ গনতন্ত্র ও ভোটাধিকার হরন করে দেশকে পঙ্গু রাষ্ট্রে পরিনত করেছে। দুর্নীতি, লুটপাট ও অর্থপাচারের মাধ্যমে দেশের অর্থনীতিকে ধ্বংস করেছে। জনগনের ভোটের অধিকার কেড়ে নিয়ে ১৫ বছর দুঃশসন ও ফ্যাসিবাদ কায়েম করে বিরোধী রাজনৈতিক শক্তিকে নিচিহৃ করার অপকৌশল নিয়েছে। শেখ হাসিনা ১৯৯৬ সালে ক্ষমতায় যাওয়ার জন্য তত্ত্বাবধায়ক ব্যবস্থা প্রবর্তন করতে ১৮৭ দিন হরতাল অবরোধ করেছে, আবার ২০১৩ সালে জনগনের ভোটাধিকার হরন করে ক্ষমতা কুক্ষিগত করতে সংবিধান থেকে নির্দলীয় সরকার ব্যবস্থা বাতিল করেছে। আমরা নিরপেক্ষ সরকারের অধীনে নির্বাচন ছাড়া বাংলাদেশে একদলীয় নির্বাচন হতে দেবো না।
    ঢাকা মহানগর সভাপতি এস এম ইউসুফ আলীর সভাপতিত্বে সমাবেশে বক্তব্য রাখেন মানবাধিকার সংরক্ষন সংস্থার চেয়ারম্যান এডভোকেট জহুরা খাতুন জুঁই, লেবার পার্টির ভাইস চেয়ারম্যান আমিনুল ইসলাম আমিন, হিন্দুরত্ম রামকৃষ্ণ সাহা, যুগ্ম-মহাসচিব হুমাউন কবির, মুফতি তরিকুল ইসলাম সাদী, সাংগঠনিক সম্পাদক খন্দকার মিরাজুল ইসলাম, মহিলা সম্পাদিকা নাসিমা নাজনিন সরকার, যুব বিষয়ক সম্পাদক মোঃ শওকত চৌধুরী, কেন্দ্রীয় সদস্য রুম্মান সিকদার, ডেমরা থানা সভাপতি ইমরান আহমেদ, পল্টন থানা যুগ্ম-আহবায়ক মোঃ খোকন, রমনা থানা সভাপতি বোরহান উদ্দিন, মিরপুর থানা সভাপতি মহিউদ্দিন, ছাত্রমিশনের সহ-সভাপতি নাজমুল ইসলাম মামুন ও পাঠাগার সম্পাদক মামুনুর রশীদ প্রমুখ।
    সমাবেশে লেবার পার্টির চেয়ারম্যান ডাঃ ইরান সরকার বিরোধী বক্তব্য শুরু করতেই পাশে মানববন্ধনরত কথিত মুক্তিযুদ্ধের সন্তানরা হামলা চালানো প্রচেষ্টা চালায়। এতে ব্যাপক হট্টোগোল ও বাকবিতন্ডা সৃষ্টি হয়। উভয় পক্ষের নেতা-কর্মীদের মধ্যে হাতাহাতি সৃষ্টি হয়। পুলিশ লেবার পার্টির মাইক বন্ধ করে দেয়। এসময় লেবার পার্টি ও ছাত্রমিশনের কর্মীরা এগিয়ে গেলে পুলিশের হস্তক্ষেপে কিছুটা পরিস্থিতি শাস্ত হয়। ডাঃ ইরানের বক্তব্যের মধ্যদিয়ে কর্মসুচী সমাপ্ত হয়। লেবার পার্টি নেতৃবর্গ শান্তিপুর্ন সমাবেশে হামলার তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়েছে।

    আরও খবর

    Sponsered content