• Archive Calendar

  • <img class=”alignnone size-full wp-image-10168″ src=”https://bdnewstoday24.com/wp-content/uploads/2023/05/IMG-20230504-WA0053.jpg” alt=”” width=100% height=”auto/>

  • চট্টগ্রাম

    আমি গরীব বলে

      প্রতিনিধি ২ আগস্ট ২০২৩ , ৫:৩৫:০৭ প্রিন্ট সংস্করণ

     কবিতাঃ আমি গরীব বলে

      ✍️ মোঃবাবুল হকচাঁপাইনবাবগঞ্জ ✍

    আমি গরীব বলে দেওনা
    তুমি আমারে দাম,
    তুলে নিতে চাও আমার
    শরীরের চাম।

    আমি গরীব বলে দেওনা
    দাম আমার কথা বলার,
    দেওনা আমার কথা বলার
    অধিকার।

    আমি গরীব বলে দেওনা মর্যদা
    অধিকার আমার ,
    কেড়ে নেও জোর করে
    অধিকার তোমার।

    আমি গরীব বলে আমায়
    দেখে ঘৃণা কর,
    আমার গলায় টিপে
    ধর ।

    আমি গরীব বলে দেওনা
    আমার শ্রমের মর্যাদা অধিকার,
    ক্ষমতার বলে কেড়ে নেও
    অধিকার তোমার।

    আমি গরীব বলে দেওনা
    আমার সামাজিক অধিকার,
    দেওনা আমারে
    তোমরা সমঅধিকার।

    আমি গরীব বলে
    করো তুমি আমার প্রতি অবিচার ,
    করোনা আমার প্রতি
    ন্যায়বিচার।

    আমি গরীব বলে
    দেখ তুমি ঘৃণা ভরে,
    যখন তখন মার তুমি
    আমায় ধরে।

    আমি গরীব বলে আমায় দেখে

    দরজা বন্ধ করে দাও,

    কোনকিছু না দিয়ে ফিরিয়ে
    দিতে চাও।

    আমি গরীব বলে দেওনা
    আমার কাজের মজুরি সঠিক,
    আমার কথা রাখোনা
    তোমরা ঠিক।

    আরও খবর

    Sponsered content