• Archive Calendar

  • <img class=”alignnone size-full wp-image-10168″ src=”https://bdnewstoday24.com/wp-content/uploads/2023/05/IMG-20230504-WA0053.jpg” alt=”” width=100% height=”auto/>

  • তথ্যকণিকা

    ধর্মপাশায়  ইউপি চেয়ারম্যান পুলিশে দিলেন ইউপি সচিব ও উদ্যোক্তাকে

      প্রতিনিধি ১৪ অক্টোবর ২০২৩ , ৭:৪৭:৪৮ প্রিন্ট সংস্করণ

    ধর্মপাশা প্রতিনিধি

    সুনামগঞ্জের ধর্মপাশা উপজেলার সুখাইড় রাজাপুর উত্তর ইউনিয়নের ইউপি সচিব রুহুল আমিন রুবেল (৫০) ও ইউনিয়ন ডিজিটাল সেন্টারের উদ্যোক্তা আকবর হোসেন (৪৩) আর্থিক সুবিধা নিয়ে বিধিবহির্ভূতভাবে জন্মনিবন্ধন সনদ দেওয়ার ঘটনায় দুজনকে  পুলিশের হাতে তুলে দেন ইউপি চেয়ারম্যান নাসরিন সুলতানা দিপা (৪৬)। পরে এ নিয়ে থানার ওসির কাছে তিনি লিখিত অভিযোগ দেন।
    লিখিত অভিযোগে ইউপি চেয়ারম্যান উল্লেখ করেছেন, উপজেলার সুখাইড় রাজাপুর উত্তর ইউনিয়নে ২০১৯ সালের ১১নভেম্বর থেকে রুহুল আমিন রুবেল ইউপি সচিব পদে ও ২০১০সাল থেকে ইউনিয়ন ডিজিটাল সেন্টারের উদ্যোক্তা হিসেবে আকবর হোসেন (৪৩)কাজ করে আসছেন। জন্মনিবন্ধন সফটওয়ারে ইউপি সচিবের সরকারি ইউজার আইডি ও পাসওয়ার্ড উদ্যোক্তা অবগত ছিলেন। দাপ্তরিকসহ বিভিন্ন কাজে ব্যস্ত থাকার সুযোগে ইউপি চেয়ারম্যানের মোবাইল ফোনে আসা অটিপি ইউনিয়ন ডিজিটাল সেন্টারের উদ্যোক্তা ও ইউপি সচিব কাজে লাগিয়ে আর্থিক সুবিধা নিয়ে গত ১ আগস্ট থেকে ১০ অক্টবোর পর্যন্ত চেয়ারম্যানের স্বাক্ষর স্ক্যান করে বেআইনিভাবে ১৭ জন বহিরাগতদের ওই ইউনিয়নের স্থায়ী বাসিন্দা দেখিয়ে জন্মনিবন্ধন সনদ দিয়ে আসছিলেন। বিষয়টি ৯ অক্টোবর বিকেলে জানতে পেরে ১০ অক্টোবর সকাল১১টা ১০ মিনিটে উদ্যোক্তা ও ইউপি সচিবকে চেয়ারম্যান তার অফিস কক্ষে ডেকে নেন। এক পর্যায়ে তাঁরা দুজন আর্থিক সুবিধা নিয়ে বিধিবহির্ভূতভাবে ১৭টি জন্ম নিবন্ধন সনদ দিয়েছেন বলে চেয়ারম্যানের কাছে স্বীকার করেন।
    ইউপি সচিব রুহুল আমিন রুবেল এ ঘটনায় জড়িত নয় বলে দাবি করলেও উদ্যোক্তা আকবর হোসেন সাংবাদিকদের কাছে এ ঘটনায় জড়িত থাকার কথা স্বীকার করেছেন।
    সুখাইড় রাজাপুর উত্তর ইউপি চেয়ারম্যান নাসরিন সুলতানা দিপা বলেন, উদ্যোক্তা ও ইউপি সচিবকে আমি নিজে থানায় নিয়ে এসে পুলিশের হাতে তুলে দিয়েছিলাম। এ নিয়ে থানার ওসির কাছে লিখিত অভিযোগও করেছিলাম। পরে এ নিয়ে জেলা প্রশাসক মহোদয়ের সঙ্গে মোবাইল ফোনে কথা বলে আমি বাদী হয়ে উদ্যোক্তাকে আসামি করে শুক্রবার সন্ধ্যায় থানায় মামলা করেছি। আর এ ঘটনায় সম্পৃক্ত থাকায় ইউপি সচিবের বিরুদ্ধে ইউএনও স্যারের কাছে লিখিত অভিযোগ করা হবে।
    ধর্মপাশা থানার ওসি মোহাম্মদ মিজানুর রহমান বলেন, ইউনিয়ন ডিজটাল সেন্টারের উদ্যোক্তা আকবর হোসেন (৪৩)কে আসামি করে ইউপি চেয়ারম্যান নাসরিন সুলতানা দিপা বাদী হয়ে গতকাল শুক্রবার সন্ধ্যায় থানায় মামলা করেছেন।
    তিনি আরও বলেন, ওই চেয়ারম্যান ইউপি সচিবকেও থানায় নিয়ে এসেছিলেন। তবে পুলিশের জিজ্ঞাসাবাদ শেষে সচিব  চলে গেছেন।

    আরও খবর

    Sponsered content