• Archive Calendar

  • <img class=”alignnone size-full wp-image-10168″ src=”https://bdnewstoday24.com/wp-content/uploads/2023/05/IMG-20230504-WA0053.jpg” alt=”” width=100% height=”auto/>

  • পাত্র/পাত্রী

    রাজারহাটে বিয়ের স্বীকৃতির দাবীতে ইডেন কলেজের ছাত্রীর অনশন

      প্রতিনিধি ৪ আগস্ট ২০২৩ , ৮:০৬:১৮ প্রিন্ট সংস্করণ

    মুকুল রাজ,কু‌ড়িগ্রাম জেলা প্রতি‌নি‌ধি:

    কুড়িগ্রামের রাজারহাটে বিয়ের স্বীকৃতি পেতে ঢাকা ইডেন কলেজের ছাত্রী শিউলি রাণী শীলের অনশন। এঘটনায় এলাকায় চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। জানা যায় গত রোববার ঢাকা কাটারা চকবাজারের বাসিন্দা শ্রী দুলাল চন্দ্র শীলের মেয়ে শিউলি রাণী বিয়ের দাবীতে রাজারহাট উপজেলার চাকিরপশার ইউনিয়নের জোলাপাড়া গ্রামের শচীন্দ্রনাথ রায়ের ছেলে বিজয় কৃষ্ণ রায়ের বাড়িতে গত রোববার ২৩ জুলাই থেকে বিয়ের স্বীকৃতির দাবীতে অবস্থান করছেন। ভুক্তভোগী নারী জানান বিজয় কৃষ্ণ ঢাকায় পড়াশোনা করার সময় তার সাথে প্রথমে পরিচয়,পরিচয় থেকে ভালবাসার সম্পর্ক গড়ে উঠে। এরপর সিদুর পরিয়ে দুজনে বিবাহ বন্ধনে আবদ্ধ হন। দীর্ঘ এক বছর স্বামী স্ত্রী হিসাবে ঘর সংসার করেন।এদিকে বিজয় কৃষ্ণ রায় স্কলারশিপ পেয়ে যুক্তরাষ্ট্রে ওয়াইন স্টেট বিশ্ববিদ্যালয়ে উচ্চতর ডিগ্রী অর্জনে যাওয়ার প্রস্তুতি নিলেও তিনি স্ত্রীকে এবিষয়ে কিছু জানায়নি। এখবর শুনে শিউলী রাণী শীল বিজয় কৃষ্ণ রায়কে তার শ্বশুরলায়ে রেখে যেতে বলেন। বিজয় কৃষ্ণ রায় বাধ্য হয়ে ২৩ শে জুলাই শিউলী রাণী শীলকে তার পিতৃলয়ে রেখে গা ঢাকা দেন। বিজয় কৃষ্ণ গা ঢাকা দিলে তার পরিবারের অন্যান্য মহিলা সদস্যরা শিউলী রাণী শীল কে তাদের বাড়ি ত্যাগ করে ঢাকায় ফিরত যেতে বিভিন্ন হুমকি দামকি সহ শারীরিক ভাবে লাঞ্চিত করেন। নিরীহ শিউলী রাণী উপায়ন্তু না পেয়ে স্থানীয় প্রতিবেশীদের সাহায্য কামনা করেন। স্থানীয় কয়েকজন মানবিক মানুষ এগিয়ে এলে বিপাকে পড়েন সচিন্দ্রনাথ রায়। কুটকৌশলের আশ্রয় নিয়ে সচিন্দ্রনাথ রায় শরনাপন্ন হন চাকিরপশার ইউপির চেয়ারম্যান আব্দুস সালামের কাছে। ইউপি চেয়ারম্যান আব্দুস সালাম নিরীহ মেয়েটির পাশে না দাড়িয়ে তাকে বিজয় কৃষ্ণ রায়ের বাড়ি ছাড়তে বিভিন্ন রকমের ভয়ভীতি ও হুমকি দামকি দেন। এরপর স্থানীয় কিছু ছেলে বিজয় কৃষ্ণ রায়ের পক্ষ নিয়ে বিষয় টি সুরাহা করার জন্য রাজারহাট উপজেলা পরিষদের চেয়ারম্যান জাহিদ ইকবাল সোহরাওয়ার্দী বাপ্পীর কাছে নিয়ে আসেন।উপজেলা চেয়ারম্যান মেয়েটির কাছে বিস্তারিত ঘটনা শুনে মেয়েটিকে সঠিক বিচার পাইয়ে দেওয়ার আশ্বস্ত করে বলেন, ভিকটিম বিজয় কৃষ্ণ রায় আসলে বিষয় টি সুরাহা করা হবে।বিজয় কৃষ্ণ রায় না আসায় মেয়েটি হতাশ হয়ে পুলিশ প্রশাসন,গনমাধ্যম কর্মীদের প্রতি তার ন্যায্য অধিকার আদায়ে তার পাশে থাকার আহবান জানান। উল্লেখ বিজয় কৃষ্ণ রায় উচ্চতর ডিগ্রী অর্জনে আমেরিকার ওয়াইন স্টেট বিশ্ববিদ্যালয়ে ৩ তারিখে যাওয়ার কথা। ভুক্তভোগী মেয়ের দাবী বিজয় কৃষ্ণ রায় তাকে স্ত্রীর স্বীকৃতি দিয়ে যেখানে ইচ্ছে সেখানে যাক।

    এবিষয়ে বিজয় কৃষ্ণ রায়ের বাবা সচিন্দ্রনাথ রায় কে জিজ্ঞেস করা হলে তিনি বলেন এবিষয়ে আমি কিছু জানি না,আমার ছেলের সাথে তার বিয়ে হয়েছে কিনা আমার জানা নেই,তবে মেয়েটি আমার বাড়িতে এসেছে আমি তাকে আশ্রয় দিয়েছি,নির্যাতনের কথা তিনি অস্বীকার করেন। তিনি সাংবাদিক কে জানান বিষয় টি আমি রাজারহাট উপজেলা পরিষদের চেয়ারম্যান কে জানিয়েছি তিনি সিদ্ধান্ত দিবেন আমি মেনে নিবো।

    রাজারহাট থানার অফিসার ইনচার্জ আব্দুল্লাহেল জামান জানান অফিসিয়ালি এখন পর্যন্ত আমি কোন অভিযোগ পাইনি,অভিযোগ পেলে তদন্ত সাপেক্ষে ব্যবস্থা নেওয়া হবে।

    আরও খবর

    Sponsered content