• Archive Calendar

  • <img class=”alignnone size-full wp-image-10168″ src=”https://bdnewstoday24.com/wp-content/uploads/2023/05/IMG-20230504-WA0053.jpg” alt=”” width=100% height=”auto/>

  • তথ্যকণিকা

    প্রতারনা করে বিয়ে করাই যেনো মাহফুজুর এর পেশা

      প্রতিনিধি ৪ নভেম্বর ২০২৩ , ১:৩৭:০২ প্রিন্ট সংস্করণ

    নিজস্ব প্রতিবেদকঃ

    ধনী ঘরের ছেলে, বাবা-মা বেঁচে নেই’—এমন নানান পরিচয়ে একের পর এক মেয়েকে প্রেমের ফাঁদে ফেলে বিয়ে করেন তিনি।বিয়ের পর কখনও থাকতেন শ্বশুরবাড়িতে কখন থাকতে মেয়ের সাথে মিথ্যা পরিচয়ে রাজধানীর বিভিন্ন বাসা বাড়িতে ।এরপর বিভিন্ন কাজের কথা বলে শ্বশুরবাড়ির লোকজন ও স্ত্রী কাছ থেকে বিভিন্ন উপায়ে হাতিয়ে নিতেন মোটা অংকের টাকা। একসময় কৌশলে সটকে পড়তেন মাহফুজুর(২৬)। আবার একই কায়দায় অন্য কোনো এলাকায় গিয়ে প্রেম করে টাকা আদায় করা যেনো পেশা হয়ে দাড়িয়েছে ফেনী দাগনভূইয়ার জলিলুর রহমানের বড় ছেলে মাহফুজুর রহমানের।

    সাম্প্রতিক সময়ে এভাবেই নিজের নাম-পরিচয় গোপন করে
    ফরিদপুরে মেয়ে ঢাকার সেবামূলক সরকারী অনুমোদিত সেলফ ডেভেলপমেন্ট অ্যাসোসিয়েশন (SDF) এনজিও কর্মরত তৃনা খানম(৩১) কে প্রতারনা করে বিয়ে করেছেন মাহফুজুর রহমান। বিভিন্ন কৌশলে ব্যবসার কথা বলে প্রতারক মাহফুজ তার কাছ থেকে বিভিন্ন সময়ে বিভিন্ন ফিগারে হাতিয়ে নিয়েছেন ৬ লক্ষ টাকার ও অধিক।টাকা নেওয়ার পর থেকে লাফাত্তা হয়ে গেছেন মাহফুজুর রহমান।

    অভিযোগ আছে এভাবে একাধীক মেয়ের সাথে প্রেমের সম্পর্ক গড়ে হাতিয়ে নেন টাকা এই যেনো তার পেশা হয়ে দাঁড়িয়েছে।টাকা দেওয়া এক পর্যায়ে বন্ধ করে দিলে যোগাযোগ বন্ধ করে দেন মাহফুজ।

    ভুক্তভোগী তৃনা কোনো উপায় না পেয়ে গত ২৫ জুন-২৩ ইং মাহফুজ এর গ্রামের বাড়িতে স্ত্রীর দাবীতে সারাদিন অনশন করেন। স্থানীয় গৌন্যমান্য ব্যক্তিদের আশ্বাসে মাহফুজ এর বাড়ি থেকে ফিরে আসেন তৃনা খানম।

    আসার পর থেকে ফের যোগাযোগ বন্ধ করে দেয় প্রতারক মাহফুজ ।কোনো উপায় না পেয়ে গত ১৭ জুলাই -২৩ ইং ঢাকা নারী ও শিশু ট্রাইবু্নালে যৌতুক ও দেনমোহরের আদায়ে মামলা করেছেন ভুক্তভোগী তৃনা খানম ।মামলা হওয়ার পর থেকে প্রতারক মাহফুজ মোবাইল ফোন বন্ধ করে দেশের বিভিন্ন স্থানে পালিয়ে বেড়াচ্ছে বলে ও জানান তিনি।এমতাবস্থায় মাহফুজ যথাযত শাস্তি ও ক্ষতিপূরন দাবী করেন ভুক্তভোগী তৃনা খানম ।

    আরও খবর

    Sponsered content