• Archive Calendar

  • <img class=”alignnone size-full wp-image-10168″ src=”https://bdnewstoday24.com/wp-content/uploads/2023/05/IMG-20230504-WA0053.jpg” alt=”” width=100% height=”auto/>

  • খুলনা

    দর্শনার বারাদী সীমান্তে বিজিবির তাড়া খেয়ে বস্তা ভর্তি ২০ কেজি ভারতীয় রুপার গহনা ফেলে চোরাচালানীর পলায়ন

      প্রতিনিধি ৬ আগস্ট ২০২৩ , ৯:৪৯:২১ প্রিন্ট সংস্করণ

    মাহমুদ হাসান রনি,  চুয়াডাঙ্গা প্রতিনিধিঃ

    চুয়াডাঙ্গার দর্শনার বারাদী সীমান্তে বিজিবি ১ হাজার ৭১৪ ভরি ওজনের ভারতীয় রুপা উদ্ধার করেছে। এসময় পাচারকারী পালিয়ে যেতে সক্ষম হয়েছে।
    চুয়াডাঙ্গা-৬ বিজিবি অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল সাঈদ মোহাম্মাদ জাহিদুর রহমান জানান, রাতে প্রেস বিজ্ঞপ্তিতে জানায়,শনিবার বিকাল ৫ টার দিকে দর্শনার বারাদী সীমান্তে বারাদী বিওপি নিয়মিত টহল পরিচালনা করার সময় টহল কমান্ডার হাবিলদার সোহরাওয়াদর্দী হোসেন সঙ্গীয় ফোর্স নিয়ে বারাদী সীমান্তের মেইন পিলার ৮০/৬-আর থেকে আনুমানিক ২শ গজ বাংলাদেশের ভেতরে মাথাভাঙ্গা নদীর বাংলাদেশ অংশে অবস্থান নেয়।এসময় অজ্ঞাত কয়েক ব্যক্তিকে শূন্য লাইন অতিক্রম করে মাথাভাঙ্গা নদীর পাড়ের দিকে আসতে দেখে বিজিবি সশস্ত্র টহল দু’ভাগে বিভক্ত হয়ে চোরাকারবারিদেরকে ধাওয়া করেন। এসময় এক চোরাকারবারির মাথায় থাকা একটি বস্তা ফেলে দৌড়ে ভারতের ভেতরে পালিয়ে যায়।বিজিবি তাদের ধাওয়া শেষে চোরাকারবারিদের ফেলে যাওয়া বস্তাটি জব্দ করে। পরে বস্তার ভেতর থেকে ১৬টি পলিথিনের প্যাকেটে রাখা ২০ কেজি বা ১৭১৪.৬৭ ভরি ভারতীয় দানাদার রুপা উদ্ধার করতে সক্ষম হন। যার আনুমানিক বাজার মূল্য ৩৫ লাখ ৫০ হাজার টাকা। এ ব্যাপারে হাবিলদার সোহরাওয়াদী হোসেন বাদী হয়ে দর্শনা থানায় মামলা এবং উদ্ধার ভারতীয় রুপার গহনা গুলো রাতে চুয়াডাঙ্গা ট্রেজারি অফিসে জমা করেছে।
    মাহমুদ হাসান রনি

    আরও খবর

    Sponsered content