• Archive Calendar

  • <img class=”alignnone size-full wp-image-10168″ src=”https://bdnewstoday24.com/wp-content/uploads/2023/05/IMG-20230504-WA0053.jpg” alt=”” width=100% height=”auto/>

  • রাজশাহী

    পরীক্ষা পিছিয়ে দেওয়া ও পূর্ণ মার্ক ৫০ করাসহ নানান দাবিতে রাজশাহীতে ২০২৩ সালের এইচএসসি পরীক্ষার্থীরা বিক্ষোভ সমাবেশ

      প্রতিনিধি ৭ আগস্ট ২০২৩ , ১২:৫৭:০৫ প্রিন্ট সংস্করণ

    মোঃ শিবলী সাদিক রাজশাহীর ব্যুরো

    সোমবার দুপুরে রাজশাহী নগরীর সাহেববাজার জিরোপয়েন্টে ঘন্টাব্যাপী মানববন্ধন ও বিক্ষোভ করেন শিক্ষার্থীরা ।পরে যাদুঘর মোড় হয়ে শিক্ষার্থীরা শিক্ষাবোর্ডের সামনে অবস্থান নেন। এসময় রাজশাহী নগরীর বিভিন্ন কলেজের শিক্ষার্থীরা উপস্থিত ছিলেন
    শিক্ষার্থী মানববন্ধনে নানা স্লোগান দিতে থাকে ২২ ব্যাচ কে ফুলের মালা, ২৩ ব্যাচ কে কেনো অবহেলা।

    শিক্ষার্থীরা বলেন, ২০২২ সালের শিক্ষার্থীরা আড়াই বছর সময় ও পুর্ণ মার্ক পেয়েছিল। কিন্তু ২৩ সালের এইচএসসি পরীক্ষার্থী আমাদের দেয়া হয়েছে মাত্র দেড় বছর সময়। এমনকি পূর্ণ মার্ক ৫০ দেয়া হচ্ছে না। এছাড়াও আইসিটি বিষয়টিও আমাদের ঘাড়ের উপর চাপিয়ে দেয়া হয়েছে।

    পরীক্ষায় আইসিটি বিষয় বাতিল করতে হবে। সাথে আমাদের পূর্ণ মার্ক ৫০ দিতে হবে। নয় তো পরীক্ষা পিছিয়ে দিতে হবে। নইলে তারা আন্দোলন চালিয়ে যাবো। কারণ সামনে এইচএসসি পরীক্ষার তারিখ ঘোষণা করা হয়েছে। অথচ আমরা সময় স্বল্পতার কারণে কোনো প্রস্তুতি নিতে পারিনি।

    আরও খবর

    Sponsered content