• Archive Calendar

  • <img class=”alignnone size-full wp-image-10168″ src=”https://bdnewstoday24.com/wp-content/uploads/2023/05/IMG-20230504-WA0053.jpg” alt=”” width=100% height=”auto/>

  • তথ্যকণিকা

    ফেসবুকে স্ট্যাটাস দিয়ে এক যুবকের ঝুলন্ত লাস উদ্ধার

      প্রতিনিধি ৯ সেপ্টেম্বর ২০২৩ , ১:৪৯:২৭ প্রিন্ট সংস্করণ

    ঈশ্বরদী পাবনা প্রতিনিধিঃ মোঃ মেহেদী হাসান

    পাবনার ঈশ্বরদীতে নিজের ফেসবুক আইডি থেকে স্ট্যাটাস পোস্ট করে গলায় ফাঁস দিয়ে রিফাত হোসেন (১৯) নামে এক যুবক আত্মহত্যা করেছে। শুক্রবার দিবাগত রাতে ঈশ্বরদী পৌর শহরের পূর্ব নুর-মহল্লা বস্তিপাড়ার কহিনূর বেকারির বিস্কুট কারখানায় এ ঘটনা ঘটে। নিহত রিফাত হোসেন নীলফামারী জেলার চাপরা ইউনিয়ন বড়ই গ্রামের মোঃ সিদ্দিকুর হোসেন এর ছেলে ও ঈশ্বরদীর কহিনূর বেকারী বিস্কুট কারখানায় কর্মরত শ্রমিক ছিলেন। কারখানার মালিক মোঃ নাসির শেখ ও স্থানীয়রা জানান, প্রতি সপ্তাহের মত শুক্রবার রাতেও কিছু কর্মচারী কাজ শেষ করে বাড়ি চলে যায়। রিফাত হোসেন অন্যদিনের মত বৃহস্পতিবার রাতে কাজ শেষ করে কারখানার ভেতরে ঘুমায়। কিন্তু সকালে ঐ কক্ষের ভেতরে ফ্যানের সাথে তার মৃতদেহ ঝুলন্ত অবস্থায় দেখতে পেয়ে পুলিশে খবর দেয় তারা। এদিকে ভোর রাতে রিফাত হোসেন তার নিজের ফেসবুকে আত্মহত্যার বিষয়ে একটি স্ট্যাটাস লিখে পোস্ট দেয়। ঐ স্ট্যাটাসে সে লিখেন আমি লাইফে এসে যা কিছু করেছি তা ক্ষমার যোগ্য নয়। আমি আমার বাবা-মাকে অনেক কষ্ট দিয়েছি। আল্লাহ যেন আমার বাবা-মাকে ভালো রাখেন। আমি আমার বাবা-মায়ের জন্য কিছু করতে পারিনি। বিদায় পৃথিবী, বিদায় পৃথিবী। ঈশ্বরদী আমবাগান পুলিশ ফাঁড়ির আইসি এ আব্দুর রউফ ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, নিহতের লাশ ঝুলন্ত অবস্থায় উদ্ধার করে পাবনা জেনারেল হাসপাতালে ময়নাতদন্তের জন্য মর্গে পাঠানো হয়েছে। আইনী প্রক্রিয়া শেষে নীলফামারী জেলায় তার পরিবারের কাছে হস্তান্তর করা হবে।

    আরও খবর

    Sponsered content