• Archive Calendar

  • <img class=”alignnone size-full wp-image-10168″ src=”https://bdnewstoday24.com/wp-content/uploads/2023/05/IMG-20230504-WA0053.jpg” alt=”” width=100% height=”auto/>

  • তথ্যকণিকা

    বগুড়ায় অসুস্থ স্বামীকে নদীর পাড়ে ফেলে গেলেন স্ত্রী

      প্রতিনিধি ৮ আগস্ট ২০২৩ , ১২:৩৯:২৬ প্রিন্ট সংস্করণ

    সজীব হাসান, (বগুড়া) প্রতিনিধি:

    বগুড়ায় নদীর পাড় থেকে চাঁন মিয়া (৪০) নামে অসুস্থ একজনকে উদ্ধার করেছে পুলিশ। এর আগে, গত বৃহস্পতিবার তার স্ত্রী তাকে সেখানে ফেলে রেখে যান। আজ মঙ্গলবার বিকেল পর্যন্ত জেলা পুলিশের পক্ষ থেকে চিকিৎসার জন্য তাকে হাসপাতালে পাঠানোর প্রস্তুতি চলছে। চাঁন মিয়া বগুড়ার দুপচাঁচিয়া উপজেলার গুনাহার ইউনিয়নের পাওগাছা গ্রামের বাসিন্দা। বছর খানেক ধরে তিনি বার্জারস ডিজিস বা (থ্রোম্বোএঞ্জাইটিস অবলিটারেন্স) রোগে আক্রান্ত। চাঁন পেশায় চাতাল শ্রমিক ছিলেন। অসুস্থ হওয়ার পর থেকে কাজ করার সক্ষমতা হারিয়ে ফেলেন তিনি। এক বছরের মধ্যে তার স্ত্রী মিতা বেগম কয়েকবার তার চিকিৎসা করান। এতেও সুস্থ না হওয়ায় ও চিকিৎসা ব্যয় বহন করতে না পারায় স্বামীকে নাগর নদীর পাড়ে ফেলে রেখে ঢাকায় চলে যান মিতা। খবর পেয়ে আজ বগুড়ার আদমদিঘী উপজেলার চাঁপাপুর ইউনিয়নের আড়াই গ্রামের মাঠ সংলগ্ন নাগর নদীর তীর থেকে চাঁনকে উদ্ধার করে পুলিশ। সেখানে এক তাঁবুতে বসবাস করছিলেন তিনি। তার কাছে কিছু শুকনো খাবারও ছিল।
    এসব তথ্য নিশ্চিত করে দুপচাঁচিয়া থানার ওসি মো. আবুল কালাম আজাদ জানান চাঁন মিয়াকে উদ্ধার করে পুলিশ হেফাজতে নেয়া হয়েছে। জেলা পুলিশের পক্ষ থেকে তার চিকিৎসার ব্যবস্থা করা হবে।

    আরও খবর

    Sponsered content