• Archive Calendar

  • <img class=”alignnone size-full wp-image-10168″ src=”https://bdnewstoday24.com/wp-content/uploads/2023/05/IMG-20230504-WA0053.jpg” alt=”” width=100% height=”auto/>

  • জাতীয়

    রূপগঞ্জে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ৪৮তম শাহাদাৎ বার্ষিকী উপলক্ষে আলোচনা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত

      প্রতিনিধি ৮ আগস্ট ২০২৩ , ১২:৫৭:২৭ প্রিন্ট সংস্করণ

    মো:রাসেল মোল্লা রূপগঞ্জ নারায়ণগঞ্জ প্রতিনিধি

    রূপগঞ্জ উপজেলার গোলাকান্দাইল ইউনিয়নের বিভিন্ন এলাকায় ১৫ আগস্ট জাতীয় শোক দিবস ও জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ৪৮তম শাহাদাৎ বার্ষিকী উপলক্ষে আলোচনা ও দোয়া অনুষ্ঠিত হয়েছে। ৮ আগস্ট ২০২৩ মঙ্গলবার ৪৮তম শাহাদাত বার্ষিকী উপলক্ষে ১ নং ওয়ার্ড টেংরারটেক স্কুল মাঠে সকাল ১০টায় আওয়ামীলীগ ও সহযোগী সংগঠন কতৃক আয়োজিত আলোচনা সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে।
    এসময় সভাপতিত্ব করেন ইউনিয়ন আওয়ামী লীগের যুগ্ন সাংগঠনিক সম্পাদক মোফাজ্জল হোসেন খোকান। প্রধান অতিথি ছিলেন বস্ত্র ও পাটমন্ত্রী গোলাম দস্তগীর গাজী বীর প্রতীক।
    প্রধান অতিথির বক্তব্যে বস্ত্র ও পাটমন্ত্রী গোলাম দস্তগীর গাজী বীর প্রতীক বলেছেন আপনারা দেশের উন্নয়ন দেখে নৌকায় ভোট দিবেন। আওয়ামী লীগ সরকারের আমলে প্রধান মন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে দেশের অভুতপূর্ব উন্নয়ন হয়েছে। দেশের এ উন্নয়ন অগ্রযাত্রাকে অব্যাহত রাখতে মাননীয় প্রধান মন্ত্রী শেখ হাসিনাকে পুনরায় বিজয়ী করার আহবান জানান। অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন, রূপগঞ্জ উপজেলা আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক আব্দুল আজিজ, রূপগঞ্জ উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান সৈয়দা ফেরদৌসী আলম নীলা, ১নং ওয়ার্ডের বীর মুক্তিযোদ্ধা তোফায়েল আহমেদ, গোলাকান্দাইল ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান কামরুল হাসান তুহিন, ওয়ার্ড সাধারণ সম্পাদক রাজেন্দ্র চন্দ্র দাস ছাড়াও আওয়ামীলীগ অংঙ্গ ও সহযোগী সংগঠনের নেতা-কর্মী। পরে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের আত্মার মাগফিরাত কামনায় বিশেষ মোনাজাতের মধ্য দিয়ে অনুষ্ঠান সমাপ্তি শেষে গনভোজের আয়োজন করা হয়েছে।

    আরও খবর

    Sponsered content