• Archive Calendar

  • <img class=”alignnone size-full wp-image-10168″ src=”https://bdnewstoday24.com/wp-content/uploads/2023/05/IMG-20230504-WA0053.jpg” alt=”” width=100% height=”auto/>

  • চট্টগ্রাম

    পোকখালীতে পানিবন্দি মানুষের পাশে তরুন সমাজকর্মী আজিজুল হক রুবেল

      প্রতিনিধি ১০ আগস্ট ২০২৩ , ৪:৩৬:৩০ প্রিন্ট সংস্করণ

    এম আবু হেনা সাগর,ঈদগাঁও

    টানা বৃষ্টিপাত এবং উজান থেকে নেমে আসা বন্যায় পোকখালী ইউনিয়নের কয়েকটি গ্রাম প্লাবিত। পোকখালীর রাবার ড্যাম ব্রীজের পাশে খালের বেড়িবাঁধ ভেঙে পানিতে ডুবে ৩ নাস্বার ওয়ার্ডসহ বেশ কিছু গ্রাম। তলিয়ে গেছে মানুষের ঘরবাড়ি, ফসলী ক্ষেতসহ পুকুর। চরম দুর্ভোগ আর দূর্গতিতে দিনপার করে যাচ্ছেন নর-নারীরা।  অন্যদিকে পোকখালী ইউনিয়নে গোমাতলী কবি নুরুল হুদা সড়কের নির্মাণাধীন ব্রিজের বিকল্প ব্রীজ হিসেবে তৈরি করা বাঁশের ব্রীজটি ভেঙে যায়। ফলে পারাপারে মানুষের যাতায়াতে সমস্যা দেখা দিয়েছে।

    এমনি করুন পরিস্থিতিতে পোকখালীর সাধারণ মানুষের পাশে দাঁড়িয়েছেন তরুন সমাজসেবক ও যুবনেতা আজিজুল হক রুবেল। তিনি বন্যার্থ মানুষের পাশে থেকে বিভিন্ন ওয়ার্ডে শুকনো খাবারসহ খাদ্য সামগ্রী বিতরণ করেছেন। তিনি জানান, ভারী বর্ষণের ফলে পরবর্তীতে পরিস্থিতি খারাপ দেখা দিলে নিজ জায়গা থেকে এলাকার সাধারণ মানুষদের পাশে থেকে কাজ করবেন বলে অঙ্গিকার ব্যক্ত করেন। উল্লেখ্য,তরুন সমাজকর্মী আজিজুল হক রুবেল বিগত দিনেও কঠিন সময়ে পোকখালীসহ নতুন ঈদগাঁও উপজেলার প্রত্যান্ত গ্রামাঞ্চলে অসহায় ও হতদরিদ্র মানুষের পাশে ছিলেন। পাশাপাশি নানাভাবে সহযোগিতার হাত বাড়িয়ে দিলেন। এছাড়াও বিভিন্ন ক্ষেত্রেই আর্থিক সহযোগিতাও প্রদান করেছিলেন।

    আরও খবর

    Sponsered content