• Archive Calendar

  • <img class=”alignnone size-full wp-image-10168″ src=”https://bdnewstoday24.com/wp-content/uploads/2023/05/IMG-20230504-WA0053.jpg” alt=”” width=100% height=”auto/>

  • তথ্যকণিকা

    কুড়িগ্রামে প্রশাসনের যৌথ উদ্দ্যোগে মোবাইল কোর্টের মাধ্যমে ২ জন মাদকসেবীর বিভিন্ন মেয়াদের সাজা ও অর্থদণ্ড প্রদান

      প্রতিনিধি ১৩ আগস্ট ২০২৩ , ৩:৫৮:৪৮ প্রিন্ট সংস্করণ

    কুড়িগ্রাম প্রতিনিধি, মোঃমোরশেদ হাসান লালু

    আমাদের প্রিয় মাতৃভূমির অপ্রতিরোধ্য উন্নয়ন অগ্রযাত্রাকে তরান্বিত করতে এবং সম্মানিত নাগরিকদের জন্য টেকসই নিরাপত্তা নিশ্চিত করতে আইনের আলোকে নিরলসভাবে কঠোর পরিশ্রম করে যাচ্ছে বাংলাদেশ পুলিশ। বিভিন্ন সময়ে সংগঠিত অপরাধে জড়িত নাগরিকদের আইনের আওতায় আনার লক্ষ্যে সার্বক্ষনিকভাবে কাজ করে যাচ্ছে পুলিশ।

    গোপন তথ্যের ভিত্তিতে অব্যাহত অভিযানের ধারাবহিকতায় আজ ১৩ আগস্ট ২০২৩ তারিখ কুড়িগ্রাম থানা পুলিশ ও প্রশাসনের সমন্বয়ে মোবাইল কোর্টের মাধ্যমে মাদক সেবনরত অবস্থায় কুড়িগ্রাম থানাধীন শিবরাম এলাকার মোঃ রাসেল মিয়া (২০) কে ৩ মাস বিনাশ্রম কারাদন্ড ও ৫০০ টাকা জরিমানা অনাদায়ে আরো ১ মাসের বিনাশ্রম কারাদন্ড প্রদান করেন কুড়িগ্রাম সদরের বিজ্ঞ এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট জনাব মোঃ মিজানুর রহমান।

    এছাড়াও গত ১২ আগস্ট ২০২৩ তারিখ কুড়িগ্রাম থানা এলাকায় মাদক সেবনের অপরাধে নাগেশ্বরী থানার বিদ্যুৎ পাড়া এলাকার মোঃ লেবু সরকার (৩১) কে ১ মাস বিনাশ্রম কারাদন্ড ও ১০০ টাকা জরিমানা প্রদান করেন কুড়িগ্রাম সদর উপজেলা নির্বাহী অফিসার ও বিজ্ঞ এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট জনাব রাসেদুল হাসান

    কুড়িগ্রাম জেলা পুলিশের মিডিয়া মুখপাত্র অতিরিক্ত পুলিশ সুপার জনাব রুহুল আমীন বলেন, সাজাপ্রাপ্ত আসামীগন সকলেই দীর্ঘদিন ধরে মাদকের সাথে সম্পৃক্ত। বার বার তারা গ্রেফতার হয়েছে। এলাকায় তাদের মাদকসেবনকারী হিসাবে কুখ্যাতি রয়েছে। বার বার গ্রেফতার হওয়ার পরেও মাদক ছেড়ে তারা ইতিবাচক জীবনের দিকে আসার কোন প্রচেষ্ঠায় করেনি। কুড়িগ্রাম জেলায় মাদক নির্মূলে আমাদের এই অভিযান অব্যাহত থাকবে, ব্যক্তি- পরিবার-প্রতিষ্ঠান সকলের সম্মিলিত সহযোগিতা প্রত্যাশা করি। এভাবেই কুড়িগ্রাম জেলায় সুস্থ ও সুন্দর ভবিষ্যৎ গঠনের লক্ষ্যে মাদক নির্মূলে ও সম্মানিত নাগরিকদের টেকসই নিরাপত্তার নিমিত্তে সদা জাগ্রত কুড়িগ্রাম জেলা পুলিশ।

    আরও খবর

    Sponsered content