• Archive Calendar

  • <img class=”alignnone size-full wp-image-10168″ src=”https://bdnewstoday24.com/wp-content/uploads/2023/05/IMG-20230504-WA0053.jpg” alt=”” width=100% height=”auto/>

  • চট্টগ্রাম

    রেলক্রসিং থেকে ঝুঁকিপূর্ণ তার অপসারণ

      প্রতিনিধি ১৩ আগস্ট ২০২৩ , ২:১৪:১১ প্রিন্ট সংস্করণ

    ব্রাহ্মণবাড়িয়া জেলা প্রতিনিঃ

    গলায় ক্যাবল পেঁচিয়ে ট্রেনের ছাদে থাকা এক যাত্রী মারা যাওয়ার পর রেললাইনের ওপর দিয়ে যাওয়া ঝুঁকিপূর্ণ ইন্টারনেট ও ডিসের তার কেটে অপসারণ করা হয়েছে। বিকেলে শহরের কলেজপাড়ার লেভেল ক্রসিং এলাকা থেকে এসব তার কেটে বিচ্ছিন্ন করা হয়। নির্বাহী ম্যাজিস্ট্রেট ও সদর উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মোশারফ হোসেন এ অভিযান চালান। ভ্রাম্যমান আদালত সূত্রে জানা গেছে, রাত সাড়ে ১১টার দিকে ঢাকা থেকে ছেড়ে আসা আখাউড়া গামী তিতাস কমিউটার ট্রেন শহরের কলেজপাড়ার লেভেল ক্রসিং এলাকা অতিক্রম করছিল। সেসময় ট্রেনের ছাদে থাকা দুই যাত্রী রেললাইনের ওপর দিয়ে যাওয়া ইন্টারনেট ও ডিসের তারের সঙ্গে প্যাঁচ লেগে চলন্ত ট্রেন থেকে পড়ে যান। এতে ঘটনাস্থলেই এক যাত্রী মারা যান এবং অপর যাত্রী আহত হন। ঘটনার পর শনিবার বিকেলের দিকে কলেজপাড়ার লেভেল ক্রসিং এলাকায় পুলিশ, ফায়ার সার্ভিস ও বিদ্যুৎ বিভাগের সদস্যদের নিয়ে পৌঁছান নির্বাহী ম্যাজিস্ট্রেট ও সদর উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মোশারফ হোসেন। পরে লেভেল ক্রসিং এলাকায় রেললাইনের ওপরে থাকা ঝুঁকিপূর্ণ সকল তার কেটে সরানো হয়। ঝুঁকিপূর্ণ এসব তার কাটার সময় উপস্থিত থেকে সহায়তা করেন জেলা ছাত্রলীগের সভাপতি রবিউল হোসেন রুবেল।
    নির্বাহী ম্যাজিস্ট্রেট ও সদর উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মোশারফ হোসেন বলেন, কলেজপাড়ার লেবেল ক্রসিং এলাকায় রেললাইনের উপর অনেক ঝুঁকিপুর্ণ তার রয়েছে। ঝুঁকিপূর্ণ জেনেও মানুষ ট্রেনের ওপর ওঠেন। তারগুলো নিচে থাকায় ট্রেনের উপরে থাকা যাত্রীদের জন্য জায়গাটি ঝুঁকিপূর্ণ। তাই লেভেল ক্রসিং এলাকায় থাকা অপ্রয়োজনীয় তার কেটে অপসারণ করা হয়েছে। এতে এখানে মৃত্যুর ঝুঁকি কমবে। এই অভিযান অব্যাহত থাকবে।

    আরও খবর

    Sponsered content