• Archive Calendar

  • <img class=”alignnone size-full wp-image-10168″ src=”https://bdnewstoday24.com/wp-content/uploads/2023/05/IMG-20230504-WA0053.jpg” alt=”” width=100% height=”auto/>

  • চট্টগ্রাম

    খাগড়াছড়ির মানিকছড়িতে যথাযোগ্য মর্যাদায় পালিত হ’ল জাতীয় শোক দিবস

      প্রতিনিধি ১৫ আগস্ট ২০২৩ , ৩:৫৮:০৫ প্রিন্ট সংস্করণ

    এম. জুলফিকার আলী ভুট্টো, বিশেষ প্রতিনিধি-

    খাগড়াছড়ির মানিকছড়ি উপজেলায় ১৫ আগস্ট ও জাতীয় শোক দিবস যথাযোগ্য মর্যাদায় উদযাপনে উপজেলা প্রশাসন, আ. লীগ ও অঙ্গ সংগঠন, মুক্তিযোদ্ধা কমান্ড, বিভিন্ন শিক্ষা ও সামাজিক প্রতিষ্ঠানের উদ্যোগে বঙ্গবন্ধুর ম্যুরালে পুষ্পস্তবক অর্পণ দোয়া মাহফিল, আলোচনা সভা ও পুরস্কার বিতরণ করা হয়েছে।

    ১৫ আগস্ট-২০২৩ মঙ্গলবার সূর্যোদয়ের সাথে সাথে উপজেলার সকল সরকারি, বে-সরকারি ভবন ও প্রতিষ্ঠানে জাতীয় পতাকা অর্ধনমিত ভাবে উত্তোলন করা হয়। পর সকাল সাড়ে ৯ টায় উপজেলা প্রশাসনের আয়োজনে বঙ্গবন্ধুর ম্যুরালে পুষ্পস্তবক অর্পন করেন উপজেলা চেয়ারম্যান মো. জয়নাল আবেদীন ও উপজেলা নির্বাহী অফিসার রক্তিম চৌধুরী।

    এ সময় উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা অফিসার, ডা. মো. ফয়সাল কবির রির্জাস, সহকারী কমিশনার (ভূমি) রুম্পা ঘোষ, উপজেলা মহিলা ভাইস চেয়ারম্যান, ডলি চৌধুরানী, থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আনচারুল করিম, উপজেলা সমবায় অফিসার মো. আইয়ুবুর রহমান, উপজেলা শিক্ষা অফিসার তপন কুমার চৌধুরী, উপজেলা মহিলা বিষয়ক অফিসার মো. কামরুল আলম, মানিকছড়ি মডেল মসজিদের পেশ ইমাম মাওলানা মো. আহাম্মদুল হকসহ সকল দপ্তর প্রধান ও কর্মচারীরা স্বতঃস্ফূর্তভাবে বঙ্গবন্ধুর ম্যুরালে পুস্পস্তবক অর্পন করেন। এরপর বীর মুক্তিযোদ্ধা, ব্যাটালিয়ন আনসার, আওয়ামীলীগ ও অঙ্গসংগঠন এবং বিভিন্ন স্কুল-কলেজ শিক্ষক-শিক্ষার্থী, সামাজিক সংগঠনগুলো একের পর এক পুস্পস্তবক অর্পন করেন। পরে উপজেলা অডিটরিয়ামে অনুষ্ঠিত হয় আলোচনা সভা।

    এতে শিক্ষার্থী ও বক্তারা বঙ্গবন্ধুর স্মৃতিচারণ ও তাঁর অসমাপ্ত আত্মজীবনীর ওপর বক্তব্য রাখেন। বক্তব্য শেষে শিক্ষার্থীদের নিয়ে অনুষ্ঠিত চিত্রাংকর প্রতিযোগিতা ও বঙ্গবন্ধুর অসমাপ্ত আত্মজীবনীমূলক বইয়ের ওপর অনুষ্ঠিত কুইজ প্রতিযোগিতায় বিজয়ীদের হাতে বিশেষ পুরস্কার তুলে দেন অতিথিরা।

    অন্য দিকে সকাল ৮ টায় উপজেলা আ.লীগের দলীয় কার্যালয়ে কোরআন খতম ও মিলাদ অনুষ্ঠিত হয়। এরপর দলীয় ও জাতীয় পতাকা উত্তোলন করে বঙ্গবন্ধু’র প্রতিকৃতিতে পুষ্পস্তবক অর্পণ করেন আওয়ামী লীগ সভাপতি মো. জয়নাল আবেদীন ও সাধারণ সম্পাদক মো. মাঈন উদ্দীনসহ দলের সিনিয়র নেতৃবৃন্দ ও অঙ্গ সংগঠনের নেতা-কর্মীরা।

    আরও খবর

    Sponsered content