• Archive Calendar

  • <img class=”alignnone size-full wp-image-10168″ src=”https://bdnewstoday24.com/wp-content/uploads/2023/05/IMG-20230504-WA0053.jpg” alt=”” width=100% height=”auto/>

  • চট্টগ্রাম

    ১৩ বছর পলাতক রামগড়ের মাদক মামলায় সাজাপ্রাপ্ত আসামি গ্রেপ্তার

      প্রতিনিধি ২৩ সেপ্টেম্বর ২০২৩ , ১২:০১:১২ প্রিন্ট সংস্করণ

    খাগড়াছড়ি প্রতিনিধিঃ

    খাগড়াছড়ির রামগড় পুলিশ বিশেষ অভিযান চালিয়ে
    তথ্য প্রযুক্তি ব্যবহার করে ফেনীর সদর থানাধীন লস্করহাট এলাকা থেকে ১৩বছর পলাতক মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনের মামলায় ৬মাসের সাজাপ্রাপ্ত আসামি মো. আবুল বশর(৪৫)কে গ্রেপ্তার করেছে।

    খাগড়াছড়ি পুলিশ সুপার মুক্তা ধর, পিপিএম (বার)এর দিক নির্দেশনায় অতিঃ পুলিশ সুপার, রামগড় সার্কেল মোঃ নাজিম উদ্দিন, রামগড় থানার অফিসার ইনচার্জ, রামগড় থানা, ইন্সপেক্টর(তদন্ত), রামগড় থানার সার্বিক তত্বাবধানে (২৩সেপ্টেম্বর) রাত অনুমান আড়াইটার দিকে রামগড় থানার উপ-পরির্দশক এসআই(নিঃ)/মোঃ সামছুল আমিন, সঙ্গীয় ফোর্সসহ তথ্য প্রযুক্তি ব্যবহার করে ফেনী জেলার সদর থানাধীন লস্করহাট এলাকায় বিশেষ অভিযান পরিচালনা করে তাকে গ্রেপ্তার করা হয়।

    গ্রেপ্তারকৃত আসামি আবুল বশর খাগড়াছড়ির রামগড় উপজেলার দক্ষিণ বাগানটিলা এলাকার বাসিন্দা মৃত সুলতান আহম্মদের ছেলে।

    রামগড় থানা পুলিশ জানায়, সাজাসহ একাধিক পরোয়ানাভূক্ত আসামি আবুল বশর দীর্ঘ ১৩বছর ধরে পলাতক। মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনের একটি মামলায় তাকে ৬মাসের সশ্রম কারাদণ্ড ও এক হাজার টাকা জরিমানা, অনাদায়ে আরো ১৫দিনের বিনাশ্রম কারাদণ্ড প্রদান করেন আদালত। তার বিরুদ্ধে একটি জিআর সাজা পরোয়ানা এবং দু’টি জিআর পরোয়ানাসহ মোট ৩টি পৃথক মামলার মূলতবী ছিলো।

    রামগড় থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা(ওসি) মো. মিজানুর রহমান জানান, গ্রেফতারকৃত আসামীকে বিধি মোতাবেক যথা সময়ে আদালতে প্রেরণ করা হবে।

    আরও খবর

    Sponsered content