• Archive Calendar

  • <img class=”alignnone size-full wp-image-10168″ src=”https://bdnewstoday24.com/wp-content/uploads/2023/05/IMG-20230504-WA0053.jpg” alt=”” width=100% height=”auto/>

  • জাতীয়

    গোয়াইনঘাটে বিভিন্ন কর্মসূচীর মধ্য দিয়ে জাতীয় শোক দিবস পালিত

      প্রতিনিধি ১৫ আগস্ট ২০২৩ , ৯:১১:০০ প্রিন্ট সংস্করণ

    নোমান আহমদ গোয়াইনঘাট (সিলেট) প্রতিনিধিঃ-

    বিভিন্ন কর্মসূচীর মধ্য দিয়ে সর্বকালের সর্বশ্রেষ্ঠ বাঙালী স্বাধীনতার মহান স্থপতি, জাতীর জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান এর ৪৮তম শাহদাত বার্ষিকী ও জাতীয় শোক দিবস পালন করেছে গোয়াইনঘাট উপজেলা প্রশাসন।

    পূর্ব ঘোষিত কর্মসূচী অনুযায়ী মঙ্গলবার (১৫ আগষ্ট) সকাল ১০টায় বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে ফুল দিয়ে শ্রদ্ধা নিবেদনের মাধ্যমে দিনের কার্যক্রম শুরু হয়।

    গোয়াইনঘাট উপজেলা পরিষদ চত্তরে স্থাপিত বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে ফুলেল শ্রদ্ধা জানান গোয়াইনঘাট উপজেলা পরিষদ, উপজেলা প্রশাসন, থানা প্রশাসন, গোয়াইনঘাট উপজেলা আওয়ামীলীগ, যুবলীগ, ছাত্রলীগ, স্বেচ্ছাসেবকলীগ, বিভিন্ন সরকারি দপ্তর, গোয়াইনঘাট প্রেসক্লাব, গোয়াইনঘাটের বিভিন্ন উচ্চমাধ্যমিক ,মাধ্যমিক ও প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষক ও শিক্ষার্থীবৃন্দসহ বিভিন্ন রাজনৈতিক এবং সামাজিক সংগঠন।

    এরপর ১১টায় শুরু হয় স্বেচ্ছায় রক্তদান কর্মসূচী। উপজেলা যুবলীগের সদস্য নজরুল ইসলামের রক্তদানের মধ্যদিয়ে কর্মসূচী শুরু হয়ে পরবর্তীতে উপজেলা ছাত্রলীগের সাধারণ সম্পাদক গোলাম রেজওয়ান রাজীবসহ ছাত্রলীগের প্রায় ২৫জন নেতাকর্মী রক্তদান করেন।

    রক্তদান কার্যক্রমে গোয়াইনঘাট উপজেলা মেডিক্যাল টিমকে সার্বিক সহায়তা করেন মেডিক্যাল ও ডেন্টাল ছাত্র/ছাত্রী দ্বারা পরিচালিত স্বেচ্ছাসেবী সংগঠন সন্ধানী।

    দুপুর ১২টায় উপজেলা প্রশাসন হলরুমে উপজেলা নির্বাহী অফিসার তাহমিলুর রমানের সভাপতিত্বে শুরু হয় আলোচনা সভা। যুবরৃন ও বিভিন্ন ইভেন্টে অংশগ্রহনকারি ছোট ছোট সোনামণিদের মধ্যে পুরস্কার বিতরণ অনুষ্ঠান।

    আলোচনা সভায় বক্তারা বলেন, বঙ্গবন্ধু বাংলা ও বাঙ্গালীর মুক্তির জন্য তার জীবন যৌবন ত্যাগ করে আমাদেরকে দিয়ে গেছেন একটি স্বাধীন সার্বভৌম একটি লাল সবুজের পতাকা। বঙ্গবন্ধু ছিলেন পাহাড়সম উদার হৃদয়ের একজন বলিষ্ট নেতা যার উদারতা মাপার মতো পৃথিবীতে আজও কোন যন্ত্র তৈরি হয়নি। বঙ্গবন্ধুর একটি স্বপ্ন ছিল স্বাধীন সোনার বাংলা। কিছু স্বার্থন্বেষী কুচক্রী মহলের উগ্র চিন্তাভাবনার কারনে যেদিন তিনি উনার স্বপরিবারে শহীদ হন সেদিন থেকে থেমে যায় বাংলাদেশের অগ্রযাত্রা৷ ১৯৮৬ সালে বঙ্গবন্ধু কন্যা শেখ হাসিনা দেশে আসলে আবার বাংলার মানুষের মনে প্রাণের সঞ্চার হয় আশার বাতি জ্বলে।

    বক্তারা বলেন, শেখ হাসিনা প্রধানমন্ত্রী হওয়ার পর থেকেই বাংলাদেশ দ্রুত গতিতে এগিয়ে চলেছে যার ফলে বঙ্গবন্ধুর স্বপ্নের সোনার বাংলা বিনির্মানে অনেকদূর এগিয়ে গেছে৷ বাংলাদেশ আজ বিশ্বের দরবারে একটি উন্নয়নশীল দেশ হিসাবে গৌরবের সহিত মাথা তুলে দাঁড়িয়েছে।

    তারা বঙ্গবন্ধুসহ ৭৫-এর কালো রাত্রিতে নিহত সকল শহীদদের আত্মার মাগফিরাত কামনা করে আল্লাহর দরবারে তাদের জন্য জান্নাত প্রার্থনা করেন।

    আলোচনা সভায় উপস্থিত ছিলেন গোয়াইনঘাট উপজেলা পরিষদের চেয়ারম্যান ফারুক আহমদ, ভাইস চেয়ারম্যান আফিয়া বেগম, গোলাম আম্বিয়া কয়েস, অফিসার ইনচার্জ কে এম নজরুল ইসলাম, গোয়াইনঘাট উপজেলা আওয়ামীলীগের সভাপতি মোঃ আছলম, সাধারাণ সম্পাদক (ভারপ্রাপ্ত) মাষ্টার ইসমাইল আলী, যুগ্ম সম্পাদক সুবাস চন্দ্র পাল ছানা,মু ক্তিযোদ্ধা বিষয়ক সম্পাদক আব্দুল হক, দপ্তর সম্পাদক মুজিবুর রহমান, উপজেলা যুবলীগের আহবায়ক ফারুক আহমদ, জেলা পরিষদের সদস্য সুবাস দাস, স্বেচ্চাসেবকলীগের সাধারাণ সম্পাদক ছয়ফুল আলম আবুল, সদর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান গোলাম রব্বানী সুমন, পূর্ব জাফলং ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান রফিক আহমদ ,উপজেলা যুবলীগের সদস্য নজরুল ইসলাম, গোলাম কিবরিয়া রাসেল, সালেহ আহমদ, সদর ইউনিয়ন আওয়ামী লীগের আহবায়ক গোপালকৃঞ্চ দে চন্দন, যুগ্ম আহবায়ক লুৎফুল হক, ফতেহপুর ইউনিয়ন আওয়ামীলীগ সাধারাণ সম্পাদক নাজিম উদ্দিন, স্বেচ্ছাসেবক লীগ নেতা মারুফুল হাসান মারুফ, উপজেলা ছাত্রলীগের সভাপতি সুফিয়ান আহমদ, সাধারণ সম্পাদক গোলাম রেজওয়ান রাজীব, কলেজ ছাত্রলীগের সভাপতি সাধারণ সম্পাদক, গোয়াইনঘাট প্রেসক্লাবের নেতৃবৃন্দসহ বিভিন্ন রাজনৈতিক ও সামাজিক সংগঠনের নেতৃবৃন্দ।

    আরও খবর

    Sponsered content