• Archive Calendar

  • <img class=”alignnone size-full wp-image-10168″ src=”https://bdnewstoday24.com/wp-content/uploads/2023/05/IMG-20230504-WA0053.jpg” alt=”” width=100% height=”auto/>

  • চট্টগ্রাম

    বঙ্গবন্ধুর ৪৮তম মৃত্যুবার্ষিকীতে আলীকদম ব্যাটালিয়ন (৫৭ বিজিবি)র বিনামূল্যে চিকিৎসা সেবা ও ত্রাণ বিতরণ

      প্রতিনিধি ১৫ আগস্ট ২০২৩ , ১২:৩০:৩৪ প্রিন্ট সংস্করণ

    টি আই, মাহামুদ, আলীকদম উপজেলা প্রতিনিধি

    জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ৪৮তম শাহাদৎ বার্ষিকী ও জাতীয় শোক দিবস উপলক্ষে আলীকদম উপজেলার অসুস্থ গরীব, অসহায়দের বিনামূল্যে চিকিৎসা সেবা এবং আলীকদম, লামা ও সীমান্তবর্তী থানছি উপজেলায় অতিরিক্ত জলচ্ছাসের কারণে অসহায় বাঙালি, ক্ষুদ্র-নৃগোষ্ঠী ৩৫০ পরিবারের মাঝে ত্রাণ সামগ্রী বিতরণ করছে আলীকদম ব্যাটালিয়ন (৫৭ বিজিবি)। আলীকদম ব্যাটালিয়ন সদর দপ্তরে ব্যাটালিয়ন মেডিক্যাল অফিসার ক্যাপ্টেন মশিউর রহমান এমএসসি কতৃক ৫০০শ এর অধিক জনসাধারণকে চিকিৎসা সেবা এবং বিনামূল্যে ওষুধ বিতরণ এবং আলীকদম উপজেলায় নয়াপাড়া ইউনিয়নের মংচাপাড়া (২নং ওয়ার্ড), ইদ্রিস কারবারি পাড়া (৫নং ওয়ার্ড) বাবু পাড়া (৬নং ওয়ার্ড) ১০০ পরিবার। লামা পৌরসভা এলাকায় অতিরিক্ত জলাশয়ের কারণে ক্ষতিগ্রস্ত ১০০ পরিবার ও সীমান্তবর্তী থানছি উপজেলায় অসহায় বাঙালি, ক্ষুদ্র-নৃগোষ্টি ১৫০ পরিবারের মাঝে চাল, ডাল, তেল, চিনি, আলু সহ প্রয়োজনীয় খাদ্য সামগ্রী বিতরণ করা হয়।

    আজ ১৫ই আগষ্ট (মঙ্গলবার) সকাল ১০:০০ঘটিকায় আলীকদম ব্যাটালিয়ন (৫৭ বিজিবি) অধিনায়ক লেঃ কর্ণেল আকিব জাভেদ পিএসসি ব্যাটালিয়ন দপ্তরে দিনব্যাপী এই চিকিৎসা সেবার উদ্বোধন করেন।

    ত্রাণ বিতরণ কালে আলীকদম ব্যাটালিয়ন (৫৭ বিজিবি) অধিনায়ক লেঃ কর্ণেল আকিব জাভেদ পিএসসি বলেন, সীমান্ত রক্ষার পাশাপাশি আলীকদম উপজেলার আর্ত সামাজিক উন্নয়ন এবং উপজেলার সকল সম্প্রদায়ের দুস্থ, গরীব ও অসহায় মানুষের পাশে যে কোন ধরনের দুর্যোগ দুঃসময়ে সহযোগিতা করে যাবে।
    তিনি আরো বলেন, আজ মহান শোক দিবস উপলক্ষে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ও তার পরিবারবর্গের আত্মার মাগফেরাত কামনাসহ, আমি আশা করি বঙ্গবন্ধুর আদর্শে বলীয়ান হয়ে অত্র ব্যাটালিয়ন যেকোন দুর্যোগ পরিস্থিতিতে অসহায়, দুস্থ বাঙালি ও ক্ষুদ্র নৃ-গোষ্ঠী পরিবারের পাশে থাকবে।

    উল্লেখ্য, আলীকদম ব্যাটালিয়ন (৫৭ বিজিবি) অত্র উপজেলায় সীমান্ত রক্ষাসহ যেকোন ধরনের চোরাচালান রোধ, এলাকার বিভিন্ন উন্নয়নমূলক কার্যক্রম এবং এলাকার গরীব, দুস্থ, অসহায় মানুষের সর্বাত্মক সহযোগিতা করে আসছে। এবং আলীকদম উপজেলা থেকে রেকর্ড পরিমাণে রাজস্ব আদায়ে সরকার কে সহযোগিতা করেছে।

    আরও খবর

    Sponsered content