• Archive Calendar

  • <img class=”alignnone size-full wp-image-10168″ src=”https://bdnewstoday24.com/wp-content/uploads/2023/05/IMG-20230504-WA0053.jpg” alt=”” width=100% height=”auto/>

  • চট্টগ্রাম

    ১৫ নং ফ্রেরি ঘাট সংলগ্ন দোকান থেকে গ্যাস সিলিন্ডার বিষ্পুরনো ৫ টি দোকান পাঠ জলে ছায়

      প্রতিনিধি ২৬ সেপ্টেম্বর ২০২৩ , ৭:২০:৫৪ প্রিন্ট সংস্করণ

    চট্টগ্রাম প্রতিনিধি আহমদ রেজা

    রাঙ্গাদিয়া সিইউএফএল জেটির সামনে চায়ের দোকান থেকে গ্যাস সিলিন্ডারে গ্যাসলিগ হয়ে, অগ্নি সংযোগ সৃষ্ট।গতকাল বিকাল ৫:৩০ মিনিটের দিকে। হঠাৎ তেলের করায় নাস্তা তৈরির সময় গ্যাস সিলিন্ডার লিগ হয়ে।৫ টি দোকান অগ্নি সংযোগ সৃষ্ট হয়েছে। এতে হতা হতের না কিছু না ঘটলে, দোকানের মালামাল সহ টাকা পয়সা,বাকি খাতা পুরে ছায়।ঘটনা সুত্রে ভোক্তা ভোগির তথ্য জানান যায়। প্রায় ১০-১৩ লক্ষ টাকা ক্ষয় ক্ষতি হয়েছে বলে জানান। অগ্নি নিয়ন্ত্রণে সিইউএপএল, রাঙ্গাদিয়া সোসাইটি আনসার,পাশ্ববর্তী লোকজন, আনোয়ারা উপজেলা ফায়ার সার্ভিসের,সিইউএপএল ফায়ার সার্ভিসের দুটি ইউনিট এসে আগুন নিয়ন্ত্রণে আনা। তৎক্ষানিক খবর পেয়ে ইউএনও আনোয়ারার উপজেলার ইসতিয়াক(ইমন) ঘটনাস্থলে পরিদর্শন করেন। এবং ক্ষতি গ্রস্থদের হাতে কিছু আর্থিক অনুদান দিয়ে সহযোগিতা করেন। ৫ টি দোকান পাঠের মধ্যে বেশি ক্ষতিগ্রস্থ হন জনাব আবদুর রহিম (৪৫) উত্তর বন্দর গ্রামের বাসিন্দা। তিনি আরো জানান তার দোকানের কোন মালামাল বের করার সময় পাননি তিনি। সেই সাথে দুই দিন আগে মুদির মামাল দোকানে উঠান। প্রায় ৩ লক্ষ টাকার, সব মিলে ৭ লক্ষ টাকা মামাল ছিলো বলে জানান।পাশের বাকি চারটির মধ্যে দুইটি ভাতের হোটেল,দুই পানের দোকান, একটি ডিপার্টমেন্ট ষ্টোর, ভাতের হোটেলের কিছুটা ক্ষয় ক্ষতি হলে পুরো দোকান শেষ হয়ে যায় আগুনে।আর হোটের মালিকরা নিজের মালামাল বের করতে গিয়ে কিছুটা আহত হন। তাদের কে আনোয়ারা উপজেলা হাসপাতালে পাঠাতে সহযোগিতা কারেন জন সাধারণ। আহত আসহাবউদ্দীন,আলাউদ্দিন সহ চিকিৎসাদিন আছে আনোয়ারা উপজেলা হাসপাতালে। সর্বপরি পরিস্থিতি শীতল হলে।দোকান পাঠের নিরাপত্তার মালামাল হেজতের জন্য দুইজন দারাওন রাখা হয়।

    আরও খবর

    Sponsered content