• Archive Calendar

  • <img class=”alignnone size-full wp-image-10168″ src=”https://bdnewstoday24.com/wp-content/uploads/2023/05/IMG-20230504-WA0053.jpg” alt=”” width=100% height=”auto/>

  • চট্টগ্রাম

    পটিয়ায় জাতীয় শোক দিবসের সভায় হুইপ সামশুল হক চৌধুরী-বঙ্গবন্ধুর আদর্শ বুকে ধারণ করে শেখ হাসিনা দেশকে এগিয়ে নিয়ে যাচ্ছেন

      প্রতিনিধি ১৬ আগস্ট ২০২৩ , ৮:৪৪:২২ প্রিন্ট সংস্করণ

    সেলিম চৌধুরী নিজস্ব সংবাদ দাতা পটিয়া:-

    জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ৪৮ তম শাহাদাত বার্ষিকী ও জাতীয় শোক দিবস উপলক্ষে পটিয়া উপজেলা আওয়ামী লীগের উদ্যোগে দিনব্যাপী নানা কর্মসূচি পালন করা হয়েছে। সকালে আবদুস সোবহান রাহাত আলী উচ্চ বিদ্যালয় মাঠে জাতীয়, দলীয় ও কালো পতাকা উত্তোলন, উপজেলা পরিষদ সম্মুখেসহ ১৪টি ভ্যানুতে বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে পুষ্পস্তবক অর্পণ, উপজেলা মসজিদে দোয়া মাহফিল ও বিকেলে আবদুস সোবহান রাহাত আলী উচ্চ বিদ্যালয় মাঠে আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।
    উপজেলা আ.লীগের সভাপতি আ.ক.ম সামশুজ্জামানের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক হারুনুর রশীদের সঞ্চালনায় সভায় প্রধান অতিথি ছিলেন হুইপ সামশুল হক চৌধুরী এম.পি। বিশেষ অতিথি ছিলেন চট্টগ্রাম দক্ষিণ জেলা আওয়ামী লীগের সভাপতি ও উপজেলা চেয়ারম্যান মোতাহেরুল ইসলাম চৌধুরী, প্রধান বক্তা ছিলেন দক্ষিণ জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মফিজুর রহমান, জাতীয় মহিলা সংস্থার চেয়ারম্যান চেমন আরা তৈয়ব, পটিয়া সরকারি কলেজের অধ্যক্ষ মোহাম্মদ মোজাম্মেল হক, চট্টগ্রাম শিক্ষা বোর্ডের সাবেক চেয়ারম্যান অধ্যাপক আবু জাফর চৌধুরী, জেলা আ’লীগ নেতা রাশেদ মনোয়ার, প্রদীপ দাশ, এড. আবদুর রশিদ, তিমির বরণ চৌধুরী, দেবব্রত দাশ, বিজন চক্রবর্তী, পৌর মেয়র আইয়ুব বাবুলসহ উপজেলা আ’লীগের নেতৃবৃন্দ, বিভিন্ন ইউনিয়নের চেয়ারম্যান, অঙ্গসংগঠনসমুহের নেতৃবৃন্দ, প্রত্যেক ইউনিয়ন আওয়ামীলীগের সভাপতি-সম্পাদকসহ নেতৃবৃন্দ বক্তব্য রাখেন।
    প্রধান অতিথির বক্তব্যে হুইপ সামশুল হক চৌধুরী এমপি বলেন, বঙ্গবন্ধুর আদর্শ বুকে ধারণ করে শেখ হাসিনা দেশকে এগিয়ে নিয়ে যাচ্ছেন। শেখ হাসিনার নেতৃত্বে বাংলাদেশের উন্নয়ন অগ্রযাত্রা অব্যাহত রাখতে শোককে শক্তিতে রুপান্তর করে আগামী নির্বাচনে আবারো নৌকাকে বিজয়ী করতে সকল নেতা-কর্মীদের ঐক্যবদ্ধ হয়ে কাজ করতে হবে। সভা শেষে পটিয়ার তিন প্রান্তে মোট ৭টি কমিউনিটি সেন্টারে ১৫ হাজার মানুষের গণভোজ আয়োজন করা হয়।

     

    আরও খবর

    Sponsered content