• Archive Calendar

  • <img class=”alignnone size-full wp-image-10168″ src=”https://bdnewstoday24.com/wp-content/uploads/2023/05/IMG-20230504-WA0053.jpg” alt=”” width=100% height=”auto/>

  • শিক্ষা

    শিক্ষার মান বৃদ্ধি কারর জন্য কাজ করছি- অধ্যাপক ডা. রফিক চৌধুরী

      প্রতিনিধি ১৬ আগস্ট ২০২৩ , ৮:৫০:৩০ প্রিন্ট সংস্করণ

    সাইফ উল্লাহ, স্টাফ রিপোর্টার

    সুনামগঞ্জের ধর্মপাশার কৃত্বি সন্তান, বিশিষ্ট রাজনিতীবিদ ও বিশিষ্ট সমাজ সেবক, শিক্ষানুরাগী অধ্যাপক ডা. রফিকুল ইসলাম চৌধুরী। নিজস্ব অর্থায়নে গড়ে তুলেছেন সুনামগঞ্জের ধর্মপাশায় দশধরীতে (বাগানবাড়ী) ডা. রফিক চৌধুরী উচ্চ বিদ্যালয় । ডা. রফিক চৌধুরী উচ্চ বিদ্যালয় স্থাপিত হয় ২০০০ সালে। ২০২১ সাল হতে ১লা জানুয়ারীতে ভর্তি কার্যক্রম শুরু হয়। জাতীয় পাঠ্যক্রমের অধীনে বাংলা, ইংরেজী ও ধর্মীয় ভাবধারায় পরিচালিত একটি আদর্শ শিক্ষা প্রতিষ্টান। ষষ্ট থেকে নবম শ্রেণি পর্যন্ত মানবিক ও বিঞ্জান শাখায় ছাত্র,ছাত্রীরা ভর্তি হচ্ছে। ১৬ আগষ্ট সকাল ১১ টায় মুঠো ফোনে যোগাযোগ কালে অধ্যাপক ডা. রফিক চৌধুরী বলেন, বিদ্যালয়ে উন্নত সিলেবাসের মাধ্যমে উচ্চ শিক্ষিত, দক্ষ ও অভিঞ্জ শিক্ষক মন্ডলী দ্বারা পাঠদান। সেমিস্টার ও সৃজনশীল পদ্ধতিতে শিক্ষাদান, শ্রেনী কক্ষেই পাঠ দান করা, ধর্মীয় ও নৈতিক শিক্ষার ক্ষেত্রে বিশেষ গুরুত্ব প্রদান, প্রতিষ্টানের নিজস্ব ভবণে, সুন্দর পরিবেশে ও ধর্মপাশা প্রাণকেন্দ্র অবস্থিত। ইংরেজী ভাষায় কথোপকথনে পারদর্শী করার জন্য বাধ্যতামূলক ইংরেজী শিক্ষার ক্লাসের ব্যবস্থা। হাতের লেখার প্রতি বিশেষ গুরুত্ব প্রদান। পড়াশোনার পাশাপাশি খেলাধুলা, বির্তক প্রতিযোগিতা শরীল চর্চা ও সাংস্কৃতিক কর্মকান্ডে অংশগ্রহণের সুযোগ সুবিধা। শৃঙ্খলা বোধ বৃদ্ধিকরণ ও প্রয়োজনীয় চিকিৎসা ব্যবস্থা, বার্ষিক শিক্ষা সফরের ব্যবস্থা, অভিভাবকের সাথে নিয়মিত মত বিনিময় এবং মাসিক অভিভাবক সম্মেলনের আয়োজন, পড়ালেখার পাশাপাশি শিক্ষার্থীদের বাকশক্তি বৃদ্ধির জন্য সাপ্তাহিক সভার আয়োজন, প্রয়োজন বোধে অনলাইনে ক্লাসের ব্যবস্থা করা। ডা. রফিক চৌধুরী আরও বলেন, শিক্ষার মানবৃদ্ধি করার জন্য আমি সব সময় কাজ করে যাব, কাজ করে যাচ্ছি ইনশাল্লাহ। এব্যাপারে প্রধান শিক্ষক তপন পাল জানান, বর্তমানে আমাদের ১৬ জন শিক্ষক রয়েছেন, শিক্ষার্থীদের সংখ্যা ২ শত ৫৮ জন রয়েছে। আশা করি আগামী বছরে ভর্তির সংখ্যা আরও বৃদ্ধি পাবে।

    আরও খবর

    Sponsered content