• Archive Calendar

  • <img class=”alignnone size-full wp-image-10168″ src=”https://bdnewstoday24.com/wp-content/uploads/2023/05/IMG-20230504-WA0053.jpg” alt=”” width=100% height=”auto/>

  • তথ্যকণিকা

    তাহিরপুরে ভারতীয় পণ্যসহ দুই চোরাকারবারি আটক

      প্রতিনিধি ১৭ আগস্ট ২০২৩ , ১:২৯:৪৮ প্রিন্ট সংস্করণ

    তাহিরপুর, প্রতিনিধিঃ
    সুনামগঞ্জ জেলার তাহিরপুর উপজেলার লাউড়েরগড় সীমান্ত দিয়ে চোরাচালানের মাধ্যমে নিয়ে আসা প্রায় সাড়ে ৫ লাখ টাকার ভারতীয় বিভিন্ন পণ্য নদী পথে পাচার কালে দুই চোরাকারবারি দুই চোরাকারবারিকে আটক করেছে তাহিরপুর থানা পুলিশ।
    পুলিশের হাতে আটক দুই চোরাকারবারি হলো, উপজেলার দক্ষিণ বড়দল ইউনিয়নের মাটিকাটা গ্রামের চারু মিয়ার ছেলে জাহাঙ্গীর আলম (২৮) ও উত্তর বড়দল ইউনিয়নের রজনী লাইন গ্রামের মৃত আব্দুল মান্নানের ছেলে শুক্কুর আলী (২৬)

    থানা পুলিশ সূত্রে জানাযায়, তাহিরপুর উপজেলার সীমান্তর শাহিদাবাদ- নালিকাটা বর্ডার হাটকে ব্যবহার করে অবৈধভাবে বিভিন্ন ব্রেন্ডের স্যাম্পু, বিস্কুট, সনপাপড়ি, বিভিন্ন কসমেটিকস্, চকলেট ও জুতাসহ প্রায় সাড়ে ৫ লাখ টাকার ভারতীয় পণ্য চোরাচালানের মাধ্যমে বাংলাদেশ দিয়ে আসে চোরাকারবারি জাহাঙ্গীর আলম ও শুক্কুর আলী । ওইসব পণ্য বিকালে সীমান্ত নদী যাদুকাটা দিয়ে নৌকাযোগে পাচার কালে গোপন সংবাদের ভিত্তিতে তাহিরপুর থানার অফিসার ওসি সৈয়দ ইফতেখার হোসেন নির্দেশে বাদাঘাট পুলিশ তদন্ত কেন্দ্রের ইনচার্জ নাজমুল ইসলামের নেতৃত্বে এ এস আই নাজিম উদ্দীনসহ সঙ্গীয় পুলিশের একটি টিম বিকাল সাড়ে ৫ টায় অভিযান চালিয়ে যাদুকাটা নদীতে নির্মানাধীন বিন্নাকুলি ব্রীজের উত্তর পাশে নৌকা তাদের আটক করে। পরে চোরাচালান কাজে ব্যবহৃত নৌকা তল্লাশি করে নৌকার ভিতর থাকা ভারতীয় বিভিন্ন ব্রেন্ডের স্যাম্পু, বিস্কুট, সনপাপড়ি, বিভিন্ন কসমেটিকস্, চকলেট, জুতাসহ ৫ লাখ ২৭ হাজার ৩২৫ টাকা মূল্যের ভারতীয় অবৈধ পণ্যসহ দুই চোরাকারবারি জাহাঙ্গীর আলম ও শুক্কুর আলীকে গ্রেপ্তার করে পুলিশ।

    পরে বুধবার রাতেই তাদের বিরুদ্ধে এসআই নাজমুল ইসলাম বাফি হয়ে The Special Power Act, 1974 U/S 25B (1) (b) ধারায় মামলা মামলা দায়ের করে। বৃহস্পতিবার দুপুরে তাদের সুনামগঞ্জ আদালতে প্রেরণ করে।
    এর সত্যতা নিশ্চিত করেন বাদাঘাট পুলিশ ফাঁড়ির ইনচার্জ এসআই নাজমুল ইসলাম।

    আরও খবর

    Sponsered content