• Archive Calendar

  • <img class=”alignnone size-full wp-image-10168″ src=”https://bdnewstoday24.com/wp-content/uploads/2023/05/IMG-20230504-WA0053.jpg” alt=”” width=100% height=”auto/>

  • রংপুর

    কুড়িগ্রামের উলিপুরে শিক্ষার্থীদের মেধা বিকাশে স্কুল পরিচালকের ভিন্নধর্মী উদ্যোগ

      প্রতিনিধি ১৮ আগস্ট ২০২৩ , ৪:০৮:৩৭ প্রিন্ট সংস্করণ

    কুড়িগ্রাম প্রতিনিধি, মোঃমোরশেদ হাসান লালু

    গ্রাম অঞ্চলের স্কুল মানেই যেন শুধুই বোর্ড কতৃক নির্ধারিত বই সমুহের পড়ালেখা, আর এক গাদা পরিক্ষা দেওয়া। এতে শিক্ষার্থীদের একঘেয়ামি হয়ে উঠার প্রবনতা বেড়ে যায়। নির্দিষ্ট বইয়ের বাইরে প্রকৃতি থেকে জ্ঞান অর্জনের সম্ভাবনা কমে যায় শিক্ষার্থীর। আর সেই একঘেয়ামিতার ঘোর কাটিয়ে তুলতে প্রত্যন্ত গ্রামে আন্তর্জাতিক মানের সৃজনশীল শিক্ষার বিকাশে নতুন ধারার উদ্যোগ গ্রহন করে একটি স্কুল।

    কুড়িগ্রামের উলিপুর উপজেলার হাতিয়া ইউনিয়নের চৌমুহনী বাজার সংলগ্ন “অক্সফোর্ড মডেল পাবলিক স্কুলে” শিক্ষার্থীদের মেধাবিকাশ ও সৃজনশীল মন মানসিকতার গড়ে তুলতে ভিন্ন ধর্মী উদ্যোগ গ্রহন করে স্কুলটির পরিচালক “জনাব আসাদুজ্জামান আসাদ”।

    প্রতি বৃহস্পতিবার ২ টি ক্লাসের পরেই অনুষ্ঠিত হয় এক ভিন্নধর্মী ক্লাস। যেখানে কে.জি থেকে একত্রিত হয় ১০ম শ্রেণী পর্যন্ত শিক্ষার্থীরা।
    এই ক্লাসটিতে প্রতিটি শিক্ষার্থীকে এক আন্তর্জাতিক মানে সুবক্তা ও সাহসী ব্যাক্তিত্বশীল ব্যাক্তি হিসেবে গড়ে তোলার চেষ্টা করা হয়। এখানে বইয়ের বাইরে, হামদ,নাত,কবিতা আবৃত্তি, বক্তব্য, কৌতুক শেখানো হয়।

    অক্সফোর্ড মডেল পাবলিক স্কুলের পরিচালক এর কাছে এ সম্মন্ধে জানতে চাইলে তিনি বলেন, সমাজে সার্টিফিকেট ধারি শিক্ষিত এর অভাব নাই,তবে অভাব শুধু যোগ্যতাওয়ালা শিক্ষিতের। আর তাই যোগ্যতা সম্পুর্ন শিক্ষার্থী তৈরির লক্ষ উদ্দেশ্যকে সামনে রেখেই আমাদের এই ভিন্নধর্মী ক্লাসের উদ্যোগ।

    আরও খবর

    Sponsered content