• Archive Calendar

  • <img class=”alignnone size-full wp-image-10168″ src=”https://bdnewstoday24.com/wp-content/uploads/2023/05/IMG-20230504-WA0053.jpg” alt=”” width=100% height=”auto/>

  • তথ্যকণিকা

    কুড়িগ্রামে ৩৯০ পিস ইয়াবা ও ৩১ গ্রাম হেরোইন উদ্ধার, ৩ কুখ্যাত মাদক কারবারিকে গ্রেফতার করেছে পুলিশ

      প্রতিনিধি ১৮ আগস্ট ২০২৩ , ৪:০৪:১০ প্রিন্ট সংস্করণ

    কুড়িগ্রাম প্রতিনিধি, মোঃমোরশেদ হাসান লালু

    বাংলাদেশ পুলিশ সম্মিলিত সহযোগিতায় একটি মানবিক, স্বনির্ভর ও স্মার্ট বাংলাদেশের পথে যে অপ্রতিরোধ্য অগ্রযাত্রা, তার নির্মোহ অংশীদার হিসাবে কঠিন ও কঠোর পরিশ্রম করে যাচ্ছে সার্বক্ষণিক। গনপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা মাদকের বিরুদ্ধে যে শুন্য সহনীয়তা নীতি তা বাস্তবায়নে অগ্রাধিকার ভিত্তিতে গুরুত্বপূর্ণ ভুমিকা রেখে চলেছে পুলিশ।

    এরই ধারাবাহিকতায় নাগেশ্বরী থানা পুলিশের একটি চৌকস টিম আজ ১৭ আগস্ট ২০২৩ তারিখ সকাল আনুমানিক ১০.০৫ ঘটিকায় নাগেশ্বরী থানাধীন পৌরসভার বাস স্ট্যান্ড এলাকা থেকে ৩৯০ পিস ইয়াবা এবং ৩১ গ্রাম হিরোইন উদ্ধারসহ পূর্বের ১৫ টি মাদক মামলার আসামী নাগেশ্বরীর বদি জামাপুর গ্রামের কুখ্যাত মাদক কারবারি মোহাম্মদ রেজাউল করিম রাজু(৪৭), মেছনির পার এলাকার মো: সাদ্দাম হোসেন (৩৪) ও বলদীটারি এলাকার মো:জাহাঙ্গীর আলম (৪০) দেরকে হাতেনাতে গ্রেফতার করে।

    কুড়িগ্রাম জেলা পুলিশের মিডিয়া মুখপাত্র অতিরিক্ত পুলিশ সুপার জনাব মোঃ রুহুল আমীন বলেন, গ্রেফতারকৃত মাদক কারবারিদের মধ্যে কুখ্যাত মাদক কারবারি রেজাউল করিম ওরফে রাজুর বিরুদ্ধে দেশের বিভিন্ন জেলায় পূর্বের ১৫ টি মাদক মামলা রয়েছে। উক্ত বিষয়ে নাগেশ্বরী থানায় গ্রেফতারকৃতদের বিরুদ্ধে একটি মাদক মামলা রুজু পূর্বক বিজ্ঞ আদালতে প্রেরণ করা হয়েছে। কুড়িগ্রাম জেলায় মাদক নির্মূলে আমাদের এই অভিযান নিয়মিতভাবে অব্যাহত থাকবে, আমরা সকলের সম্মিলিত সহযোগিতা প্রত্যাশা করি।

    আরও খবর

    Sponsered content