• Archive Calendar

  • <img class=”alignnone size-full wp-image-10168″ src=”https://bdnewstoday24.com/wp-content/uploads/2023/05/IMG-20230504-WA0053.jpg” alt=”” width=100% height=”auto/>

  • রাজশাহী

    রাজশাহীতে পরীক্ষার্থী মায়ের অপেক্ষায় কেন্দ্রের গেটে নানির কোলে ৩৭ দিনের শিশু সোহান

      প্রতিনিধি ১৮ আগস্ট ২০২৩ , ৩:৪৫:৪২ প্রিন্ট সংস্করণ

    মোঃ শিবলী সাদিক ব্যুরো প্রধান রাজশাহী।

    রাজশাহী নগরীর শাহমখদুম কলেজের প্রাঙ্গণে বসে ও হাঁটাহাঁটি করছেন মাঝ বয়সী এক নারী। কোলে তার ৩৭ দিনের ফুটফুটে শিশু ইব্রাহিম ইসলাম। আর পরীক্ষা কেন্দ্রে এইচএসসি পরীক্ষা দিচ্ছেন ওই শিশুর মা মাহামুদা আক্তার। এদিকে মাহমুদার স্বামী আমিরুল ইসলাম আলিমও এবার কারিগরী বোর্ডের অধিনে এইচএসসি পরীক্ষায় অংশ নিচ্ছেন। ২০২২ সালে তারা প্রেম করে বিয়ে করেন।

    ইব্রাহিম কিছুক্ষণ পর পর কান্না করে উঠছে। নানি ও খালা ইব্রাহিমের কান্না থামাতে চেষ্টা করছেন। শিশু ইব্রাহিমকে কোলে নিয়ে নানি হামিদা বেগম বলেন, ওরা পছন্দ করে বিয়ে করেছে। লেখাপড়া চালিয়ে যাচ্ছে।

    শিশু ইব্রাহিমের মা মাদারবক্স গারগস্থ অর্থনীতি কলেজ থেকে এবার এইচএসসি পরীক্ষা দিচ্ছে। আর তার বাবা আলিম নগরীর একটি কারিগরি কলেজ থেকে পরীক্ষায় অংশ গ্রহণ করছে।

    ইব্রাহিমের নানি জানান, ২০২২ সালের ৪ ফেব্রুয়ারী দুইজনের প্রেম করে একে অপরকে বিয়ে করে। ওই সুখে সংসার করছে। আশাকরি মেয়ে ও জামাই লেখাপড়া শেষে চাকরি করবে। ওরা সুখে থাকলেই আমার সুখ।

    এর আগে সকাল সাড়ে ৯টায় পরীক্ষা শুরুর আগে মা মাহামুদা আক্তার তার বাচ্চাকে আদর করে নানির কোলে রেখে যান। কিন্তু পরীক্ষা চলার আধাঘন্টা পরেই খিদার জ্বালায় বাচ্চাটি কান্না শুরু করলে, শিক্ষকদের নজরে আসে। এরপর তারা সিদ্ধান্ত নিয়ে বাচ্চার মাকে নিয়ে আসেন এবং বুকের দুখ খাওয়ানোর পর মাকে আবারও পরিক্ষা দিতে দেওয়া হয়।

    আরও খবর

    Sponsered content