• Archive Calendar

  • <img class=”alignnone size-full wp-image-10168″ src=”https://bdnewstoday24.com/wp-content/uploads/2023/05/IMG-20230504-WA0053.jpg” alt=”” width=100% height=”auto/>

  • চট্টগ্রাম

    গুইমারা উপজেলা মৎস্য অধিদপ্তর কর্তৃক পোনা মাছ অবমুক্তকরণ ও পোনা মাছ বিনামূল্যে বিতরণ

      প্রতিনিধি ২০ আগস্ট ২০২৩ , ১১:০৮:৩০ প্রিন্ট সংস্করণ

    এম. জুলফিকার আলী ভুট্টো, বিশেষ প্রতিনিধি-

    “নিরাপদ মাছে ভরবো দেশ, গড়বো স্মার্ট বাংলাদেশ” এই প্রতিপাদ্যকে সামনে রেখে ২০২৩-২০২৪ অর্থ বছরে রাজস্ব খাতের আওতায়, মৎস্য অধিদপ্তর গুইমারা উপজেলা মৎস্য অফিস কর্তৃক পোনা মাছ অবমুক্তকরণ ও পোনা মাছ বিনামূল্যে বিতরণ করা হয়।

    ২০ আগস্ট-২০২৩ রবিবার সকাল ১০ টায় গুইমারা উপজেলা পরিষদ চত্বরে উপজেলা মৎস্য দপ্তর কর্তৃক আয়োজিত ২০২৩-২০২৪ অর্থ বছরে রাজস্ব খাতের আওতায়, পোনা মাছ অবমুক্তকরণ ও পোনা মাছ বিনামূল্যে বিতরণ অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।

    উক্ত পোনা মাছ অবমুক্তকরণ ও পোনা মাছ বিনামূল্যে বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন গুইমারা উপজেলা পরিষদের চেয়ারম্যান, মেমং মারমা, গুইমারা উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান, কংজরী মারমা, উপজেলা কৃষি অফিসার, ওঙ্কার বিশ্বাস, উপজেলা সমাজ সেবা অফিসার, আফজাল হোসেন টিপু, উপজেলা সমবায় অফিসার, মো. আমান উল্লাহ, গুইমারা সরকারি উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক, মো. বাবলু হোসেন প্রমুখ।

    এ ছাড়া উক্ত অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন, উপজেলা মৎস্য অফিসার, দীপন চাকমা, গুইমারা উপজেলা অফিসের ম্রাসানাই মারমা এবং অগ্রণী যুব বহুমুখী সমবায় সমিতির লিমিটেডের সভাপতি মো. ফারুক হোসেন ও সম্পাদক, এম. জুলফিকার আলী ভুট্টো। এ সময়ে রুই, কাতলা, মৃগেল ও কালিবাউশ জাতীয় মাছের পোনা বিতরণ করা হয়।

    গুইমারা উপজেলাধীন সরকারী, আধা সরকারী, বিভিন্ন প্রাতিষ্ঠানিক পুকুর ও জলাশয়ের যে সব প্রতিষ্ঠানে মাছের পোনা বিতরণ করা হ’ল-গুইমারা সরকারী উচ্চ বিদ্যালয়, গুইমারা জোন ও রিজিয়ন, বিজিবি সেক্টর গুইমারা, বিজিবি হাসপাতাল গুইমারা, সিন্দুকছড়ি জোন সিন্দুকছড়ি, বড়থলি বৌদ্ধ মন্দির, বড়পিলাক কেন্দ্রীয় জামে মসজিদ, অগ্ৰণী যুব বহুমুখী সমিতি মৎস্য চাষ, ভক্ত কার্বারী পাড়া সমিতি মৎস্য চাষ, লুংদুক্যা পাড়া সমিতি মৎস্য চাষ, বাগান পাড়া কৃষক সমিতি মৎস্য চাষ, হাতীমুড়া জামে মসজি, দেওয়ান পাড়া যুব সমিতি মৎস্য চাষ, বুদংপাড়া যৌথ খামার সমিতি মৎস্য চাষসহ ১৪ টি প্রতিষ্ঠানে এই পোনা মাছ বিতরণ করা হয়।

    আরও খবর

    Sponsered content