• Archive Calendar

  • <img class=”alignnone size-full wp-image-10168″ src=”https://bdnewstoday24.com/wp-content/uploads/2023/05/IMG-20230504-WA0053.jpg” alt=”” width=100% height=”auto/>

  • তথ্যকণিকা

    তাহিরপুরে অবৈধভাবে বালু উত্তোলনের দায়ে ইউপি সদস্য রানু আটক

      প্রতিনিধি ২০ আগস্ট ২০২৩ , ৮:৪১:১৬ প্রিন্ট সংস্করণ

    তাহিরপুর প্রতিনিধিঃ

    সুনামগঞ্জ জেলার তাহিরপুর উপজেলায় রাতের আঁধারে সীমান্ত নদী যাদুকাটার পাড় কেটে অবৈধভাবে বালু উত্তোলন করার সময় পাড় কাটার মূলহোতা স্থানীয় ইউপিসদস্য মোশাহিদ হোসেন রানুসহ ৫জনকে আটক করেছে পুলিশ।

    আটককৃত ইউপি সদস্য উত্তর বাদাঘাট ইউনিয়ন পরিষদের ৬নং ওর্য়াড সদস্য। ও ঘাগটিয়া আদর্শ গ্রামের মৃত এখলাছ মিয়ার ছেলে।

    আটকরা অন্যরা হলেন, মো. আমিন উদ্দিন (২৩), মো: সায়েম আলী (২২) মো. দেলোয়ার হোসেন ও জয়ন্ত দাশ (২৩)।

    শনিবার (১৯আগস্ট) দিবাগত রাত প্রায় ২টায় যাদুকাটা নদীর পাকা রাস্তার মাথা নামক স্থানের তাদেরকে আটক করা হয়। এসময় বালুভর্তি ৪টি স্টিলবডি নৌকা জব্দ করা হয়। যার বাজারমূল্য প্রায় সাড়ে ২৬ লাখ টাকা।

    এ ঘটনায় বালু মহাল ও মাটি ব্যবস্থাপনা আইনে আটককৃত ৫ জনসহ অজ্ঞাতনামা আরও ৭/৮ জনকে আসামি করে পুলিশ বাদি হয়ে মামলা দায়ের পর রবিবার সকালে তাদের সুনামগঞ্জ কোর্ট হাজতে প্রেরণা করে।

    অভিযোগ রয়েছে, ক্ষমতার প্রভাব খাটিয়ে ইউপি সদস্য মোশাহিদ হোসেন ওরফে রানুর নেতৃত্বে স্থানীয় একদল বালুখেকো সন্ত্রাসী বাহিনী চক্র দীর্ঘদিন যাবত যাদুকাটা নদীর পাড় কেটে বালু উত্তোলন ও বিক্রি করে আসছে। যার ফলে নদীর তীরবর্তী বসতবাড়ি, সরকারি রাস্তা, নদীর তীরবর্তী আবাদি জমি ভাঙ্গনের মুখে পড়ে বিলীন হয়ে যাচ্ছে। ধ্বংস হয়ে যাচ্ছে পরিবেশ ও প্রকৃতি। ইউপি সদস্য রানুর এসব অবৈধ কর্মকাণ্ডের বিরুদ্ধে স্থানীয়রা প্রতিবাদ করলেই স্থানীয়দের উপর চলে মারধর ও প্রাণনাশের হুমকি।

    উল্লেখ্য, রানুর এসব অবৈধ কর্মকান্ডে ও অবৈধভাবে পাড় কেটে বালু উত্তোলনে বাঁধা দিলে স্থানীয় এক নারী শ্রমিককে মারধর করে ও চুরা দিয়ে শরীরে ও গাড়ে আঘাত করে গুরুতর আহত করে। পরে এ ঘটনায় ভুক্তভোগী নারী তাহিরপুর থানাএকটি মামলা করে। তাতেও থেমে নেই ইউপি সদস্য রানুর তীর কেটে বালু উত্তোলন ও বিক্রি। শুধু তাই নয়! তার বিরুদ্ধে এর আগেও নদীর পাড় কাটাসহ একাধিক মামলা রয়েছে।

    বাদাঘাট পুলিশ তদন্ত কেন্দ্রের ইনচার্জ এসআই নাজমুল হোসেন এর সত্যতা নিশ্চিত করে জানান, শনিবার দিবাগত রাত ২টার দিকে যাদুকাটা নদীর ঘাগটিয়া গ্রাম সংলগ্ন যাদুকাটা নদীর পাকা রাস্তার মুখ হইতে নদীর পাড় কেটে বালু উত্তোলন করা হচ্ছে এমন সংবাদ পেয়ে এএসআই নাজিম উদ্দীনসহ সঙ্গীর পুলিশের একটি টিম অভিযান চালিয়ে বালুভর্তি ৪ স্টিবডি নৌকাসহ তাদেরকে আটক করা হয়েছে।

    পুলিশ আরো জানায়, অভিযানে জব্দকৃত একেকটি নৌকার ধারণ ক্ষমতা সাতশ থেকে এক হাজার ফুট। বালুভর্তি এসব নৌকার বাজারমূল্য প্রায় সাড়ে ২৬ লাখ টাকা। অবৈধভাবে বালু উত্তোলন করার ফলে নদীর পাড় ভাঙ্গন, নদীর তীরবর্তী মানুষের বসতভিটা, ও নদীর ভূ-প্রকৃতি পরিবেশ নষ্ট হচ্ছে।

    এই ঘটনায় আটক ব্যক্তিসহ অজ্ঞাত আরো সাত থেকে আটজনের বিরুদ্ধে বালু মহাল ও মাটি ব্যবস্থাপনা আইনে (২০১০) তাহিরপুর থানায় একটি মামলা হয়েছে।

    আরও খবর

    Sponsered content