• Archive Calendar

  • <img class=”alignnone size-full wp-image-10168″ src=”https://bdnewstoday24.com/wp-content/uploads/2023/05/IMG-20230504-WA0053.jpg” alt=”” width=100% height=”auto/>

  • চট্টগ্রাম

    দক্ষিণ চট্টগ্রামের উন্নয়নে ১৫ দফা দাবিতে প্রধানমন্ত্রী নিকট স্মারকলিপি দিলেন ইসলামিক ফ্রন্ট পটিয়া উপজেলার নেতৃবৃন্দ

      প্রতিনিধি ২১ আগস্ট ২০২৩ , ৬:০২:৪০ প্রিন্ট সংস্করণ

    পটিয়া (চট্টগ্রাম) প্রতিনিধি:-

    স্বাধীন নির্বাচন কমিশনের অধীনে অবাধ, সুষ্ঠু, নিরপেক্ষ ও অংশগ্রহণমূলক নির্বাচন আয়োজনসহ দক্ষিণ চট্টগ্রামের উন্নয়নে ১৫ দফা বাস্তবায়নে প্রয়োজনীয় পদক্ষেপ গ্রহণের নিমিত্তে ইসলামিক ফ্রন্ট বাংলাদেশ পটিয়া উপজেলার উদ্যোগে মাননীয় প্রধানমন্ত্রী বরাবরে স্মারকলিপি প্রদান করেছেন। গতকাল রবিবার (২০ আগস্ট) বেলা ১১টায় ইসলামিক ফ্রন্ট বাংলাদেশ পটিয়া উপজেলার উদ্যোগে পটিয়া উপজেলা নির্বাহী কর্মকর্তার মাধ্যমে প্রধানমন্ত্রী’র নিকট এ স্মারকলিপি প্রদান করেন। উপজেলা নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ আতিকুল মামুনের পক্ষে এ স্মারকলিপি গ্রহণ করেন নাজির নিউটন বড়ুয়া।

    এ সময় উপস্থিত ছিলেন ইসলামিক ফ্রন্ট বাংলাদেশ পটিয়া উপজেলার সভাপতি মাওলানা এ এম মঈনউদ্দীন চৌধুরী হালিম, সহ সভাপতি জামাল উদ্দীন চৌধুরী, সহ সভাপতি অধ্যাপক শহিদুল্লাহ সাদা, সহ সভাপতি হারিছ উদ্দীন দৌলতী, সাধারণ সম্পাদক মোহাম্মদ নাছির উদ্দিন, সাংগঠনিক সম্পাদক আবু নোমান বাদশা ও এইচ এম মোরশেদ প্রমূখ।

    উল্লেখ্য যে, ইসলামিক ফ্রন্ট বাংলাদেশ এর আসন্ন ২৬ আগস্ট ঢাকা বঙ্গবন্ধু এভিনিউতে অনুষ্ঠিতব্য বিশাল জনসভা উপলক্ষে ঘোষিত কর্মসূচির অংশ হিসেবে পটিয়া উপজেলাসহ দক্ষিণ জেলার আওতাধীন সকল উপজেলায় একযোগে মাননীয় প্রধানমন্ত্রী বরাবরে স্মারকলিপি প্রদান করা হয়। দক্ষিণ চট্টগ্রামের উন্নয়নে ইসলামিক ফ্রন্ট বাংলাদেশ দাবিগুলো মধ্যে কর্ণফুলী নদীর পাড়কে ঘিরে একটি আধুনিক সিটি প্রতিষ্ঠা, অবিলম্বে কালুরঘাট সেতু কাম রেল সড়ক নির্মাণের জন্য প্রয়োজনীয় বরাদ্দ অনুমোদনপূর্বক কার্যাদেশ প্রদান করা, কেইপিজেডসহ আনোয়ারায় প্রতিষ্ঠিতব্য চায়না ইপিজেডে দক্ষিণ চট্টগ্রামের বেকার জনগণের জন্য ৬০% কোটা নিশ্চিত করা, শিক্ষার প্রাণকেন্দ্র পটিয়াতে একটি পাবলিক বিশ্ববিদ্যালয় স্থাপন করা, আনোয়ারা পার্ক ও বাঁশখালী সমুদ্র সৈকতসহ বাঁশখালী ইকো পার্ক এবং পটিয়া- বোয়ালখালী- চন্দনাইশের পাহাড়ঘেরা অঞ্চলকে আধুনিক সুযোগ সুবিধা সমেত বিনোদন কেন্দ্র স্থাপন করা, চট্টগ্রাম কক্সবাজার রেল সড়ক স্থাপনে প্রত্যক্ষ ও পরোক্ষভাবে ক্ষতিগ্রস্ত পরিবার সমূহের জন্য ক্ষতিপূরণের ব্যবস্থা করা, কারিগরি শিক্ষার প্রসারে দক্ষিণ চট্টগ্রামকে ‘চট্টগ্রাম জোন’ঘোষনা করে এতদাঞ্চলে প্রকৌশল  বিশ্ববিদ্যালয়, রোবটিকস ল্যাব, এ আই ল্যাব প্রতিষ্ঠাসহ সরকারী পলিটেকনিক কলেজ স্থাপন করা, প্রাকৃতিক সম্পদে ভরপুর দক্ষিণ চট্টগ্রামকে সর্বাধিক গুরুত্ব দিয়ে তেল- গ্যাস অনুসন্ধানে বরাদ্দ দেওয়া, বন্যার মতো প্রাকৃতিক দূর্যোগ থেকে এ অঞ্চলকে রক্ষা করতে পানি উন্নয়ন বোর্ডের  আওতায় সমগ্র দক্ষিণ চট্টগ্রামকে পানি নিস্কাশন ,খাল খনন ও রাবারডেম্প প্রকল্পের আওতায় আনা, প্রতিবছর পাহাড়ী  ঢলে ক্ষতিগ্রস্ত দক্ষিণ চট্টগ্রামের কৃষকদের জন্য স্থায়ী  ক্ষতিপূরণ তহবিল প্রতিষ্ঠা করা ।

     

    আরও খবর

    Sponsered content