• Archive Calendar

  • <img class=”alignnone size-full wp-image-10168″ src=”https://bdnewstoday24.com/wp-content/uploads/2023/05/IMG-20230504-WA0053.jpg” alt=”” width=100% height=”auto/>

  • চট্টগ্রাম

    সকল ষড়যন্ত্রকে প্রতিহত করে স্মার্ট বাংলাদেশ বির্নিমানে নৌকায় ভোট দেয়ার আহবান; রামগড়ে শোক সভায় এমপি কুজেন্দ্র লাল ত্রিপুরা

      প্রতিনিধি ২৪ আগস্ট ২০২৩ , ১:০০:১২ প্রিন্ট সংস্করণ

    মোঃশাহাদাত হোসেন রামগড় (খাগড়াছড়ি) প্রতিনিধিঃ

    ১৫ই আগস্ট জাতীয় শোক দিবস উপলক্ষে খাগড়াছড়ির রামগড় উপজেলা আওয়ামীলীগের উদ্যোগে শোক সভা অনুষ্ঠিত হয়েছে। সকালে রামগড় উপজেলা কেন্দ্রীয় ঈদগাহ ময়দানে অনুষ্ঠিত শোক সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে বক্তব্য রাখেন ২৯৮ নং খাগড়াছড়ি আসনের সংসদ সদস্য কুজেন্দ্র লাল ত্রিপুরা। রামগড় উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক কাজী নুরুল আলম আলমগীর এর সঞ্চালনায় এবং সভাপতি মোস্তফা হোসেনের সভাপতিত্বে বক্তব্য রাখেন, জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক নির্মলেন্দু চৌধুরী, জেলা পরিষদের সদস্য কল্যাণ মিত্র বড়ুয়া, মোঃ মাইন উদ্দিন, রামগড় উপজেলা পরিষদের চেয়ারম্যান বিশ্ব প্রদীপ কুমার কার্বারী, পৌর মেয়র মো: রফিকুল আলম কামাল সহ জেলা উপজেলার বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ।
    অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে সাংসদ কুজেন্দ্র লাল ত্রিপুরা আগামী দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে বিএনপির সকল ষড়যন্ত্রকে প্রতিহত করে নৌকা মার্কায় ভোট দিয়ে জাতির জনকের কন্যা জননেত্রী শেখ হাসিনাকে পুনরায় নির্বাচিত করার আহ্বান জানান। তিনি বলেন, বিএনপি আবারো জ্বালাও পোড়াও করে মানুষ হত্যা করে দেশকে অন্ধকারের যুগে নিতে চাইছে সেখানে আওয়ামীলীগ জনগনকে সাথে নিয়ে দেশের উন্নয়ন করছে। দেশকে বিশ্বের দরবারে সুপ্রতিষ্ঠিত দেশ হিসেবে প্রতিষ্ঠা করতে লড়াই করছে। তাদের একদফা আন্দোলনের ঘোষণা এদেশের জনগণ প্রত্যাখান করেছে। তিনি আরো বলেন, আওয়ামীলীগ সরকার যতবার ক্ষমতায় এসেছে ততবারই এদেশের জনগণের জন্য দেশের উন্নতির জন্য নিরলসভাবে কাজ করে যাচ্ছে। খাগড়াছড়ির অন্যান্য উপজেলার মত রামগড়েও অনেক উন্নয়ন হয়েছে। স্থলবন্দর, ইমিগ্রেশন সেন্টার, সীমান্ত রাস্তা, স্কুল কলেজের বহুতল ভবন করেছে আওয়ামীলীগ সরকার। এই সরকার ও বঙ্গবন্ধু কন্যা শেখ হাসিনার প্রতি আস্থা রাখার জন্য তিনি সকলের প্রতি আহবান জানান।
    শোকসভায় রামগড় উপজেলার বিভিন্ন ইউপি ও প্রত্যন্ত এলাকার হাজার হাজার আওয়ামী লীগসহ অঙ্গ সংগঠনের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

    আরও খবর

    Sponsered content