• Archive Calendar

  • <img class=”alignnone size-full wp-image-10168″ src=”https://bdnewstoday24.com/wp-content/uploads/2023/05/IMG-20230504-WA0053.jpg” alt=”” width=100% height=”auto/>

  • চট্টগ্রাম

    নরসিংদীর শিবপুর উপজেলায় বাংলাদেশ বেতারের “তারুণ্যের কন্ঠ” সভা অনুষ্ঠিত

      প্রতিনিধি ৩০ আগস্ট ২০২৩ , ৯:১১:২৮ প্রিন্ট সংস্করণ

    এম. জুলফিকার আলী ভুট্টো, বিশেষ প্রতিনিধি-

    বাংলাদেশ বেতারের আয়োজনে নরসিংদীর শিবপুরে উপজেলা পরিষদের মিলনায়তনে বাল্য বিবাহ প্রতিরোধে সচেতনতামূলক অনুষ্ঠান “তারুণ্যের কন্ঠ” এর আলোচনা সভা অনুষ্ঠিত হয়।

    ২৯ আগস্ট-২০২৩ মঙ্গলবার সকাল ১১ টায় নরসিংদী জেলার শিবপুর উপজেলা পরিষদের মিলনায়তনে বাংলাদেশ বেতার ঢাকার আয়োজনে বাল্য বিবাহ প্রতিরোধে সচেতনতামূলক অনুষ্ঠান “তারুণ্যের কন্ঠ” আলোচনা সভা অনুষ্ঠিত হয়।

    উক্ত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, শিবপুর উপজেলা নির্বাহী অফিসার, জিনিয়া জিন্নাত। বাংলাদেশ বেতারের উপস্থাপক সজীব দত্তের সঞ্চালনায় অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন, শিবপুর উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার, আলতাফ হোসেন, শিবপুর সরকারি পাইলট মডেল উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক, নূর উদ্দিন মো. আলমগীর, শিবপুর পাইলট মডেল উচ্চ বালিকা বিদ্যালয়ের প্রধান শিক্ষক, মোহাব্বত হোসেন, শিবপুর প্রেস ক্লাবের আহবায়ক কমিটির সদস্য আনোয়ার হোসেন স্বপন, সাবেক ক্রীড়া সম্পাদক ইলিয়াছ হায়দার প্রমুখ।

    উক্ত অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন, নরসিংদীর শিবপুরের বেতার শ্রোতা ফাউন্ডেশনের সভাপতি হোসাইন মুসা ও সাধারণ সম্পাদক, আবুল কালাম। শিবপুর সরকারী শহিদ আসাদ কলেজ, শিবপুর সরকারী পাইলট মডেল উচ্চ বিদ্যালয়, শিবপুর পাইলট বালিকা উচ্চ বিদ্যালয়সমুহের শিক্ষক, শিক্ষার্থীরা এবং স্থানীয় সাংবাদিকবৃন্দ।

    সবাই বাল্য বিবাহ প্রতিরোধে নানামুখী কার্যক্রমের কথা জানান। প্রধান অতিথি বলেন, বাল্য বিবাহ আমাদের জন্য অত্যন্ত ক্ষতিকর। আমাদের সবার কাজ করতে হবে বাল্য বিবাহ প্রতিরোধে। আসুন সম্মিলিত ভাবে বাল্য বিবাহ প্রতিরোধে কাজ করি। উপস্থাপক সজীব দত্ত জানান অনুষ্ঠানটি গত ৮ বছর ধরে পরিবার পরিকল্পনা অধিদপ্তরের আই. ই. এম ইউনিটের আর্থিক সহযোগিতায় জনসংখ্যা স্বাস্থ্য ও পুষ্টি সেল বাংলাদেশ বেতার সারা দেশে আয়োজন করে চলেছে।

    আয়োজিত অনুষ্ঠানটি আগামী ২৩ সেপ্টেম্বর-২০২৩ খ্রি. শনিবার রাত ৮ টা ১০ মিনিটে পরিচালক মো. বশির উদ্দিনের নির্দেশনায় উপ-পরিচালক মো. আমিরুল ইসলামের তত্বাবধানে, সহকারী পরিচালক তোফাজ্জল হোসেনের প্রযোজনায় বাংলাদেশ বেতার ঢাকা ক কেন্দ্র থেকে এ তারুণ্যের কন্ঠ প্রচার হবে। রেডিও সেটে ঢাকা ক ও এফ এম ১০৬ মেগাহার্টজ এ ছাড়া বাংলাদেশ বেতারের অ্যাপে পৃথিবীর যে কোনো প্রান্ত থেকে আপনি শুনতে পাবেন।

    আরও খবর

    Sponsered content