• Archive Calendar

  • <img class=”alignnone size-full wp-image-10168″ src=”https://bdnewstoday24.com/wp-content/uploads/2023/05/IMG-20230504-WA0053.jpg” alt=”” width=100% height=”auto/>

  • চট্টগ্রাম

    লামায় রেডক্রিসেন্ট সোসাইটি বান্দরবান ইউনিটের উদ্যোগে ফুড প্যাকেজ বিতরণ

      প্রতিনিধি ২৫ আগস্ট ২০২৩ , ৫:৫২:২৮ প্রিন্ট সংস্করণ

    ইসমাইলুল করিম লামা (বান্দরবান)প্রতিনিধি:

    বাংলাদেশ রেড ক্রিসেন্ট সোসাইটি বান্দরবান ইউনিটের পক্ষ থেকে পার্বত্য জেলা বান্দরবানের লামা উপজেলায় বন্যা কবলিত পরিবারের মাঝে ত্রাণ হিসেবে (খাদ্য সামগ্রী) বিতরণ করা হয়েছে। (২৫ আগষ্ট) শুক্রবার দুপুর ০২ টায় দিকে লামা উপজেলা পরিষদের মিলনায়তনে বাংলাদেশ রেড ক্রিসেন্ট সোসাইটি বান্দরবান ইউনিটের বাস্তবায়নে বন্যার্তদের মাঝে গ্রামীণ ফোনের সার্বিক সহযোগিতায় ফুড প্যাকেট হিসেবে ৫শত পরিবার কে খাদ্য সামগ্রী হিসেবে (চাল,ডাল,তেল, চিনি, সুজি, লবণ) বিতরণ করা হয়েছে।

    ফুড প্যাকেজ (খাদ্য সামগ্রী) বিতরণের সময় অতিথি হিসেবে উপস্থিত ছিলেন,বান্দরবান রেডক্রিসেন্ট সোসাইটির ভাইস প্রেসিডেন্ট আব্দুর রহিম,বান্দরবান রেডক্রিসেন্ট সোসাইটির সাধারণ সম্পাদক অমল কান্তি দাশ,উপজেলা নির্বাহী অফিসার মো. মোস্তফা জাবেদ কায়সার,উপজেলা আওয়ামিলীগ সভাপতি ইউপি চেয়ারম্যান বাথোয়াইচিং মার্মা,আওয়ামিলীগ সাধারণ সম্পাদক, পৌর মেয়র মো.জহিরুল ইসলাম আবছার, বান্দরবান রেড ক্রিসেন্ট সোসাইটির সদস্য খলিলুর রহমান, লামা উপজেলা যুব রেড ক্রিসেন্ট সভাপতি মো. শামিম উসমান,যুব রেড ক্রিসেন্ট সাধারণ সম্পাদক মো. সালাউদ্দিন সোহেল ও যুব স্বেচ্ছাসেবক বৃন্দসহ প্রমূখ।

    বাংলাদেশ রেড ক্রিসেন্ট সোসাইটি বান্দরবান ইউনিটের সাধারণ সম্পাদক অমল কান্তি দাশ বলেন, মানবতার সেবায় বাংলাদেশ রেড ক্রিসেন্ট সোসাইটির সকল সদস্যরা যেকোন দুর্যোগে কাজ করে আর এবারে বান্দরবানের সাম্প্রতিক ভয়াবহ বন্যায় রেড ক্রিসেন্ট সোসাইটির সকল সদস্যরা অক্লান্ত পরিশ্রম করে যাচ্ছেন।

    বান্দরবান রেডক্রিসেন্ট সোসাইটির ভাইস প্রেসিডেন্ট আব্দুর রহিম বলেন, রেডক্রিসেন্ট সোসাইটি বান্দরবান ইউনিট পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত্রণালয়ের মন্ত্রী বীর বাহাদুর উশৈসি এমপির নির্দেশনায় আমরা বন্যার পরবর্তীতে সময়ে বান্দরবানের সকল রেডক্রিসেন্ট ইউনিটের সদস্যরা মানুষের পাশে দাঁড়িয়েছি। বন্যার পরে মন্ত্রীর নির্দেশনায় ইউনিটের যুব সদস্যরা যেখানে পানি সংকট সেখানে ছুটে গিয়ে বিশুদ্ধ পানি সাধারণ মানুষের মাঝে পৌঁছে দিচ্ছে এই কার্যক্রমও চলমান রয়েছে এবং বন্যায় কবলিত লামায় ও আলীকদম উপজেলার ১ হাজার পরিবারের মাঝে ফুড প্যাকেজ বিতরণ হয়েছে।

     

    আরও খবর

    Sponsered content