• Archive Calendar

  • <img class=”alignnone size-full wp-image-10168″ src=”https://bdnewstoday24.com/wp-content/uploads/2023/05/IMG-20230504-WA0053.jpg” alt=”” width=100% height=”auto/>

  • চট্টগ্রাম

    মানিকছড়িতে প্রধানমন্ত্রীর উপহারের জমি ও গৃহ পেলেন ১৪০ টি অসহায় পরিবার

      প্রতিনিধি ৯ আগস্ট ২০২৩ , ২:৪১:৩৯ প্রিন্ট সংস্করণ

    এম. জুলফিকার আলী ভুট্টো, বিশেষ প্রতিনিধি-

    পার্বত্য জেলা খাগড়াছড়ির মানিকছড়ি উপজেলা মডেল মসজিদ ও সাংস্কৃতিক কেন্দ্রের মিলনায়তনে উপজেলার ভূমিহীন ও গৃহহীন পরিবারের মাঝে ৪র্থ কিস্তির (২য় পর্যায়) ঘরের চাবি ও দলিল নামা হস্তান্তর কার্যক্রম অনুষ্ঠিত হয়।

    ৯ আগস্ট-২০২৩ বুধবার সকাল সাড়ে ৯ টায় মানিকছড়ি উপজেলা মডেল মসজিদ ও সাংস্কৃতিক কেন্দ্রের মিলনায়তনে উপজেলার ভূমিহীন ও গৃহহীন পরিবারের মাঝে ৪র্থ কিস্তির (২য় পর্যায়) ঘরের চাবি ও দলিল নামা হস্তান্তর কার্যক্রম মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা কর্তৃক ভার্চুয়ালী উদ্বোধন করা হয়।

    এতে খাগড়াছড়ির মানিকছড়ি উপজেলায় ১৪০ টি ঘরের চাবি ও দলিলপত্রাদি হস্তান্তর করা হয়। উপজেলা প্রকল্প বাস্তবায়ন অফিসার (পিআইও) মো. তহিদ-উজ-জামানের স্বাগত বক্তব্যে ও উপজেলা নির্বাহী অফিসার, রক্তিম চৌধুরীর সভাপতিত্বে উক্ত উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, মানিকছড়ি উপজেলা পরিষদের চেয়ারম্যান, মো. জয়নাল আবেদীন। এতে বক্তব্য রাখেন, খাগড়াছড়ি পার্বত্য জেলা পরিষদের সদস্য এম.এ.জব্বার, উপজেলা কৃষি অফিসার, মো. কামরুল হাসান, মানিকছড়ি সদর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মো. শফিকুর রহমান ফারুক, ২নং বাটনাতলী ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মো. আব্দুর রহিম, ৪নং তিনট্যহরী ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মো. আবুল কালাম আজাদ, সুবিধাভোগী রিজিয়া আক্তার ও আচাইমং মারমা প্রমূখ।

    উপজেলার সকল জনপ্রতিনিধি, প্রশাসনিক সকল কর্মকর্তা, সুবিধাভোগীদের উপস্থিতিতে সভাপতির বক্তব্যে উপজেলা নির্বাহী অফিসার রক্তিম চৌধুরী বলেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনার আশ্রয়ণ প্রকল্পে সুবিধাভোগীদের তালিকা প্রণনয়নে ভূমিহীন ও গৃহহীন পরিবারে বাছাই এবং পাহাড়ি জনপদের তৃণমূলে ঘর তৈরির গল্প অনেক। এই এলাকার ভূমিহীন ও গৃহহীন মানুষগুলো এক টুকরো ভূমি ও গৃহ পেয়ে আজ তারা আবেগাপ্লুত। আশ্রয়ণে ঠাঁই পাওয়া সকল নাগরিককে সরকারী সকল সুযোগ, সুবিধা নিশ্চিত করার কাজ চলমান রয়েছে।

    এতে সরকারী-বে-সরকারী ও বিভাগীয় কর্মকর্তা-কর্মচারী, জনপ্রতিনিধি, সকল উপকারভোগী পরিবার, স্থানীয় প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ায় সাংবাদিকবৃন্দ।

    আরও খবর

    Sponsered content