• Archive Calendar

  • <img class=”alignnone size-full wp-image-10168″ src=”https://bdnewstoday24.com/wp-content/uploads/2023/05/IMG-20230504-WA0053.jpg” alt=”” width=100% height=”auto/>

  • তথ্যকণিকা

    দুপচাঁচিয়ায় স্বামী স্ত্রী সেজে ইজিবাইক ছিনতাইকারী তিনজন গ্রেফতার

      প্রতিনিধি ২৬ আগস্ট ২০২৩ , ১:০৬:০২ প্রিন্ট সংস্করণ

    মোঃ কাউসার মিয়া দিপু (বগুড়া) প্রতিনিধি :

    গত শুক্রবার রাতে দুপচাঁচিয়া থানা পুলিশ নতুন কৌশল স্বামী স্ত্রী সেজে ইজিবাইক ছিনতাইয়ের অভিযোগে মহিলা সহ তিনজন ছিনতাইকারীকে গ্রেফতার করেছে।
    থানায় দায়েরকৃত মামলা সূত্রে জানা গেছে, কাহালু উপজেলার শিলকঁওর উত্তরপাড়ার ইজিবাইক চালক আজিজ সাখিদার ইজিবাইক চালিয়ে জীবন জীবিকা নির্বাহ করেন। প্রতিদিনের মতো ঘটনার দিন গত শুক্রবার বিকালে কাহালুর বিবিরপুকুর বাজারে যাত্রীর জন্য অপেক্ষা করছিলেন। সন্ধ্যা ৭টায় এক ছেলে ও এক মেয়ে দুপচাঁচিয়া যাওয়ার উদ্দেশ্যে তার ইজিবাইকটি ভাড়া করে। ইজিবাইকটি দুপচাঁচিয়ার উদ্দেশ্যে রওনা দেয়। পথের মাঝে যাত্রীবেশে আরো একজন ইজিবাইকে উঠে। ইজিবাইকটি দুপচাঁচিয়া উপজেলার সিও অফিস বাসস্ট্যান্ড মোড়ে পৌছিলে অজ্ঞাতনামা যাত্রীরা পাত্রী দেখার কথা বলে বেড়াগ্রাম বাজারের দিকে যেতে বলে। সন্ধ্যা সাড়ে ৭টায় ইজিবাইক চালক সিও অফিস বাসস্ট্যান্ড থেকে অজ্ঞাতনামা যাত্রীদের নিয়ে ছাতনির উদ্দেশ্যে রওনা দেয়। রাত আনুমানিক পনে ৮টায় ইজিবাইকটি উপজেলার ছাতনি বাজারের সর্ণিকটে পৌছিলে ইজিবাইকে থাকা অজ্ঞাতনামা যাত্রী পিছন থেকে ইজবাইক চালকের মুখ চেপে ধরে। অপর জন কিল, ঘুশি মারপিট টানা হ্যাঁচরা করে রাস্তার পাশে জঙ্গলের মধ্যে ইজিবাইকটি থামাতে বাধ্য করে। এক পর্যায়ে তাকে ইজিবাইক থেকে নামিয়ে কস্টেপ দিয়ে মুখ, হাত, পা বেঁধে ঘটনাস্থলে ফেলে দেয় এবং তার ইজিবাইকটি ছিনতাই করে বেড়াগ্রাম বাজারের দিকে যেতে থাকে। ইজিবাইক চালক আজিজ সাখিদার, কৌশলে হাত ও পায়ের বাঁধন খুলে চিৎকার করতে থাকিলে ছাতনি বাজারে থাকা লোকজন ছিনতাইকারীদের পিছনে ধাওয়া করে। এবং মহিলা সহ তিনজন ছিনতাইকারীকে আটক করে। এরা হলো বগুড়ার সোনাতলা উপজেলার পশ্চিম পদ্মপাড়া গ্রামের রফিকুল ইসলামের ছেলে সোনা মিয়া (৩২), বগুড়া সদরের উত্তর গোদারপাড়ার মৃত মোকলেছুর রহমানের ছেলে সোহেল রানা (৩৫) ও বগুড়া এরুলিয়া বাগানবাড়ি এলাকার সাব্বির ওরফে জীবনের স্ত্রী জুলি আক্তার (২০)। এ সময় তাদের হেফাজত থেকে ছিনতাই হওয়া ইজিবাইকটি উদ্ধার করে। এদিকে খবর পেয়ে পুলিশ তাৎক্ষণিক ছাতনি বাজারে গিয়ে আটককৃত তিনজন ছিনতাইকারীকে গ্রেফতারসহ জুলি আক্তারের ভেনেটি ব্যাগ থেকে ইজিবাইক চালকের ব্যবহৃত দুটি মোবাইল এবং তাকে মুখ, হাত, পা বাঁধা কসটেপ জব্দ করে এবং ছিনতাই হওয়া ইজিবাইকটি হেফাজতে নেয়। এ সংক্রান্তে ইজিবাইক চালক আজিজ সাখিদার নিজেই বাদী হয়ে ওই রাতেই থানায় মামলা করেছে। পুলিশ গ্রেফতারকৃত তিন ছিনতাইকারীকে গতকাল শনিবার বগুড়া কোর্ট হাজতে প্রেরণ করেছে। (ছবি আছে)
    #

    আরও খবর

    Sponsered content