• Archive Calendar

  • <img class=”alignnone size-full wp-image-10168″ src=”https://bdnewstoday24.com/wp-content/uploads/2023/05/IMG-20230504-WA0053.jpg” alt=”” width=100% height=”auto/>

  • তথ্যকণিকা

    ৫৯বিজিবির অভিযানে ভোলাহাট সীমান্তে ১টি ওয়ান শুটারগান উদ্ধার

      প্রতিনিধি ১৭ সেপ্টেম্বর ২০২৩ , ৬:২৯:০৭ প্রিন্ট সংস্করণ

    ইমাম হাসান জুয়েল, চাঁপাইনবাবগঞ্জ:

    গোপন সূত্রে জানা যায় যে, রহনপুর ব্যাটালিয়ন (৫৯ বিজিবি) এর আওতাধীন ভোলাহাট বিওপির অধীনস্থ চামুচা গুচ্ছ গ্রাম এলাকায় ১টি অবৈধ অস্ত্র মাটির নিচে লুকানো রয়েছে। এপ্রেক্ষিতে ১৬ সেপ্টেম্বর ২০২৩ তারিখ চাঁনশিকারী কোম্পানী কমান্ডার সুবেদার মোঃ মোখলেছুর রহমান এর নেতৃত্বে ১টি বিশেষ টহল দল ৯:০০-১০:৫০ ঘটিকা পর্যন্ত সীমান্ত পিলার ১৯৫/৪-এস হতে ৩০০ গজ বাংলাদেশের অভ্যন্তরে চাঁপাইনবাবগঞ্জ জেলার ভোলাহাট থানাধীন ভোলাহাট ইউনিয়নের চামুচা গুচ্ছ গ্রামে অভিযান পরিচালনা করে। উক্ত অভিযানে গুচ্ছ গ্রামের বাড়ির বেড়া সংলগ্ন ১টি গর্তের মধ্যে পলিথিন এবং স্কচটেপ মোড়ানো অবস্থায় ১টি ওয়ান শুটারগান এবং ১ রাউন্ড গুলি উদ্ধার করে বিজিবি টহল দল। উদ্ধারকৃত অবৈধ অস্ত্রটি ভোলাহাট থানায় জমা দেয়ার কার্যক্রম চলমান রয়েছে।

    এ ব্যাপারে রহনপুর ব্যাটালিয়ন (৫৯ বিজিবি) এর অধিনায়ক লেঃ কর্নেল গোলাম কিবরিয়া বিষয়টির সত্যতা নিশ্চিত করেছেন। তিনি বলেন, অস্ত্র, গোলাবারুদ, মাদক এবং চোরাচালানের বিরুদ্ধে জিরো টলারেন্স নীতি বাস্তবায়নের লক্ষে সীমান্ত এলাকায় অপারেশনাল কার্যক্রম বৃদ্ধি করাসহ বিশেষ টহল পরিচালনা করা হচ্ছে।

    আরও খবর

    Sponsered content