• Archive Calendar

  • <img class=”alignnone size-full wp-image-10168″ src=”https://bdnewstoday24.com/wp-content/uploads/2023/05/IMG-20230504-WA0053.jpg” alt=”” width=100% height=”auto/>

  • তথ্যকণিকা

    গোয়াইনঘাটে ইউ/পি”র নারী সদস্য লাঞ্ছিত, চেয়ারম্যানের ভাই শ্রীঘরে

      প্রতিনিধি ৩০ আগস্ট ২০২৩ , ৪:২৪:১৬ প্রিন্ট সংস্করণ

    নিজস্ব প্রতিবেদক, গোয়াইনঘাট

    সিলেটের গোয়াইনঘাট উপজেলার পশ্চিম আলীরগাঁও ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ও গোয়াইনঘাট উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মো. গোলাম কিবরিয়া হেলালের সহোদর মহিবুর রহমান কতৃক এক সংরক্ষিত ওয়ার্ডের নির্বাচিত নারী সদস্যকে লাঞ্ছিত ও শারীরিক নির্যাতনের ঘটনায় গোয়াইনঘাট থানায় মামলা করেন সংরক্ষিত ওয়ার্ডের নির্বাচিত নারী সদস্য।

    গোয়াইনঘাট থানার এসআই জাহাঙ্গীর হোসেন নেতৃত্বে বিকেল ৪ টায় পূর্ণানগর গ্রামের নিজ বাড়িতে হইতে গ্রেফতার হন মামলার প্রধান আসামি মুহিবুর রহমান।

    নির্যাতিত সংরক্ষিত ওয়ার্ডের নারী সদস্য প্রবাসী রাণী দাস পশ্চিম আলীরগাঁও ইউনিয়নের পূর্ণানগর গ্রামের স্থায়ী বাসিন্দা। এ ঘটনায় শারীরিক ভাবে লাঞ্ছিত ওই নারী সদস্য বাদী হয়ে গোয়াইনঘাট থানায় লিখিত অভিযোগ দায়ের করেন।
    মামলা নং ৩২ তারিখ ৩০/০৮/২০২৩ইং।

    নির্যাতিত সংরক্ষিত ওয়ার্ডের নারী সদস্য প্রবাসী রাণী দাসের লিখিত অভিযোগের ভিত্তিতে জানা যায়, বুধবার (৩০ আগস্ট) সকাল ১১টার দিকে গোয়াইনঘাট উপজেলার পশ্চিম আলীরগাঁও ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ও গোয়াইনঘাট উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মোঃ গোলাম কিবরিয়া হেলালের আপন ভাই মহিবুর রহমান ইউনিয়ন পরিষদের গ্রামপুলিশের মাধ্যমে পশ্চিম আলীরগাঁও ইউনিয়ন পরিষদের সংরক্ষিত ১,২ ও ৩ নং ওয়ার্ডের নারী সদস্য প্রবাসী রাণী দাসকে বাড়ীতে ডেকে নিয়ে আসেন। এ সময় মুহিবুল কিবরিয়া প্রতিবন্ধী ভাতা সংক্রান্ত একটি বিষয়ে ইউনিয়ন পরিষদের নারী সদস্য প্রবাসী রাণী দাসের সাথে বাকবিতন্ডায় জড়িয়ে পড়েন। বাকবিতন্ডার এক পর্যায়ে প্রবাসী রাণীর উপর অতর্কিত হামলা শুরু করেন। এবং প্রভাসী রাণী দাসের শ্লীলতাহানির চেষ্টা চালান। সংরক্ষিত ওয়ার্ডের নারী সদস্যের চিৎকারে আশপাশের লোকজন এগিয়ে আসেন এবং তাকে মুহিবুর রহমানের হাত থেকে উদ্ধার করে গোয়াইনঘাট উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করান। তিনি বর্তমানে গোয়াইনঘাট উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসাধীন রয়েছেন।

    প্রবাসী রাণী দাস জানান, বিগত সিলেট জেলা পরিষদ নির্বাচনে মুহিবুর রহমানের ভাতিজা ইন্সাদ হোসেন রাজীবকে আমি ভোট না দেয়ায় তখন থেকে এই পরিবারটি আমার বিরুদ্ধে নানা অপপ্রচার ও বিভ্রান্তী ছড়াচ্ছে। এরই ধারাবাহিকতায় আজ আমাকে শারীরিক ভাবে লাঞ্ছিত করা হয়েছে।

    গোয়াইনঘাট থানার অফিসার ইনচার্জ কেএম নজরুল ইসলাম বলেন, গোয়াইনঘাট উপজেলা পশ্চিম আলীরগাঁও ইউনিয়নের ১,২ ও ৩ নং ওয়ার্ডের নারী সদস্য পূর্ণানগর গ্রামের বাসিন্দা প্রবাসী রাণী দাস বাদী হয়ে ও মুহিবুর রহমানকে প্রধান আসামি করে গোয়াইনঘাট থানায় একটি লিখিত অভিযোগ দায়ের করেন। তার লিখিত অভিযোগের বিষয়টি তদন্তে করে প্রাথমিক সত্যতা পাওয়ায় গোয়াইনঘাট থানায় মুহিবুর রহমানের বিরুদ্ধে মামলা রুজু করে তাকে গ্রেফতার করা হয়েছে।

    আরও খবর

    Sponsered content