• Archive Calendar

  • <img class=”alignnone size-full wp-image-10168″ src=”https://bdnewstoday24.com/wp-content/uploads/2023/05/IMG-20230504-WA0053.jpg” alt=”” width=100% height=”auto/>

  • তথ্যকণিকা

    দোয়ারাবাজারে চেলা নদীতে বালু উত্তোলন নিয়ে সংঘর্ষে আহত ৭ জন

      প্রতিনিধি ৩০ আগস্ট ২০২৩ , ১:৫৭:০২ প্রিন্ট সংস্করণ

    দোয়ারাবাজার(সুনামগঞ্জ) প্রতিনিধি :

    চেলা নদীর ছাতক-দোয়ারা সীমান্তের শারপিনপাড়ায় নদীর কিনার থেকে বালু উত্তোলন নিয়ে ইজারাদার পক্ষ এবং স্থানীয়দের মধ্যে হামলা ও সংঘর্ষের ঘটনায় ৭ জন আহত হওয়ার খবর পাওয়া গেছে । বুধবার (৩০ আগষ্ট) দুপুরে নরশিংপুর ইউনিয়নের শারপিনপাড়া এলাকায় এ ঘটনা ঘটেছে।

    ঘটনায় আহত ৭ জনকে প্রথমে ছাতক হাসপাতালে নেয়া হয়। এখানে প্রাথমিক চিকিৎসার পর ৭ জনকেই সিলেট ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে স্থানান্তর করা হয়েছে।

    স্থানীয় সুত্রে জানাগেছে,ইজারাদারের পক্ষে নদীতে বালু উত্তোলন করছিলেন পুর্ব সোনাপুর গ্রামের দুলাল মিয়ার পুত্র রুবেল মিয়াসহ লোকজন। এতে বাডি-ঘর ভেঙ্গে যাওয়ার অজুহাতে নদীর কিনারায় বালু উত্তোলন করতে বাঁধা দেয় শারপিনপাড়া গ্রামের আব্দুস সালামের পুত্র মঈনুল ইসলাম।

    এ নিয়ে দু”পক্ষের বাকবিতণ্ডার জের ধরে হামলা ও সংঘর্ষের ঘটনায় শারপিনপাড়ার মোশাহিদ আলী (৬৫), আব্দুস সালাম (৬০),আব্দুস সোবহান (৪৫), হোসাইন আহমদ (২৫),কাবিল মিয়া (৪৫), আরব আলী (৫৫), মঈনুল ইসলাম (২৫) কে সিলেট ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে

    চেলানদীর উত্তর পাড়া সারপিন পাড়া এলাকায় নদীর কিনার থেকে বালু উত্তোলন করতে বাঁধা দেওয়ায় এই সংঘর্ষের ঘটনা ঘটে। এরই জেরে ইজারাদারদের লোকজন লাঠিসোটা নিয়ে সারপিন পাড়া গ্রামের লোকজনদের উপর আক্রমন করে, ৭জন গরুত্বর আহত হয়। পরে আহত ৭ জনকে প্রথমে ছাতক উপজেলা স্বাস্থ্যকমপ্লেক্সে নিয়ে যাওয়া হয়। সেখানে প্রাথমিক চিকিৎসার শেষে অবস্থা আশংকাজনক হওয়ায় ৭ জনকেই সিলেট ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে স্থানান্তর করা হয়েছে।

    আহত আব্দুস সালাম জানান,ইজারাদারের লোকজন জোরপূর্বক নদীর পাড় কেটে বালি উত্তোলন করে আসছিলেন। স্থানীয়দের পক্ষ থেকে কয়েকদিন নিষেধাজ্ঞা দেওয়া হলেও তারা মানেনি। পূর্ব সোনাপুর গ্রামের স্থানীয় কয়েকজন অসাধু ব্যক্তিকে তারা (ইজারাদার) হাতে নিয়ে বালু উত্তোলন করতে আরও ব্যপরোয়া হয়ে উঠে। আজ পুনরায় নদীর পাড় কেটে (ইজারাবহির্বিত) জায়গা থেকে বালু উত্তোলন করতে থাকা তারা। এতে বাঁধা দেয় সারপিন পাড়া গ্রামবাসী। ক্ষিপ্ত হয়ে পূর্ব সোনাপুর গ্রামের দুলাল মিয়ার পুত্র রুবেল মিয়া লোকজন নিয়ে লাঠিসোটা দিয়ে সারপিন পাড়া গ্রামে এসে গ্রামবাসীর উপর আক্রমন করে।

    ইউপি সদস্য ধন মিয়া জানান,,ইজারাবর্হিবিত এলাকা থেকে নদীর পাড় কেটে ইজারাদারের পক্ষে বালু উত্তোলন করছিলেন ইউনিয়নের পুর্ব সোনাপুর গ্রামের দুলাল মিয়ার পুত্র রুবেল মিয়া ও তার সহযোগী লোকজন। স্থানীয়দের বাডি-ঘর ভেঙ্গে যাওয়ার অজুহাতে নদীর কিনারায় বালু উত্তোলন করতে এলাকাবাসী কয়েকদিন বাঁধা ও নিষেধাজ্ঞা দেয়। কিন্তু তারা এটা মানতি রাজি হয়নি। আজ সাররপিনপাড়া গ্রামের আব্দুস সালামের পুত্র মঈনুল ইসলামসহ স্থানীয় জনতা নদীর পাড় কেটে বালু উত্তোলন করতে বাধা দেওয়ায় পূর্ব সোনাপুর গ্রামের রুবেল মিয়া ও তার সহযোগিরা সারপিন পাড়া গ্রামে হামলা চালায়।

    দোয়ারাবাজার থানার অফিসার ইনচার্জ (ওসি)বদরুল হাসান মুঠোফোনে জানান,বিষয়টি আমাদের কেউ জানায়নি। অভিযোগ পেলে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।

    আরও খবর

    Sponsered content