• Archive Calendar

  • <img class=”alignnone size-full wp-image-10168″ src=”https://bdnewstoday24.com/wp-content/uploads/2023/05/IMG-20230504-WA0053.jpg” alt=”” width=100% height=”auto/>

  • অর্থনীতি

    কালীগঞ্জ গ্র্যাজুয়েট কল্যান ফোরামের ৩য় বার্ষিকী উদযাপন ও স্বাবলম্বী হওয়া কর্মসূচি

      প্রতিনিধি ২৩ সেপ্টেম্বর ২০২৩ , ৭:৩৩:০৭ প্রিন্ট সংস্করণ

    মো:আব্দুল মজিদ সাতক্ষীরা জেলা প্রতিনিধি

    গাজীপুরের কালীগঞ্জ উপজেলার কালীগঞ্জ গ্র্যাজুয়েট কল্যান ফোরাম এর ৩য় বার্ষিকী উদযাপন উপলক্ষে কালীগঞ্জ উপজেলার খোদেজা শপিং কমপ্লেক্স এর ৪র্থ তলায় কালীগঞ্জ গ্র্যাজুয়েট ফোরামের অফিসে বিকাল পাঁচ ঘটিকার সময় ৩য় প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে আলোচনা সভা ও কেক কাটার মধ্যে অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে।
    পবিত্র কোরআন তেলাওয়াতের মাধ্যমে প্রতিষ্ঠা বার্ষিকী পালন ও আলোচনা সভা শুরু হয়, কোরআন থেকে তেলাওয়াত করেন কালীগঞ্জ গ্র্যাজুয়েট কল্যাণ ফোরামের সদস্য মোঃ সোহরাব আলী সরকার।

    কালীগঞ্জ গ্র্যাজুয়েট কল্যান ফোরাম এর সভাপতি মোঃ মফিজুর রহমান (কবির) এর সভাপতিত্বে অর্থ বিষয়ক সম্পাদক মোঃ জাকারিয়া আহমেদ এর সঞ্চালনায় অনুষ্ঠান টি অনুষ্ঠিত হয়েছে।

    আলোচনা সভায় স্বাগত বক্তব্য রাখেন : মহসিন ভাই, বক্তব্য রাখেন : দপ্তর সম্পাদক আরিফ আমান ভূইয়া।
    বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন, কালীগঞ্জ উপজেলা পরিষদ এর সাবেক মহিলা ভাইস চেয়ারম্যান তাসলিমা রহমান (লাভলী). সদস্য সোহরাব আলী সরকার।
    অনুষ্ঠানে ৩য় প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে আলোচনা সভা শেষে ১১ টি পরিবার কে স্বাবলম্বী হওয়ার জন্য ১১ টি ছাগল বিতরণ করা হয়।

    উল্লেখ করা যেতে পারে যে ইতি পূর্বে ও বিভিন্ন সময় দুস্হ পরিবাকে স্বাবলম্বী করতে সেলাই মেশিন বিতরণ করেছেন।

    ছাগল বিতরণ এর পূর্বে কালীগঞ্জ গ্র্যাজুয়েট কল্যান ফোরাম এর সভাপতি ৩য় প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে উপস্থিত সকলকে শুভেচ্ছা জানান, এবং এই অনুষ্ঠানে আসার জন্য সকল কে ধন্যবাদ ও কৃতজ্ঞতা প্রকাশ করেন, আর কোন আলোচনা না থাকায় সকলের মঙ্গল কামনা করে আলোচনা সভা সমাপ্তি ঘোষণা করেন। আলোচনা সভা শেষে কালীগঞ্জ আর আর এন পাইলট সরকারী উচ্চ বিদ্যালয় মাঠে ১১ টি পরিবারের মধ্যে ১১ টি ছাগল বিতরণ করা হয়।

    আরও খবর

    Sponsered content