• Archive Calendar

  • <img class=”alignnone size-full wp-image-10168″ src=”https://bdnewstoday24.com/wp-content/uploads/2023/05/IMG-20230504-WA0053.jpg” alt=”” width=100% height=”auto/>

  • চট্টগ্রাম

    কক্সবাজার গ্রাম পুলিশ কর্মচারী ইউনিয়নের নির্বাচন সম্পন্ন

      প্রতিনিধি ১ সেপ্টেম্বর ২০২৩ , ১২:০৭:৩৯ প্রিন্ট সংস্করণ

    মোঃ রেজাউল করিম, ঈদগাঁও (কক্সবাজার)

    গঠিত হয়েছে বাংলাদেশ গ্রাম পুলিশ বাহিনী কর্মচারী ইউনিয়ন কক্সবাজার জেলা শাখা। একই সাথে সংগঠনটির উপদেষ্টা কমিটিও নির্বাচন করা হয়েছে। নবনির্বাচিত এ কমিটি দুইটিকে আগামী তিন বছরের জন্য অনুমোদন দেন সংগঠনের কেন্দ্রীয় কমিটির সভাপতি বাবু ভবেন্দ্র নাথ বিশ্বাস এবং কেন্দ্রীয় সাধারণ সম্পাদক দেলোয়ার হোসেন সর্দার।
    কমিটি গঠন উপলক্ষে সংগঠনের জেলা শাখার এক সম্মেলন কক্সবাজার শহরের হোটেল জামাল এ অনুষ্ঠিত হয়েছে। সংগঠনটির সভাপতি নূর মোহাম্মদের সভাপতিত্বে এতে প্রধান অতিথির বক্তব্য রাখেন বাংলাদেশ গ্রাম পুলিশ বাহিনী কর্মচারী ইউনিয়নের কেন্দ্রীয় প্রধান সমন্বয়কারী শাহজাহান কবির।
    বিশেষ অতিথির বক্তব্য রাখেন কক্সবাজার পৌরসভার সাবেক মেয়র মুজিবুর রহমান, মাস্টার গিয়াস উদ্দিন সহ গ্রাম পুলিশের বিভিন্ন উপজেলার নেতৃবৃন্দ।
    পরে গ্রাম পুলিশ কর্মচারীদের সর্বসম্মতিক্রমে সংগঠনের জেলা উপদেষ্টা কমিটি ও কার্যকরী কমিটি গঠন করা হয়। কমিটির তিন উপদেষ্টা নির্বাচিত হন যথাক্রমে কক্সবাজার পৌরসভার সাবেক মেয়র মুজিবুর রহমান, ঈদগাহ জাহানারা ইসলাম বালিকা উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক গিয়াস উদ্দিন, এবং ঈদগাঁও প্রেস ক্লাব ও অনলাইন প্রেস ক্লাবের সভাপতি মোঃ রেজাউল করিম।
    সংগঠনের কেন্দ্রীয় সভাপতি ও সাধারণ সম্পাদক স্বাক্ষরিত পত্র সূত্রে জানা যায়, অনুমোদিত কমিটির তালিকা জেলা প্রশাসক, কক্সবাজার, পুলিশ সুপার, কক্সবাজার, উপ-পরিচালক, স্থানীয় সরকার বিভাগ, কক্সবাজার এবং জেলা সমাজসেবা কর্মকর্তা, কক্সবাজার এর দফতরে দাখিল করা হয়েছে।

    জেলা কার্যনির্বাহী কমিটিতে ঈদগাঁওর নুর মোহাম্মদ দফাদারকে সভাপতি, চৌফলদন্ডীর মোঃ এরশাদ গ্রাম পুলিশকে কার্যকরী সভাপতি এবং চিরিংগার হেলাল উদ্দিন দফাদারকে সাধারণ সম্পাদক মনোনীত করা হয়েছে।

    কমিটির অন্যান্যরা হচ্ছেন পোকখালীর নুরুল হুদা দফাদার সিনিয়র সহ-সভাপতি, ইসলামপুরের কামাল হোসেন বাবুল দফাদার সহ-সভাপতি, কোনাখালির জয়নাল আবেদীন দফাদার কার্যকরী সাধারণ সম্পাদক।

    এতে টেকনাফের আমিনুল হক দফাদার যুগ্ম সাধারণ সম্পাদক, কক্সবাজার সদরের জিয়াউল হক সাংগঠনিক সম্পাদক, উখিয়ার রশিদ মিয়া দফাদার সহ সংগঠনিক সম্পাদক নির্বাচিত হন।

    একই কমিটিতে রিদুয়ানুল হক দফাদারকে অর্থ সম্পাদক, আবুল কালাম গ্রাম পুলিশকে সহ অর্থ সম্পাদক, মিজানুর রহমান দফাদারকে দপ্তর সম্পাদক, মুজিবুর রহমান গ্রাম পুলিশকে প্রচার সম্পাদক, বেলাল উদ্দিনকে সহ প্রচার সম্পাদক, আব্দুল মান্নান দফাদারকে স্বাস্থ্য বিষয়ক সম্পাদক, আবুল হাসেম দফাদারকে সমাজ কল্যাণ সম্পাদক, মোঃ আলমগীর দফাদারকে সাহিত্য- সাংস্কৃতিক সম্পাদক, নুর নাহার কে মহিলা সম্পাদিকা মনোনীত করা হয়।

    এছাড়া কার্যকরী সদস্য হিসেবে ১৩ জনকে নির্বাচিত করা হয়। তারা হলেন, আকতার মিয়া, আবু সাদেক, আব্দুল মালেক, আব্বাস আহমদ, মনজুর আলম, লুৎফুর রহমান, মোহাম্মদ সোলায়মান, আব্দুল মন্নান, মমতাজ আহমদ, মোস্তফা কামাল, বেদারুল ইসলাম, কামাল উদ্দিন ও হেলাল উদ্দিন।

    আরও খবর

    Sponsered content