• Archive Calendar

  • <img class=”alignnone size-full wp-image-10168″ src=”https://bdnewstoday24.com/wp-content/uploads/2023/05/IMG-20230504-WA0053.jpg” alt=”” width=100% height=”auto/>

  • তথ্যকণিকা

    ১৬১ বস্তা ভারতীয় চিনি, ১টি নৌকাসহ মধ্যনগর থানা পুলিশের হাতে আটক ৭

      প্রতিনিধি ১ সেপ্টেম্বর ২০২৩ , ১১:২৫:৫৩ প্রিন্ট সংস্করণ

    সুরঞ্জন তালুকদার (মধ্যনগর প্রতিনিধি)-

    সুনামগঞ্জের মধ্যনগরে বিশেষ অভিযান চালিয়ে বেআইনি ভাবে নিয়ে আসা ১৬১ বস্তা চিনি (প্রতি বস্তা ৫০ কেজি) ও ১টি ইঞ্জিন চালিত নৌকাসহ ৭জনকে আটক করেছে মধ্যনগর থানা পুলিশ।

    শুক্রবার (১লা সেপ্টেম্বর) আনুমানিক ভোর ৪টা ৪৫ মিনিটে মধ্যনগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা এমরান হোসেনের নির্দেশনায় এস আই ইসমাইল হোসেন ভূইয়ার নেতৃত্বে এস আই মোঃ মশিউড় রহমান সঙ্গীয় ফোর্স সহ মধ্যনগর থানাধীন ২নং বংশীকুন্ডা দক্ষিণ ইউপির বুড়িপর্তন গ্রাম সংলগ্ন জামগড়া খালের পাড়ে এদের আটক করা হয়। আটককৃত চিনির (৮০৫০ কেজি) আনুমানিক বাজার মূল্য ৭,২৪,৫০০ টাকা। গ্রেপ্তারকৃতরা হল- ১. মোঃ মজিবুর রহমান(৪৫) পিতাঃ মনফর আলী,২.জহিরূল আলী (৪২)পিতাঃ আইয়ুব আলী ৩. মোঃ কালু মিয়া (৩৩) পিতাঃ রমজান আলী , ৪. মোঃ আহাদ মিয়া (৫৭) পিতাঃ আব্দুল আলী সর্ব সাং রূপনগর ৫. ফারুক মিয়া (২২) পিতাঃ আব্দুল লতিফ সাং কলতাপাড়া, ৬. বিল্লাল হোসেন (৩৩) পিতাঃ জালাল উদ্দিন সাং গিলাগড়া, ৭. মোক্তার হোসেন (৩৪) পিতাঃ খুরশেদ আলম সাং লক্ষীপুর সর্ব থানা মধ্যনগর। মধ্যনগর থানার অফিসার ইনচার্জ মোঃ এমরান হোসেন বিষয়টি নিশ্চিত করে  জানান, আটককৃতদের বিরুদ্ধে মামলা রজু করা হয়েছে। বিকেলেই তাদেরকে আদালতে প্রেরণ করা হবে। মাদক ও চোরাচালানিদের বিরুদ্ধে আমাদের অভিযান চলমান থাকবে।

     

    আরও খবর

    Sponsered content