• Archive Calendar

  • <img class=”alignnone size-full wp-image-10168″ src=”https://bdnewstoday24.com/wp-content/uploads/2023/05/IMG-20230504-WA0053.jpg” alt=”” width=100% height=”auto/>

  • অর্থনীতি

    জামালগঞ্জ কাজ না করে টাকা উত্তোলনের অভিযোগ

      প্রতিনিধি ৬ মে ২০২৩ , ১২:৪৫:৫৬ প্রিন্ট সংস্করণ

    সুনামগঞ্জ প্রতিনিধি::

    সুনামগঞ্জের জামালগঞ্জ উপজেলার সদর ইউনিয়ন দুটি প্রকল্পকাজে অনিয়ম ও অর্থআত্মসাতের অভিযোগ এনে উপজেলা নির্বাহী অফিসার বরাবরে অভিযোগ দাখিল করেছেন ইউনিয়নের ৫নং ওয়ার্ডের এলাকার আবুল হোসেন। অভিযোগ পত্রের সাথে গ্রামবাসীর স্বাক্ষরশীটও জমা দওেয়া হয়েছে। তারা তদন্তপূর্বক ব্যবস্থা নেওয়ার জন্য আবেদন জানান।

    অভিযোগ পত্রে উল্লেখ করা হয়, ২০২২-২০২৩ অর্থবছরের টিআর (পিআইও) অফিসের আওতাধীন হাওর থেকে বৈশাখী ফলন কৃষকের ঘরে তোলার স্বার্থে চাঁনপুর-আবুরহাটি রাস্তা হইতে চেলাইয়ার কান্দা পর্যন্ত এবং জালালের জমি হইতে উসমানের জমি পর্যণ্ত প্রকল্প হাতে নেওয়া হয়। নপুর-আবুরহাটি রাস্তার প্রকল্প বাস্তবায়ন কমিটির সভাপতি ইউনিয়ন পরিষদের প্যানেল চেয়ারম্যান নূরুল হুদা অপর প্রকলেপর সভাপতি ইউপি সদস্যা আরুজা বেগম। অভিযোগে উল্লেখ করা হয়,একটি প্রকল্পে ২ লাখ ৭৫ হাজার টাকা ও অপর প্রকল্পে ২ টন ৭শ ৬০ কেজি চাল বরাদ্দ দিলেও সে অনুযায়ী কাজ হয়নি। কৃষকের স্বার্থ সংশ্লিষ্ট প্রকল্পে বরাদ্দ দেওয়া হলেও নুরুল হুদার প্রকল্পে নামে মাত্র কাজ হয়েছে এবং অভিযোগ দাখিলের দিন পর্যন্ত আরুজা বেগমের প্রকল্পে কাজ শুরু হয়নি। কাজ না করে সরকারী বরাদ্দ আত্মসাতের চেষ্টা করা হচ্ছে। তাই উক্ত বিষয়ের আলোকে তদন্তপূর্বক ব্যবস্থা নেওয়ার জন্য তারা দাবি জানান।
    এব্যাপারে শনিবার বিকল ৫ টায় জামালগঞ্জ উপজেলা নির্বাহী অফিসার বিশ্বজিৎ দেব বলেন, অভিযোগ পেয়েছি, তদন্ত চলছে, কাজ না করা হলে প্রকল্পের টাকা ফিরত দিতে হবে।

    আরও খবর

    Sponsered content