• Archive Calendar

  • <img class=”alignnone size-full wp-image-10168″ src=”https://bdnewstoday24.com/wp-content/uploads/2023/05/IMG-20230504-WA0053.jpg” alt=”” width=100% height=”auto/>

  • চট্টগ্রাম

    কুতু্বদিয়ায় ফিশিং ট্রলার ডুবির ঘটনায় নিখোঁজ মাঝির লাশ উদ্ধার

      প্রতিনিধি ২ সেপ্টেম্বর ২০২৩ , ১১:৪৫:৩৫ প্রিন্ট সংস্করণ

    মোঃআজিজুল হক(আজিজ):

    কুতু্বদিয়ায় ফিশিং ট্রলার ডুবির ঘটনায় নিখোঁজ মাঝি মোঃ আলম লাশ উদ্ধার। সে উত্তর ধূরুং জইজ্যার পাড়া গ্রামের মৃত মকবুল আহমেদের ছেলে।

    শনিবার (২ সেপ্টেম্বর) দুপুরে কোষ্টগার্ড সাগর থেকে আলম মাঝির লাশটি উদ্ধার করে থানায় হস্তান্তর করা হয়।

    তথ্য নিয়ে জানা যায়,উপজেলার উত্তর ধুরুং ইউনিয়নের চুল্লার পাড়ার মো. শাহজাহান মালীকনাধীন ফিশিং ট্রলারটি (২৮ আগষ্ট) ১০ জন মাঝি-মাল্লা নিয়ে বঙ্গোপসাগরে মাছ ধরতে যায় ট্রলারটি মাছ ধরা শেষে তীরে রওনা দেয়। পথে লাসপাতা নামক স্থানে অন্য ট্রলারের পাতানো জালে আটকে গত ৩১ আগস্ট সাগরে ফিশিং বোটটি ডুবে যায়। এসময় ৮ জন জেলেকে উদ্ধার করা গেলেও দু’জন নিখোঁজ ছিল। বৃহস্পতিবার বার একজনের লাশ উদ্ধার হয় এবং আজকে নিখোঁজ মাঝির লাশটিও পাওয়া যায়।

    স্থানীয় উত্তর ধুরুং ইউপি চেয়ারম্যান আব্দুল হালিম সিকদার বলেন, সাগরে বোট ডুবিতে নিখোঁজ দুই জেলের লাশ উদ্ধার করা হয়েছে। এ ব‍্যাপারে আগেই থানায় সাধারণ ডায়েরি করা হয়েছিল বলে জানান তিনি।

    থানার ওসি ( তদন্ত ) কানন সরকার জানান, সাগরে নিখোঁজ অপর জেলে আলম মাঝির লাশ শনিবার উদ্ধার হবার পর সনাক্ত শেষে তার পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে।

    আরও খবর

    Sponsered content