• Archive Calendar

  • <img class=”alignnone size-full wp-image-10168″ src=”https://bdnewstoday24.com/wp-content/uploads/2023/05/IMG-20230504-WA0053.jpg” alt=”” width=100% height=”auto/>

  • তথ্যকণিকা

    কুড়িগ্রামে পৃথক দুটি অভিযানে ২১ কেজি গাঁজা, ৭৩ বোতল ফেন্সিডিল ও ২ টি অটো ইজিবাইক জব্দসহ ৪জন গ্রেফতার

      প্রতিনিধি ৫ সেপ্টেম্বর ২০২৩ , ১০:১৪:৩৩ প্রিন্ট সংস্করণ

    কুড়িগ্রাম প্রতিনিধি, মোঃমোরশেদ হাসান লালু

    গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা কর্তৃক ‘স্মার্ট বাংলাদেশ ২০৪১’ রূপকল্প বাস্তবায়নের প্রত্যয়ে ‘স্মার্ট পুলিশ’ অভিপ্রায়ে দুর্বার গতিতে এগিয়ে চলছে বাংলাদেশ পুলিশ। একটি জ্ঞানভিত্তিক অর্থনীতি, একটি উদ্ভাবনী জাতি এবং একটি অন্তর্ভুক্তিমূলক ডিজিটাল সমাজের জন্য টেকসই নিরাপত্তা ও শান্তি সুনিশ্চিত করতে দিবারাত্র নিরবিচ্ছিন্নভাবে কঠোর পরিশ্রম করে যাচ্ছে বাংলাদেশ পুলিশ।

    এরই ধারাবাহিকতায় উলিপুর থানা পুলিশ কর্তৃক গত ০৪ সেপ্টেম্বর ২০২৩ তারিখ বিকেল আনুমানিক ১৬.৩০ ঘটিকায় গোপন সংবাদের ভিত্তিতে উলিপুর থানাধীন গুনাইগাছ ইউনিয়নের জুম্মারহাট থেকে নাগেশ্বরী থানার ধনী গাগলা (বানিয়াটারী) গ্রামের কুখ্যাত মাদক কারবারি মোঃ শফিকুল ইসলাম (২৮), মোঃ হাফিজুর রহমান (৩৫) এবং উলিপুর থানার খামার দামারহাটের মোঃ মাসুদ মিয়া (২২) দেরকে একটি অটোরিক্সা তল্লাশী করে ২১ কেজি গাঁজাসহ হাতেনাতে গ্রেফতার করে উলিপুর থানা পুলিশের একটি চৌকস টিম। এসময় মাদক পরিবহনের কাজে ব্যবহৃত একটি অটো ইজিবাইক জব্দ করা হয়।

    অপরদিকে ফুলবাড়ী থানা পুলিশ কর্তৃক গত ০৪ সেপ্টেম্বর ২০২৩ তারিখ রাত্রি আনুমানিক ২১.৫০ ঘটিকার সময় ফুলবাড়ী থানাধীন ২নং শিমুলবাড়ী ইউনিয়নের তালকু শিমুলবাড়ী(মিয়া পাড়া) মৌজাস্থ নাওডাঙ্গা বাজার হতে মিয়াপাড়া বাজার গামী পাকা রাস্তার উপর থেকে ফুলবাড়ী থানা এলাকার কৃষ্ণানন্দবকসী (ধুলারকুটি) গ্রামের কুখ্যাত মাদক কারবারি মোঃ আনোয়ার হোসেন @ভুট্টু (৩৫) কে অটো ইজিবাইকের সিটের নিচে বিশেষ কায়দায় ফিটিং করা অবস্থায় ৭৩ বোতল ফেন্সিডিলসহ হাতেনাতে গ্রেফতার করে ফুলবাড়ী থানা পুলিশের একটি চৌকস টিম। এসময় মাদক পরিবহনের কাজে ব্যবহৃত একটি অটো ইজিবাইক জব্দ করা হয়।

    কুড়িগ্রাম জেলা পুলিশের মিডিয়া মুখপাত্র অতিরিক্ত পুলিশ সুপার জনাব মোঃ রুহুল আমীন বলেন, গ্রেফতারকৃত আসামিদের বিরুদ্ধে উলিপুর এবং ফুলবাড়ী থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে পৃথক দুইটি মামলা রুজু করা হয়েছে। কুড়িগ্রাম জেলায় মাদক নির্মূলে আমাদের এই অভিযান নিয়মিতভাবে অব্যাহত থাকবে, আমরা সকলের সম্মিলিত সহযোগিতা প্রত্যাশা করি।

    এভাবেই কুড়িগ্রাম জেলায় সুস্থ ও সুন্দর ভবিষ্যৎ গঠনের লক্ষ্যে জুয়া নির্মূলে ও সম্মানিত নাগরিকদের টেকসই নিরাপত্তার নিমিত্তে সদা জাগ্রত কুড়িগ্রাম জেলা পুলিশ।

    আরও খবর

    Sponsered content