• Archive Calendar

  • <img class=”alignnone size-full wp-image-10168″ src=”https://bdnewstoday24.com/wp-content/uploads/2023/05/IMG-20230504-WA0053.jpg” alt=”” width=100% height=”auto/>

  • তথ্যকণিকা

    বগুড়া আদমদীঘিতে ফার্মেসির আড়ালে মাদকব্যবসা

      প্রতিনিধি ৬ সেপ্টেম্বর ২০২৩ , ১১:৪৮:২২ প্রিন্ট সংস্করণ

    সজীব হাসান, (বগুড়া) প্রতিনিধি :

    বগুড়ার আদমদীঘি উপজেলা সদর সান্তাহার, নসরতপুর, চাঁপাপুর, কুন্দগ্রামসহ বিভিন্ন এলাকায় কিছু ফার্মেসি বা ওষুধের দোকানের আড়ালে চলছে মাদকদ্রব্যের রমরমা ব্যবসা।
    গতকাল মঙ্গলবার (৫ সেপ্টেম্বর) সন্ধ্যায় আদমদীঘির সনি মেডিক্যাল স্টোর নামক এক ওষুধের দোকানে অভিযান চালিয়ে ১০০ পিস ট্যাপেন্টাডল ট্যাবলেটসহ দোকানের মালিক শফি মাহমুদ তালুকদার উজ্জ্বলকে গ্রেফতার করেছে। সে আদমদীঘি উপজেলার উজ্জলতা গ্রামের আব্দুল লতিফ তালুকদার মিন্টুর ছেলে। এ ঘটনায় আদমদীঘি থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে একটি মামলা দায়ের করা হয়েছে। আদমদীঘি থানা সূত্রে জানা যায়, আদমদীঘি সদর, সান্তাহার, নসরতপুর, মুরইল, কুন্দগ্রাম, চাঁপাপুর, ছতিয়ানগ্রাম, কুসুম্বী বাজারসহ বিভিন্ন এলাকায় গড়ে উঠেছে ফার্মেসি। এসব এলাকায় অবস্থিত ফার্মেসির কিছু মালিক জীবন রক্ষাকারী ওষুধের আড়ালে বিক্রি নিষিদ্ধ ট্যাপেন্টাডল, নেশার ইনজেকশন ও সিডিল, ইজিয়াম, এ্যামারিল ইনজেকশন ডাক্তারের ব্যাবস্থা ছাড়াই। তাই মাদক সেবনকারীদের নিরাপদ আশ্রয় গড়ে উঠেছে এসব ফার্মেসিতে। নানা ধরণের মাদকদ্রব্য গোপনে বিক্রি করছে। কিছু কিছু ফার্মেসির মালিক কর্মচারি রেখে ও মোবাইল ফোনে মাদকসেবীদের সাথে আতাত করে গোপন স্থানে নিয়ে মাদকদ্রব্য বিক্রি করছে। সম্প্রতি পুলিশ ও মাদকদ্রব্য নিয়ন্ত্রন অধিদপ্তর আদমদীঘি, সান্তাহার, ছাতিয়ানগ্রাম, নসরতপুরসহ বেশ কয়েকটি ওষুধের দোকানে অভিযান চালিয়ে মাদক উদ্ধার ও চঞ্চল নামের দোকান মালিকসহ কয়েকজনকে গ্রেফতার করে আদালতে প্রেরণ করে। তারপরও কিছু মালিক ফার্মেসির আড়ালে চালাচ্ছিল মাদকের ব্যবসা। গত মঙ্গলবার সন্ধ্যায় আদমদীঘি থানা পুলিশ গোপন সংবাদের ভিত্তিতে থানার উপ-পরিদর্শক প্রদীপ কুমার ফোর্সসহ আদমদীঘি সদরে সনি মেডিক্যাল স্টোরে গোপন সম্মতের ভিত্তিতে অভিযান চালিয়ে ওষুধের বাক্সে রাখা একশ পিস নেশার ট্যাপেন্টাডল ট্যাবলেটসহ দোকান মালিক শফি মাহমুদ তালুকদার উজ্জলকে গ্রেফতার করে। আদমদীঘি ওষুধ ব্যবসায়ী সমিতির সভাপতি নাজিমুল হুদা খন্দকার বিষয়টি নিশ্চিত করে বলেন ওই ওষুধের দোকান সমিতির সদস্য নেই। আদমদীঘি থানার অফিসার ইনচার্জ রেজাউল করিম বিষয়টি নিশ্চিত করে জানান জানান শফি মাহমুদ তালুকদার উজ্জ্বলের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্তণ আইনে মামলা রুজু করে বুধবার দুপুরে আদালতে পাঠানো হয়েছে।

     

    আরও খবর

    Sponsered content