• Archive Calendar

  • <img class=”alignnone size-full wp-image-10168″ src=”https://bdnewstoday24.com/wp-content/uploads/2023/05/IMG-20230504-WA0053.jpg” alt=”” width=100% height=”auto/>

  • জাতীয়

    বাংলাদেশের মাটিতে যারা জন্ম নিয়েছেন, তারা সবাই এই মাটির সন্তান ও নাগরিক: প্রধানমন্ত্রী শেখ হাসিনা

      প্রতিনিধি ৭ সেপ্টেম্বর ২০২৩ , ৩:৩০:২৪ প্রিন্ট সংস্করণ

    হারাধন কর্মকার

    বিএনপির মাধ্যমে অসাম্প্রদায়িক চেতনার বাংলাদেশ ভূলুণ্ঠিত হয়েছিল বলে মন্তব্য করেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। তিনি বলেন, অসাম্প্রদায়িক চেতনার বাংলাদেশ ভূলুণ্ঠিত হয়েছিল বিএনপির মাধ্যমে। বার বার অত্যাচার হয়েছে অসাম্প্রাদায়িক চেতনার ওপর। ভোট দিয়ে দেশসেবার সুযোগ দিয়েছিলেন বলেই, মুক্তিযুদ্ধ ও অসাম্প্রদায়িক চেতনা ফিরিয়ে আনা সম্ভব হয়েছে। জন্মাষ্টমী উপলক্ষ্যে বৃহস্পতিবার (৭ সেপ্টেম্বর) গণভবনে সনাতন সম্প্রদায়ের ধর্মীয় নেতাদের সঙ্গে শুভেচ্ছা বিনিময় অনুষ্ঠানে এ কথা বলেন তিনি।
    প্রধানমন্ত্রী জন্মাষ্টমীর শুভেচ্ছা জানিয়ে বলেন, বাংলাদেশের মাটিতে যারা জন্ম নিয়েছেন, তারা সবাই এই মাটির সন্তান ও নাগরিক। এ মাটির ওপরই আপনাদের অধিকার। কেনো সংখ্যালঘু বলেন নিজেদের? কে জাতীয় পার্টি, কে বিএনপি, কে আওয়ামী লীগ, কে হিন্দু, কে মুসলমান, কে খ্রিষ্টান- তা দেখে সেবা করি না আমরা। সব রক্তের রঙ লাল। মুক্তিযুদ্ধে সবার রক্ত মিশে গেছে এক স্রোতে। এই দেশ সবার।
    বাংলাদেশ ধর্ম নিরপেক্ষ দেশ উল্লেখ করে শেখ হাসিনা বলেন, সংবিধানের ১২ অনুচ্ছেদে বলা আছে বাংলাদেশ ধর্ম নিরপেক্ষ দেশ। কিন্তু জিয়াউর রহমান ওই অনুচ্ছেদ বাতিল করেছিল। আওয়ামী লীগ ক্ষমতায় এসে সংবিধান সংশোধন করে ধর্মনিরপেক্ষতার ভিত্তি ও অসাম্প্রদায়িক রাষ্ট্র আবারও প্রতিষ্ঠা করেছে।
    সরকারপ্রধান আরও বলেন, দেশে এখন চাকরিসহ বিভিন্ন ক্ষেত্রে বৈষম্য নেই। কে দক্ষ, কে কাজ করে আমরা সেটিই দেখি। ধর্ম দেখে যোগ্যতা-দক্ষতা দেখে মূল্যায়ন করি না। অর্পিত সম্পত্তি আইন নিয়ে আপনাদের আপত্তি ছিল, তা বাতিল করছি। আপনারা যেভাবে চেয়েছেন সেভাবেই আইন করে দিয়েছি। আরও একটা কাজ করে দিয়েছি- হেবা আইনে আমরা মুসলমানরা যে অধিকারটা ভোগ করি, সেটা হিন্দু ধর্মসহ অন্যান্য সকল ধর্মের জন্য বাস্তবায়ন করে দিয়েছি। আপনার সম্পত্তি যেন অন্য কেউ নয়-ছয় করতে না পারে সেজন্য। গণভবনে বিভিন্ন মঠ ও মিশনের অধ্যক্ষ, হিন্দু কল্যাণ ট্রাস্ট, পূজা উদযাপন পরিষদ,জম্মাষ্টমী উদযাপন পরিষদ, জাগো হিন্দু পরিষদ, অদ্বৈত ও অচ্যুত পরিষদসহ অধিকাংশ সনাতন সম্প্রদায়ের নেতৃস্থানীয় ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।

    আরও খবর

    Sponsered content