• Archive Calendar

  • <img class=”alignnone size-full wp-image-10168″ src=”https://bdnewstoday24.com/wp-content/uploads/2023/05/IMG-20230504-WA0053.jpg” alt=”” width=100% height=”auto/>

  • তথ্যকণিকা

    মধ্যনগরে গোদাম ঘরে আগুন লেগে মালামাল পুড়ে ছাই

      প্রতিনিধি ১১ সেপ্টেম্বর ২০২৩ , ৫:৩০:৩৯ প্রিন্ট সংস্করণ

    সুরঞ্জন তালুকদার, মধ্যনগর প্রতিনিধি

    সুনামগঞ্জের মধ্যনগর উপজেলার বংশীকুন্ডা বাজারে অগ্নিকাণ্ডের ঘটনায় একটি গোদাম ঘর ও গুদামে থাকা মালামাল পুড়ে ভস্মীভূত হয়ে গেছে । তবে এ ঘটনায় কেউ হতাহত হয়নি। বৈদ্যুতিক শর্ট সার্কিট থেকে এই অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে বলে প্রথমিক ভাবে ধারণা করা হচ্ছে।

    সোমবার সন্ধ্যা সাড়ে ৭ টার দিকে উপজেলার বংশীকুন্ডা বাজারের শুটকি ব্যবসায়ী জালাল মিয়া(৫০), কাঁচামাল ব্যবসায়ী সুরঞ্জন সরকার(৪৫) ও জাহারুল (৩৭) এর গোদাম ঘরে এ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে। এতে প্রায় ৪ লক্ষাধিক টাকার ক্ষয়ক্ষতি হয়েছে।

    বংশীকুন্ডা বাজার বনিক সমিতির সভাপতি আনোয়ার হোসেন বলেন, ‘ সোমবার সন্ধ্যা সাড়ে ৭ টার দিকে বংশীকুন্ডা বাজারে বিদ্যুতের শর্ট সার্কিট থেকে ওই গোদাম ঘরে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে। পরে স্থানীয়দের ব্যবসায়ী-জনগনের আধঘন্টা চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনা হয়।

    বংশীকুন্ডা দক্ষিণ ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান রাসেল আহমদ বলেন, ‘ আমি তাৎক্ষণিকভাবে ঘটনাস্থল পরিদর্শন করেছি এবং ক্ষতিগ্রস্ত ব্যবসায়ীদের সাথে কথা বলেছি।
    মধ্যনগর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) অ:দা: শীতেষ চন্দ্র সরকার বলেন,’ অগ্নিকাণ্ডের বিষয়টি শুনেছি। এই বিষয়ে উর্ধ্বতন কর্তৃপক্ষকে জানানো হবে ।

    আরও খবর

    Sponsered content