• Archive Calendar

  • <img class=”alignnone size-full wp-image-10168″ src=”https://bdnewstoday24.com/wp-content/uploads/2023/05/IMG-20230504-WA0053.jpg” alt=”” width=100% height=”auto/>

  • চট্টগ্রাম

    রামগড়ে ইউপিডিএফ কর্তৃক চালক-হেলপারসহ ৩বাঙ্গালী অপহৃত

      প্রতিনিধি ১১ সেপ্টেম্বর ২০২৩ , ৭:০৭:২৩ প্রিন্ট সংস্করণ

    খাগড়াছড়ি প্রতিনিধিঃ

    খাগড়াছড়ি পার্বত্য জেলার রামগড়ে চাঁদার দাবীতে বনবীথি ও মধুপুর এলাকা থেকে দু’টি কাভার্ড ভ্যান ও দু’টি পিকআপ গাড়ীর ৩চালক-হেলপারকে অপহরণ করেছে ইউনাইটেড পিপলস ডেমোক্রেটিক ফ্রন্ট (ইউপিডিএফ)।

    সোমবার(১০ সেপ্টেম্বর’২৩) দিবাগত রাত্রে এ অপহরণের ঘটনা ঘটনায় আঞ্চলিক বিচ্ছিন্নতাবাদ সন্ত্রাসী প্রসীত বিকাশ খীসার মূলদল।

    স্থানীয় সূত্রে জানা যায়, এ সড়কে চলাচলরত যানবাহন থেকে প্রতিনিয়ত চাঁদা আদায় করে আসছে সন্ত্রাসী গ্রুপটি। মোটা অংকের চাঁদা দিতে ব্যর্থ হলে মারধর, গাড়িতে আগুন এবং অপহরণের ঘটনা সংঘটিত করে।

    বিগত কয়েক বছরে ১৭টি যানবাহনে চাঁদার জন্য আগুন দিয়েছে এবং মোট ৯জনকে অপহরণ করেছে। এর মধ্যে ৬জন মুক্তিপণ দিয়ে ফেরত এসেছে বাকিদের কোন সন্ধান পাওয়া যায়নি।

    এ সড়কে প্রায়শই, চাঁদাবাজি, অপহরণ এবং নাশকতামূলক ঘটনা ঘটলেও সংশ্লিষ্ট কর্তৃপক্ষ বিষয়টি গুরুত্বসহকারে দেখেনি বলে অভিযোগ করেন, মালিক ও শ্রমিক সংগঠনের নেতারা।

    উক্ত এলাকায় সেনা ক্যাম্প না থাকায় অপহৃতদের উদ্ধারে বিশেষ তৎপরতা নেই। বিজিবি ও পুলিশের যৌথ দল উদ্ধার অভিযান চালালেও আশানুরূপ কিছু নেই। স্থানীয় অধিবাসীরা উক্ত এলাকায় পাহাড়ি-বাঙ্গালীদের নিরাপত্তা নিশ্চিতে সেনাক্যাম্প মোতায়েনের দাবি জানিয়েছেন।

    আরও খবর

    Sponsered content