• Archive Calendar

  • <img class=”alignnone size-full wp-image-10168″ src=”https://bdnewstoday24.com/wp-content/uploads/2023/05/IMG-20230504-WA0053.jpg” alt=”” width=100% height=”auto/>

  • চট্টগ্রাম

    পটিয়ায় চাকুরীর প্রলোভনে দেখিয়ে টাকা আত্নসাৎ, প্রতারক চক্রের দুই সদস্য গ্রেপ্তার

      প্রতিনিধি ১৬ সেপ্টেম্বর ২০২৩ , ৫:২০:২৬ প্রিন্ট সংস্করণ

    পটিয়া (চট্টগ্রাম) প্রতিনিধি:-

    পটিয়া থানায় অদ্য ১৫/০৯/২০২৩খ্রি. মাননীয় পুলিশ সুপার জনাব এস এম শফিউল্লাহ, বিপিএম মহোদয়ের নির্দেশনায় পটিয়া থানার পুলিশ পরিদর্শক (তদন্ত) জনাব মোঃ সাইফুল ইসলাম এর নেতৃত্বে এসআই(নিঃ) মোস্তফা আল মামুন, এসআই(নিঃ) উৎফল চক্রবর্তী ও সঙ্গীয় ফোর্স সহ তথ্যপ্রযুক্তির মাধ্যমে পটিয়া থানা ও পাশ্ববর্তী কর্ণফুলী থানা এলাকা হইতে অভিযান পরিচালনা করে আসামী ১। মোঃ মঞ্জুর আলম(৩৬), পিতা- কামাল উদ্দিন, মাতা- খালেদা বেগম, সাং-পূর্ব চরনদ্বীপ,(সরধুনা বাপের বাড়ী),থানা- বোয়ালখালী, জেলা- চট্টগ্রাম, বর্তমান- মোস্তফা কলোনী, চান মিয়া মুন্সি বাই লেইন, ১৭নং ওয়ার্ড, ডিসি রোড, ব্লক-০৬,থানা- বাকলিয়া, জেলা-চট্টগ্রাম, ২। মোঃ রাজিবুল ইসলাম প্রকাশ রাজিব (৩৩), পিতা- জাফর আহমদ, মাতা- সেলিনা আক্তার,সাং- কচুয়াই, ০২নং ওয়ার্ড, থানা-পটিয়া, জেলা- চট্টগ্রাম’দ্বয়কে গ্রেফতার করা হয়। প্রাথমিক জিজ্ঞাসাবাদে আসামীদ্বয় স্বীকার করেন যে,গত ২১/০৮/২০২৩ইং তারিখ বিকাল অনুমান ০৪:০০ ঘটিকার সময় ধৃত আসামী মঞ্জুর আলম তার ব্যবহৃত মোবাইল নাম্বার-০১৯৯৭-৭৫০৭০৭ হতে বাদীর সঙ্গীর মোঃ আবদুল মোতালের লিটন এর ব্যবহৃত মোবাইল নাম্বার ০১৭৩৮-৮৯৩১৬৯ তে ফোন করিয়া বলেন যে, পটিয়া একটি নতুন রেস্টুরেন্ট খুলিতেছে এবং উক্ত রেস্টুরেন্টে এ বাবুর্চী হিসেবে চাকুরী দিবে বলে বলে বাদীর সঙ্গীয় মোঃ আবদুল মোতালেব লিটন’কে পটিয়া আসার জন্য বলে। ধৃত আসামী মোঃ মঞ্জুর আলম এর কথামত বাদীর সঙ্গীয় মোঃ আবদুল মোতালের লিটন বাদীকে নিয়ে চট্টগ্রাম শহর হইতে ২১/০৮/২০২৩ইং তারিখ রাত অনুমান ০৮:০০ ঘটিকার সময় পটিয়া থানাধীন ডাকবাংলো মোড়ে এসে আসামী মোঃ মঞ্জুর আলম এর সাথে যোগাযোগ করে। আসামীদ্বয় সহ অপরাপর আসামীগন বাদীকে এবং বাদীর সঙ্গীয় মোঃ আবদুল মোতালের লিটন চাকুরী দিবে বলিয়া প্রলোভন দেখিয়ে পটিয়া থানাধীন পটিয়া পৌরসভাধীন ০৯নং ওয়ার্ড দক্ষিণ গোবিন্দাখীল নাছির সওদাগরের বাড়ীস্থ পরিত্যক্ত বসত ঘরের ভিতর নিয়ে গিয়ে মারধর করে। আসামীদ্বয় সহ অপরাপর আসামীগন বাদীকে এবং বাদীর সঙ্গীয় মোঃ আবদুল মোতালের লিটন’কে শিকল দিয়ে বেঁধে রাখে এবং মুখে কাপড় দিয়ে কসটেপ মেরে জোর পূর্বক আটক করিয়া রাখে। তাদের সাথে থাকা ০২টি মোবাইল সেট সহ ইসলামী ব্যাংক লিমিটেড এর ০২টি এটিএম কার্ড নিয়ে নেয়। ০২টি এটিএম কার্ড হইতে সর্বমোট ৩৩,০০০/-(তেত্রিশ হাজার)টাকা উত্তোলন করে নিয়ে যায়। উক্ত ঘটনা সংক্রান্তে পটিয়া থানার মামলা নং ৩৪, তাং-২৩/৮/২৩, ধারা-১৪৩/৩৪২/৩৭৯/৪০৬/৪২০/৫০৬/৩৪ পেনাল কোড রুজু করা হয়। আসামীদ্বয়কে বিজ্ঞ চীফ জুডিসিয়াল ম্যাজিষ্ট্রেট আদালত চট্টগ্রামে প্রেরণ করিলে আসামীদ্বয় সেচ্ছায় দোষ স্বীকারোক্তি মূলক জবানবন্দি প্রদান করে।

     

    আরও খবর

    Sponsered content