• Archive Calendar

  • <img class=”alignnone size-full wp-image-10168″ src=”https://bdnewstoday24.com/wp-content/uploads/2023/05/IMG-20230504-WA0053.jpg” alt=”” width=100% height=”auto/>

  • চট্টগ্রাম

    আহবায়ক মাধাই চন্দ্র সচিব রাজিব সেন পটিয়া উপজেলা পূজা উদযাপন কমিটি গঠন 

      প্রতিনিধি ২৪ সেপ্টেম্বর ২০২৩ , ৫:১৬:৩১ প্রিন্ট সংস্করণ

    পটিয়া (চট্টগ্রাম) প্রতিনিধি:-

    চট্টগ্রাম দক্ষিণ জেলা পূজা উদযাপন পরিষদের এক জরুরী সভায় পটিয়া উপজেলা পূজা উদযাপন কমিটির পূর্বের  কমিটি বিলুপ্ত করে আহ্বায়ক কমিটি অনুমোদন দেয়া হয়। ২৩শে সেপ্টেম্বর সংগঠনের সর্ব সম্মতিক্রমে মাধাই চন্দ্র নাথকে আহ্বায়ক,  রাজীব সেন’কে সদস্য সচিব করে ৩১ সদস্য বিশিষ্ট কমিটি ঘোষণা করা হয়। আহ্বায়ক কমিটির সদস্যরা হলেন যদু রঞ্জন চৌধুরী, ঝুলন দত্ত, আশীষ মিত্র, সঞ্জীব চক্রবর্তী টিংকু, উত্তম দে, কাজল চৌধুরী, টিটু দেব, টিটু দে, সুবল আচার্য্য, কান্তি লাল ভট্টাচার্য, শিল্পী মিত্র, রিংকী দেব, শুক্লা চৌধুরী, মিলকি চৌধুরী, শেফালী রুদ্র, দেবাশীষ দে, সুমন দত্ত, মিঠুন চৌধুরী, তপন চৌধুরী, কাঞ্চন নাথ, উজ্জ্বল ভট্টাচার্য, অরুণ নাথ, পিপলু শীল, উজ্জ্বল মজকুরী, প্রদীপ কুমার দে, অভিষেক বৈদ্য, রাজু পাঠক, ডেবিট দে, রনি দে।  সভায়  পটিয়া পৌরসভা পূজা উদযাপন পরিষদের কমিটি বহাল রাখা হয়।-

    চট্টগ্রাম দক্ষিণ জেলা পূজা উদযাপন পরিষদের সাধারণ সম্পাদক রুবেল দেব বলেন,  সংগঠনের ভাব মূর্তি ও গতিশীলতা আনতে অন্যান্য উপজেলার ন্যায় পটিয়া উপজেলাতে একটি আহ্বায়ক কমিটি গঠন করা হয়েছে। উনারা পরবর্তীতে সম্মেলন আয়োজন করবেন।

    এ বিষয়ে মাধাই চন্দ্র নাথ এবং রাজীব সেন বলেন, চট্টগ্রাম দক্ষিণ জেলা পূজা উদযাপন পরিষদ আমাদের যে দায়িত্ব দিয়েছেন সনাতনী সমাজের স্বার্থ রক্ষায় সে দায়িত্ব আমরা পালন করব। জাতীয় সংসদের হুইপ সামশুল হক চৌধুরী এম.পি অতীতের ন্যায় পটিয়ার সনাতনী সমাজের পাশে আছেন। উনার পরামর্শ এবং নেতৃত্বে সনাতনী সমাজকে ঐক্যবদ্ধ করে শান্তি শৃঙ্খলার সাথে আসন্ন শারদীয়া দুর্গাপূজা উদযাপন করতে সচেষ্ট থাকব। সামনে পূজা ও নির্বাচনকে ঘিরে যেকোন অপ্রীতিকর ঘটনা এড়াতে প্রশাসন সহ সর্বস্থরের ব্যক্তিবর্গের সহযোগিতা কামনা করেন নব গঠিত কমিটির নেতৃবৃন্দ।।

    আরও খবর

    Sponsered content