• Archive Calendar

  • <img class=”alignnone size-full wp-image-10168″ src=”https://bdnewstoday24.com/wp-content/uploads/2023/05/IMG-20230504-WA0053.jpg” alt=”” width=100% height=”auto/>

  • বিজ্ঞান

    শ্রীমঙ্গলে আন্তঃক্লাস বিজ্ঞান মেলা ২০২৩

      প্রতিনিধি ২৬ সেপ্টেম্বর ২০২৩ , ১২:০৬:২৫ প্রিন্ট সংস্করণ

    স্মরণ সিং,স্টাফ রিপোর্টাের,মৌলভীবাজারঃ

    মৌলভীবাজার জেলার শ্রীমঙ্গল উপজেলায় শহরে অবস্থিত ভিক্টোরিয়া উচ্চ বিদ্যালয়ে ” জ্ঞানের জন্য এসো,সেবার জন্য বেরিয়ে যাও” এই মূলমন্ত্রকে সামনে রেখে নবাঙ্কুর বিজ্ঞান ক্লাব উদ্দ্যোগে অত্র বিদ্যালয়ের অডিটোরিয়াম রুমে ২৬শে সেপ্টেম্বর ২০২৩ খ্রিঃ রোজ মঙ্গলবার সকাল ১০:০০ ঘটিকার সময় মাল্টিপারপাস সোসিও ইকোনোমিক ডেভেলাপমেন্ট এসোসিয়েশন (এমসিডা) ও বাংলাদেশ ফ্রিডম ফাউন্ডেশন ( বিএফএফ) এর সার্বিক সহযোগিতায় (৯৫) জন শিক্ষার্থীর পয়ত্রিশ (৩৫) টি বিজ্ঞান প্রজেক্ট তৈরীর সমন্বয়ে বিজ্ঞান মেলা আয়োজক কমিটির আহ্বায়ক বিধান দত্তের স্বাগত বক্তব্যে প্রধান অতিথি শ্রীমঙ্গল উপজেলা নির্বাহী অফিসার আলী রাজিব মাহমুদ মিঠুন এর আগমনে শুভ উদ্ধোধন বক্তব্যের মাধ্যমে বিজ্ঞান মেলা শুভ উদ্ধোধন ঘোষণা করা হয়।

    সম্মানিত অতিথি মাল্টিপারপাস সোসিও ইকোনোমিক ডেভেলাপমেন্ট এসোসিয়েশন (এমসিডা) সভাপতি মিজানুর রহমান আলম, শ্রীমঙ্গল উপজেলা প্রাথমিক বিদ্যালয়ে সহকারি শিক্ষা অফিসার, ভিক্টোরিয়া উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক অয়ন চৌধুরী’ র সভাপতিত্বে বিশেষ অতিথি হিসেবে দাতা সদস্য বিজয় কান্তি ভট্টাচার্য, অভিভাবক সদস্য( মোঃ মামুন আহমেদ,ইমাম হোসেন সোহেল,আবু সুলতান মোহাম্মদ ইদ্রিস ( লেদু),উত্তম কুমার দাশ পীযূশ,অসীম পাল শ্যামল), সংরক্ষিত মহিলা অভিভাবক সদস্য কাঞ্চন দেব, সহকারি প্রধান শিক্ষক আব্দুর রহমান, বিজ্ঞান শিক্ষক সুধেন্দু ভট্টাচার্য, কাজল কলি সহ প্রমূখ শিক্ষকগণ উপস্থিত ছিলেন । মাধ্যমিক বিদ্যালয়ে বিজ্ঞান শিক্ষার উন্নয়ন প্রকল্প প্রজেক্ট কো-অর্ডিনেটর আমিনুর রশিদ, অ্যাসিসটেন্ট প্রজেক্ট কো-অর্ডিনেটর রিপন মৃর্ধা উপস্থিত ছিলেন।

    বিজ্ঞান মেলায় বিচারক অভিজিৎ কুমার সিংহ, লোকমান হোসেন, হোসেন বিজ্ঞান শিক্ষকগণ প্রজেক্ট প্রদর্শনানুসারে বিজ্ঞান মেলায় ক গ্রুপে-১০ম শ্রেণির ক শাখা ১ম স্থান( সৌর মডেল, বিভিন্ন ধরনের দ্রবনের ঘনত্বের তুলনা),১০ম শ্রেণির খ শাখা ২য় স্থান অর্জন ( ভূকম্প সতর্কযন্ত্র),৯ম শ্রেণির ক শাখা ৩য় স্থান অর্জন(এসিড বৃষ্টির কারণ ও ফলাফল, স্মার্ট রোড,পেট্রোল আর পানির সমন্বয়ে আগুন তৈরী, ফায়ার এলার্ম)। খ-গ্রুপে- ৮ম শ্রেণির গ শাখা ১ম স্থান অর্জন( স্মার্ট জেনারেইট রোড),৬ষ্ঠ শ্রেণির ক শাখা ২য় স্থান অর্জন (স্মার্ট সিটি, সেইভ আর্থ, হাইড্রোলিক লিফট), ৭ম শ্রেণির খ শাখা ৩য় স্থান অর্জন( ফায়ার প্রোটেকশন ডিভাইস, ওয়াটার টারবাইন)। গ- গ্রুপ- ৫ ম শ্রেণির ১ম স্থান অর্জন ( ভূমিকম্প এলার্ম) ৫ম শ্রেণির ২য় স্থান অর্জন ( উইন্ড মিল) নির্বাচিত করেন। বিজ্ঞান মেলায় পুরুষ্কার হিসেবে বিজয়ীদের মাঝে ক্রেষ্ট ও সার্টিফিকেট প্রদান করা হয়।

    আরও খবর

    Sponsered content