• Archive Calendar

  • <img class=”alignnone size-full wp-image-10168″ src=”https://bdnewstoday24.com/wp-content/uploads/2023/05/IMG-20230504-WA0053.jpg” alt=”” width=100% height=”auto/>

  • তথ্যকণিকা

    মির্জাপুর”মরা”সমিতির নামে প্রকাশিত সংবাদের প্রতিবাদ

      প্রতিনিধি ৩০ সেপ্টেম্বর ২০২৩ , ১:১৫:৩৯ প্রিন্ট সংস্করণ

    বিশেষ প্রতিনিধি

    সুনামগঞ্জের মধ্যনগরে মরা সমিতির সদস্য দাবী করে অনুষ্ঠিত সংবাদ সম্মেলনের প্রতিবাদে আজ সংবাদ সম্মেলন করেছে কোষাধ্যক্ষ সন্তান সহ আরো একাধিক সদস্য।

    ৩০ সেপ্টেম্বর শনিবার দপুরে মধ্যনগর উপজেলা প্রেসক্লাবে এ সংবাদ সম্মেলনের মাধ্যমে লিখিত ভাবে প্রতিবাদ জানিয়ে “মরা”সমিতির পক্ষে বক্তব্য পাঠ করেন সমিতির কোষাধ্যক্ষ মরম আলীর ছেলে শাহীনুর আলম।

    উপজেলার দক্ষিণ বংশীকুন্ডা ইউনিয়নের মির্জাপুর গ্রামের মোঃমরম আলীর পুত্র মোঃশাহিনূর আলম বলেন গত ২৮সেপ্টেম্বর বৃহস্পতিবার একটি কুচক্রী মহল আমার পিতার নাম ব্যবহার করে মির্জাপুর “মরা সমবায় সমিতি”র পক্ষ হয়ে সংবাদ সম্মেলন করে মধ্যনগর প্রেসক্লাবে। প্রকৃত সদস্যদের বাদ দিয়ে নতুন নামে সমিতি রেজিস্ট্রেশনের অভিযোগে তুলে। তারা দাবী করে সমিতির সদস্য কিন্তু তাদেরকে বাদ দিয়ে রেজিষ্ট্রেশন করা হচ্ছে।এবং২৮ /২৯সেপ্টেম্বর বিভিন্ন জাতীয় দৈনিক ও অনলাইন পোর্টালে নিউজ এমন সংবাদ প্রকাশিত হয়।

    মুলত ব্যাক্তি আক্রোশে মাসুদ মিয়া গ্রামের একটি মহলকে নিয়ে আমার পিতার নামে মানহানিকর তথ্য প্রচার করছে।সত্যি হলো সমিতির জন্মলগ্ন থেকে ৫৯জন সদস্য নিয়ে যাত্রা শুরু করে সমিতিটি।এবং সর্বসম্মতিক্রমে আরো ২জনকে সদস্য করা হয় বর্তসানে ৬১সদস্য।এবং আমার পিতা মরম আলী সুনামের সহিত কোষাধক্ষ্যের দায়িত্ব পালন করে আসছেন।মুলত মাসুদের ভাই মজুমিয়া ছিলেন সমিতির সদস্য ঐ সূত্রে ভাবি সাহারা খাতুন এখনো সদস্য রয়েছেন। কিন্তু তার ভাবিকে বাদ দিয়ে নিজের নাম যুক্ত করতে চেয়েছিল কিন্তু পারেন নি, তাই এহেন কর্মকান্ড চালাচ্ছেন মাসুদ।এবং সমিতির রেজিষ্ট্রেশনের কাজকর্মকে বাধাগ্রস্থ্য করছে।পরবর্তীতে মাসুদের অভিযোগে সমবায় কতৃপক্ষের তদন্ত আসে গত ১০সেপ্টম্বর।তদন্তে কোন সদুত্তর ও কোন প্রমানাদি দেখাতে পারেনি ঐ চক্রটি।

    তাদের এসব মিত্যা ভিত্তিহীন তথ্য উপস্থাপন করে সংবাদ সম্মেলন করে,যার তীব্র নিন্দা ও প্রতিবাদ জানাই। এবং প্রকৃত সদস্যদের নিয়ে আজ সংবাদ সম্মেলনের মাধ্যমে সকলকে অবগত করছি যে,আপনাদের সুষ্ঠ তদন্তের জন্য জোর দাবী জানাই।সেই সাথে সমবায় কতৃপক্ষের সুদৃষ্টি ও নিবন্ধনের আওতায় আনতে পুর্ণ সহায়তা কামনা করছি।সাংবাদিকদের প্রশ্নের জবাবে সমিতির কোষাধ্যক্ষ পুত্র শাহীনুর আলম ও তৎকালীন একাধিক সদস্যরা জানান যেহেতু সামাজিক সংগঠন সেহেতু সাহায্য সহযোগিতা সকলের জন্যই উন্মুক্ত। এবং নতুন কেহ আসতে চাইলে কোন আপত্তি নেই।তবে সমহারে সঞ্চয় দিয়ে আসতে হবে।

    এ বিষয়ে উপজেলায় অতিরিক্ত দায়িত্বে থাকা সমবায় কর্মকর্তা শরীফ আহমদ বলেন,তদন্ত সাপেক্ষে প্রকৃত সদস্যদের নিয়ে যদি একত্র হয়, তবে রেজিষ্ট্রেশনের অনুমতি দেওয়া হবে।

    আরও খবর

    Sponsered content