• Archive Calendar

  • <img class=”alignnone size-full wp-image-10168″ src=”https://bdnewstoday24.com/wp-content/uploads/2023/05/IMG-20230504-WA0053.jpg” alt=”” width=100% height=”auto/>

  • চট্টগ্রাম

    ভ্রমণ মানুষকে যেভাবেই মেধাবী বিকাশ ঘটায়

      প্রতিনিধি ২৮ সেপ্টেম্বর ২০২৩ , ১১:৩২:৫০ প্রিন্ট সংস্করণ

    নুরুল আবছার লেখকঃ

    ভ্রমণের মাধ্যমে দূরত্বের চেয়ে বন্ধুগুলোকে ভালো যাচাই করা

    যায় । দুর্দান্ত জিনিসগুলি কখনোই কমফোর্ট জোন থেকে আসে না পুরো পৃথিবী একটি বই, এবং যারা ভ্রমণ করে না তারা কেবল এর একটি পৃষ্ঠা পরে। ভ্রমণকারী কখনো নতুন কিছু শিখতে দ্বিধাগ্রস্ত হন না। ভ্রমণ সকল মানুষের আবেগকে বাড়িয়ে তোলে । ভ্রমণ মানুষকে বিনয়ী করে তোলে এবং সে জানতে পারে সে পৃথিবীর ভেতর কতটুকু ক্ষুদ্রতম । ভ্রমণ মানুষকে নতুন ধরনের জ্ঞান অর্জন করতে সাহায্য করে। তাই প্রতিনিয়ত নতুন নতুন কোন জায়গায় ভ্রমণ করার চেষ্টা করুন । ভ্রমণ এবং স্থানান্তর মনের মধ্যে নতুন উদ্বেগ জাগিয়ে তোলে। একজন বুদ্ধিমান ভ্রমণকারী কখনোই তার নিজের দেশকে তুচ্ছ করেন-না।
    ভ্রমণ মানুষের জ্ঞান এর পরিধি বৃদ্ধি করতে সাহায্য করে ।
    ভ্রমণ এর স্থান পরিবর্তন, মনের নতুন উদ্যোগ যোগায় ।
    ভ্রমণ হলো নিজেকে জানার অন্যতম একটি উপায় ।
    নতুন কোন স্থানে একাকী ঘুম থেকে জাগা পৃথিবীর শ্রেষ্ঠ আনন্দের অনুভূতি । যতক্ষণ না আপনি নিজেকে পিছনে ফেলেন, ততক্ষণ ভ্রমণ দুঃসাহসিক হয়ে ওঠে না। নতুন জায়গায় নতুন কিছু চোখে দেখা ও শোনার মাধ্যমে জ্ঞানের পরিধি বাড়ে।

    আরও খবর

    Sponsered content